ETV Bharat / state

Kurmis Burn Dilip Effigy: 'অপরিণত মানুষের মতো কথা', কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য কুশপুতুল দাহ দিলীপের

author img

By

Published : May 15, 2023, 5:20 PM IST

Updated : May 15, 2023, 6:31 PM IST

কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পুরুলিয়ায় কুশপুতুল দাহ করা হল দিলীপ ঘোষের ৷ আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত বলেছেন, অপরিণত মানুষের মতো কথা বলেছেন বিজেপি নেতা ৷

Kurmis Burn Dilip Effigy
Kurmis Burn Dilip Effigy

দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন অজিত প্রসাদ মাহাত

পুরুলিয়া, 15 মে: কুড়মি সমাজের মানুষজন সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত । বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির মন্তব্যের প্রতিবাদ করে পুরুলিয়ায় তাঁর কুশপুতুল দাহ করা হয়েছে ৷

সোমবার এক সাংবাদিক সম্মেলনে অজিত প্রসাদ মাহাত বলেন, "তিনি কেমন মানুষ ? পড়াশোনা আছে কী নেই ? এ কেমন অপরিণত মানুষের মতো কথাবার্তা বলছেন তিনি । তিনি না একটি দলের রাজ্য সভাপতি ছিলেন ? আমি তো তাঁকে সম্মান করতাম ৷ সেই লোকের মুখে এ কেমন কথা ? একজন উলঙ্গ মানুষকে পোশাক দিতে হয় । একজন ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন দিতে হয় আর অন্ধ মানুষকে রাস্তা দিতে হয় । আর তিনি বলছেন, উলঙ্গ করে দেবেন, কাপড় খুলে নেবেন, এ কেমন কথা ? তাঁর দল কেন্দ্রে ক্ষমতায় আছে, তাঁর মুখে কি এই ধরনের কথা মানায় ?"

কুড়মিরা জনশক্তি দিয়ে লড়াই করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন অজিত প্রসাদ মাহাত । একইসঙ্গে তিনি জানান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির সময় আদিবাসী কুড়মি সমাজ বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে তাদের দাবি তুলে ধরবে ৷ তাদের সম্বলিত পোস্টার, ব্যানার নিয়ে প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত ।

রাজ্য সরকার কুড়মি সমাজের দাবি মেনে সিআরআই রিপোর্ট-এর জন্য কমেন্ট ও জাস্টিফিকেশন না পাঠানো পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন তিনি ৷ এ দিন পুরুলিয়ার বিভিন্ন জায়গায় দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করা হয় । প্রসঙ্গত, কুড়মিদের নিয়ে খড়গপুরে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "আমার এলাকায় আন্দোলন করা কুড়মিদের অসময়ে চাল-ডাল দিয়েছি ঠিকই ৷ কিন্তু কেউ যদি উলটো পালটা কিছু করতে আসে, তাহলে দিলীপ ঘোষ তাদের কাপড় খুলে দেবে ৷"

উল্লেখ্য, এর আগে তৃণমূল কংগ্রেসের অজিত মাইতির মন্তব্যকে ঘিরে ক্ষমা চেয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেছিলেন, কুড়মি নেতাদের আচরণ খালিস্তানিদের মতো ৷ তাঁর এই মন্তব্যের জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয় ৷ তৃণমূল বিধায়কের মন্তব্যের জন্য নিজে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: চাল-ডাল দিয়েছি, বাড়াবাড়ি করলে কুড়মিদের কাপড় খুলে দেব: দিলীপ ঘোষ

দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন অজিত প্রসাদ মাহাত

পুরুলিয়া, 15 মে: কুড়মি সমাজের মানুষজন সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত । বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির মন্তব্যের প্রতিবাদ করে পুরুলিয়ায় তাঁর কুশপুতুল দাহ করা হয়েছে ৷

সোমবার এক সাংবাদিক সম্মেলনে অজিত প্রসাদ মাহাত বলেন, "তিনি কেমন মানুষ ? পড়াশোনা আছে কী নেই ? এ কেমন অপরিণত মানুষের মতো কথাবার্তা বলছেন তিনি । তিনি না একটি দলের রাজ্য সভাপতি ছিলেন ? আমি তো তাঁকে সম্মান করতাম ৷ সেই লোকের মুখে এ কেমন কথা ? একজন উলঙ্গ মানুষকে পোশাক দিতে হয় । একজন ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন দিতে হয় আর অন্ধ মানুষকে রাস্তা দিতে হয় । আর তিনি বলছেন, উলঙ্গ করে দেবেন, কাপড় খুলে নেবেন, এ কেমন কথা ? তাঁর দল কেন্দ্রে ক্ষমতায় আছে, তাঁর মুখে কি এই ধরনের কথা মানায় ?"

কুড়মিরা জনশক্তি দিয়ে লড়াই করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন অজিত প্রসাদ মাহাত । একইসঙ্গে তিনি জানান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির সময় আদিবাসী কুড়মি সমাজ বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে তাদের দাবি তুলে ধরবে ৷ তাদের সম্বলিত পোস্টার, ব্যানার নিয়ে প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত ।

রাজ্য সরকার কুড়মি সমাজের দাবি মেনে সিআরআই রিপোর্ট-এর জন্য কমেন্ট ও জাস্টিফিকেশন না পাঠানো পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন তিনি ৷ এ দিন পুরুলিয়ার বিভিন্ন জায়গায় দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করা হয় । প্রসঙ্গত, কুড়মিদের নিয়ে খড়গপুরে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "আমার এলাকায় আন্দোলন করা কুড়মিদের অসময়ে চাল-ডাল দিয়েছি ঠিকই ৷ কিন্তু কেউ যদি উলটো পালটা কিছু করতে আসে, তাহলে দিলীপ ঘোষ তাদের কাপড় খুলে দেবে ৷"

উল্লেখ্য, এর আগে তৃণমূল কংগ্রেসের অজিত মাইতির মন্তব্যকে ঘিরে ক্ষমা চেয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেছিলেন, কুড়মি নেতাদের আচরণ খালিস্তানিদের মতো ৷ তাঁর এই মন্তব্যের জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয় ৷ তৃণমূল বিধায়কের মন্তব্যের জন্য নিজে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: চাল-ডাল দিয়েছি, বাড়াবাড়ি করলে কুড়মিদের কাপড় খুলে দেব: দিলীপ ঘোষ

Last Updated : May 15, 2023, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.