ETV Bharat / state

Jhalda Municipality : গঠিত হল ঝালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর

author img

By

Published : May 3, 2022, 9:39 PM IST

বোর্ড গঠনের 26 দিন পর সোমবার তৃণমূল এবং কংগ্রেস, উভয়পক্ষের 10 জন কাউন্সিলরের উপস্থিতিতে গঠিত হল ঝালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর (Jhalda Municipality board of councillor formed)।

Jhalda Municipality
গঠিত হল ঝালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর

পুরুলিয়া, 3 মে : নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর শোকের আবহেই সোমবার গঠিত হল ঝালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর। 12 ওয়ার্ডের ঝালদা পৌরসভার বোর্ড গঠন হয়েছিল গত 5 এপ্রিল । বোর্ড গঠনের 26 দিন পর এদিন তৃণমূল এবং কংগ্রেস, উভয়পক্ষের 10 জন কাউন্সিলরের উপস্থিতিতে গঠিত হল ঝালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর (Jhalda Municipality board of councillor formed)।

বিরোধীদের মধ্যে উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস কাউন্সিলর তথা নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু, 1 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিজয় কান্দু এবং 4 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্র । তবে উপস্থিত ছিলেন না 9 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল । গত ফেব্রুয়ারিতে পৌর নির্বাচনের ফলাফলে 12 ওয়ার্ডের ঝালদা পৌরসভা ত্রিশঙ্কু হয় ৷ তৃণমূল পায় 5টি ওয়ার্ড, কংগ্রেস জেতে 5টি ওয়ার্ডে এবং নির্দল 2টি আসনে জয়লাভ করে। বোর্ড গঠনের প্রস্তুতির মধ্যেই 13 মার্চ 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন।

আরও পড়ুন : ঝালদা পৌরবোর্ড দখলেই খুন তপন কান্দু, অভিযোগ পরিবারের

ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে ওঠে রাজ্য-রাজনীতি । সংবাদ শিরোনামে উঠে আসে ঝালদা পৌরসভা। খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরইমধ্যে বিগত 5 এপ্রিল গঠিত হয় ঝালদা পৌরসভার বোর্ড । এরপর এদিন বোর্ড অফ কাউন্সিলর গঠনের দিনে পৌরবোর্ডের প্রথম বৈঠকে 11টি কর্মসূচি নিয়ে আলোচনা হয় । এছাড়াও স্ট্যান্ডিং কমিটি গঠন, ওয়ার্ড কমিটি গঠন, এরিয়া কমিটি গঠন, টেন্ডার প্রক্রিয়া এবং বিভিন্ন সরকারি প্রকল্প-সহ ঝালদা পৌর এলাকার উন্নয়ণমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে ।

পুরুলিয়া, 3 মে : নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর শোকের আবহেই সোমবার গঠিত হল ঝালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর। 12 ওয়ার্ডের ঝালদা পৌরসভার বোর্ড গঠন হয়েছিল গত 5 এপ্রিল । বোর্ড গঠনের 26 দিন পর এদিন তৃণমূল এবং কংগ্রেস, উভয়পক্ষের 10 জন কাউন্সিলরের উপস্থিতিতে গঠিত হল ঝালদা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর (Jhalda Municipality board of councillor formed)।

বিরোধীদের মধ্যে উপস্থিত ছিলেন 12 নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস কাউন্সিলর তথা নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু, 1 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিজয় কান্দু এবং 4 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পিন্টু চন্দ্র । তবে উপস্থিত ছিলেন না 9 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল । গত ফেব্রুয়ারিতে পৌর নির্বাচনের ফলাফলে 12 ওয়ার্ডের ঝালদা পৌরসভা ত্রিশঙ্কু হয় ৷ তৃণমূল পায় 5টি ওয়ার্ড, কংগ্রেস জেতে 5টি ওয়ার্ডে এবং নির্দল 2টি আসনে জয়লাভ করে। বোর্ড গঠনের প্রস্তুতির মধ্যেই 13 মার্চ 2 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হন।

আরও পড়ুন : ঝালদা পৌরবোর্ড দখলেই খুন তপন কান্দু, অভিযোগ পরিবারের

ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে ওঠে রাজ্য-রাজনীতি । সংবাদ শিরোনামে উঠে আসে ঝালদা পৌরসভা। খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরইমধ্যে বিগত 5 এপ্রিল গঠিত হয় ঝালদা পৌরসভার বোর্ড । এরপর এদিন বোর্ড অফ কাউন্সিলর গঠনের দিনে পৌরবোর্ডের প্রথম বৈঠকে 11টি কর্মসূচি নিয়ে আলোচনা হয় । এছাড়াও স্ট্যান্ডিং কমিটি গঠন, ওয়ার্ড কমিটি গঠন, এরিয়া কমিটি গঠন, টেন্ডার প্রক্রিয়া এবং বিভিন্ন সরকারি প্রকল্প-সহ ঝালদা পৌর এলাকার উন্নয়ণমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.