পুরুলিয়া, 24 সেপ্টেম্বর : কুড়মি (Kurmi) সম্প্রদায়ের অবরোধের জেরে গত পাঁচদিন ধরে পুরুলিয়া-আদ্রা ডিভিশনে বিপর্যস্ত রেল পরিষেবা (Rail Blockade) ৷ শনিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছিল ৷ কুড়মিদের নেতা অজিত প্রসাদ মাহাতো অবরোধ তুলে নেওয়ার ঘোষণা করেছিলেন ৷ কিন্তু তার পর কয়েক ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ অবরোধ এখনও ওঠেনি ৷ এখনও বিক্ষোভকারীরা কুস্তাউর রেল স্টেশনের লাইনেই বসে রয়েছেন ।
প্রসঙ্গত, অনগ্রসর শ্রেণির কল্যাণ দফতরের সঙ্গে কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধিদের একটি বৈঠক শনিবার হয় পুরুলিয়া (Purulia) জেলাশাসকের দফতরে । ওই বৈঠকে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের মতো পুলিশ-প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন । অজিত প্রসাদ মাহাতোও সেখানে ছিলেন ৷ সেই বৈঠকের পর অজিত প্রসাদ মাহাতো বলেন, ‘‘এই আলোচনা সন্তোষজনক ৷ তাই আমরা অবরোধ তুলে নিচ্ছি ৷ আমি স্টেশনে গিয়ে অবরোধ তুলে নেওয়ার কথা জনসমক্ষে ঘোষণা করব । তবে আমাদের দাবি নিয়ে লড়াই জারি থাকবে ।’’
তিনি প্রশাসনিক আশ্বাসে অবরোধ তুলে নেওয়ার কথা বললেও বিক্ষোভকারীরা মানতে রাজি নন ৷ তাঁদের দাবি , দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা । শেষ খবর পর্যন্ত অবরোধ চলছে । প্রচুর মানুষ ভিড় করে রয়েছেন রেল স্টেশনে। তাঁরা প্রয়োজনে নতুন করে কমিটি গঠন করে এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতি (ST) তালিকাভুক্ত করা, সারনা ধর্মকে স্বীকৃতি-সহ একাধিক দাবিতে ছোটনাগপূর টোটেমিক কুর্মি মাহাতো সমাজের ডাকে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় অনির্দিষ্টকালের জন্য রেল রোকো ও রাস্তা অবরোধের ডাক দেওয়া হয়ে । সেই মতো মঙ্গলবার সকাল থেকে চলছে রেল ও রাস্তা অবরোধ ।
এর জেরে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত ট্রেন চলাচল । বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন ৷ পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ বদল করতে হয়েছে । স্বভাবতই চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রেল যাত্রীরা ।
আরও পড়ুন : পুরুলিয়ায় রেল রোকো আন্দোলনের 5 দিন, আজও বাতিল বহু ট্রেন