ETV Bharat / state

Jhalda Councillor Murder Case : ঝালদা কাণ্ডে অডিয়ো ভাইরাল, এবার অস্বস্তিতে প্রতিবেশী তৃণমূল কর্মী অমল কান্দু - তপন কান্দুর সঙ্গে প্রতিবেশী অমল কান্দুর অডিয়ো

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে তোলপাড় রাজ্য ৷ এবার তাঁর এক প্রতিবেশী তৃণমূল কর্মীর সঙ্গে কথোপকথনের অডিয়ো সামনে এল ৷ এর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত (Jhalda Councillor Murder Case) ৷

Jhalda Congress Councillor Tapan Kandu Audio Viral
তপন কান্দু ও অমল কান্দুর মধ্যে কথাবার্তার অডিয়ো ভাইরাল
author img

By

Published : Apr 5, 2022, 12:46 PM IST

ঝালদা, 5 এপ্রিল : ঝালদা কাণ্ডে ভাইরাল অডিয়োর ঝড় যেন কিছুতেই থামছে না । এবার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর সঙ্গে প্রতিবেশী অমল কান্দুর অডিয়ো ভাইরাল হল। এখানে শোনা যাচ্ছে অমল কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে বলছেন, "আজ না হয় কাল তোকে তৃণমূলে আসতেই হবে । প্রেসারটা হাই করিস না ।" যদিও এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত (Jhalda Congress Councillor Tapan Kandu and TMC worker Amal Kandu audio viral) ।

ভাইরাল হওয়া অডিয়োয় খুন হওয়া কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকার করে নেন প্রতিবেশী অমল কান্দু ৷ তাঁর বিরুদ্ধে তপন কান্দুর থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ৷ সেই অভিযোগ থেকে রেহাই পেতেই এই ফোন রেকর্ড করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান ৷ 22 ফেব্রুয়ারি দু'জনের মধ্যে কথা হয়েছিল বলে দাবি অমল কান্দুর ৷

তৃণমূল নেতা অমল কান্দু কংগ্রেস নেতা তপন কান্দুর বাড়িতে যাননি ৷ কারণ, এতে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সন্দেহ হতে পারে ৷ অডিয়োয় শোনা যাচ্ছে, অমল কান্দু কংগ্রেস কাউন্সিলরকে বলছেন, "একদিন তোমাকে তৃণমূলে আসতে হবে ৷" এর উত্তরে তপন কান্দু বলছেন, "তোকে আমি এক টাকাও দেব না ৷" শেষে দু'পক্ষই উত্তেজিত হয়ে ওঠেন ৷ তখন অমল কান্দু বলেন, "তুই চুপচাপ থাক ৷ তোর সুগার, প্রেশারটা বাড়ছে ৷"

আরও পড়ুন : CBI Probe In Jhalda Councillor Murder Case : হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে খুশি নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু

এর আগে পুরুলিয়া জেলা পুলিশের আইসি সঞ্জীব ঘোষের সঙ্গে তাপন কান্দুর ভাইপো মিঠুনের কথোপকথনের অডিয়ো ভাইরাল হয় ৷ এই অডিয়োতে আইসি সঞ্জীব ঘোষ এবং তাপন কান্দুর ভাইপো মিঠুনের মধ্যে কথোপকথনে শোনা যাচ্ছে, আইসি বলছেন, "আমার নাম করে অভিযোগ করে কি ভাল করছিস ? আমি সাসপেন্ড হয়ে গেলে বা আমার চাকরি চলে গেলে বউ, ছেলে, মেয়ে না খেতে পেয়ে মারা গেলে কি তোদের ভাল হবে ?" তখন উলটো দিকে তপন কান্দুর ভাইপোকে বলছেন, "আমি করিনি, কাকিমা করেছে ।" এরপর আইসি অভিযোগ ফিরিয়ে নেওয়ার কথা বলে একটা বয়ানে তপন কান্দুর স্ত্রীর টিপসই নিয়ে আসতে বলেন ।

যদিও রবিবার সাংবাদিক বৈঠক করে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান জানান, সাত লক্ষ টাকার বিনিময়ে খুন হয়েছেন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷ তিনি বলেন, "তদন্ত বলছে এটা পারিবারিক বিবাদের জেরে হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে আইসি জড়িত নন ৷"

তপন কান্দু খুনে তাঁর দাদা নরেন কান্দু ও মহম্মদ আসিফ খান 14 দিনের পুলিশি হেফাজতে রয়েছে । এছাড়া নরেন্দ কান্দুর ছেলে দীপক কান্দু ও কলেবর সিংকেও গ্রেফতার করা হয়েছে ৷ সোমবারই এই খুনে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷

আরও পড়ুন : Jhalda Congress Councillor Murder : ঝালদা খুনে ফের ভাইরাল অডিয়ো, আরও অস্বস্তিতে জেলা পুলিশ

ঝালদা, 5 এপ্রিল : ঝালদা কাণ্ডে ভাইরাল অডিয়োর ঝড় যেন কিছুতেই থামছে না । এবার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর সঙ্গে প্রতিবেশী অমল কান্দুর অডিয়ো ভাইরাল হল। এখানে শোনা যাচ্ছে অমল কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে বলছেন, "আজ না হয় কাল তোকে তৃণমূলে আসতেই হবে । প্রেসারটা হাই করিস না ।" যদিও এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত (Jhalda Congress Councillor Tapan Kandu and TMC worker Amal Kandu audio viral) ।

ভাইরাল হওয়া অডিয়োয় খুন হওয়া কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে কথা বলার বিষয়টি স্বীকার করে নেন প্রতিবেশী অমল কান্দু ৷ তাঁর বিরুদ্ধে তপন কান্দুর থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল ৷ সেই অভিযোগ থেকে রেহাই পেতেই এই ফোন রেকর্ড করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান ৷ 22 ফেব্রুয়ারি দু'জনের মধ্যে কথা হয়েছিল বলে দাবি অমল কান্দুর ৷

তৃণমূল নেতা অমল কান্দু কংগ্রেস নেতা তপন কান্দুর বাড়িতে যাননি ৷ কারণ, এতে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সন্দেহ হতে পারে ৷ অডিয়োয় শোনা যাচ্ছে, অমল কান্দু কংগ্রেস কাউন্সিলরকে বলছেন, "একদিন তোমাকে তৃণমূলে আসতে হবে ৷" এর উত্তরে তপন কান্দু বলছেন, "তোকে আমি এক টাকাও দেব না ৷" শেষে দু'পক্ষই উত্তেজিত হয়ে ওঠেন ৷ তখন অমল কান্দু বলেন, "তুই চুপচাপ থাক ৷ তোর সুগার, প্রেশারটা বাড়ছে ৷"

আরও পড়ুন : CBI Probe In Jhalda Councillor Murder Case : হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশে খুশি নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দু

এর আগে পুরুলিয়া জেলা পুলিশের আইসি সঞ্জীব ঘোষের সঙ্গে তাপন কান্দুর ভাইপো মিঠুনের কথোপকথনের অডিয়ো ভাইরাল হয় ৷ এই অডিয়োতে আইসি সঞ্জীব ঘোষ এবং তাপন কান্দুর ভাইপো মিঠুনের মধ্যে কথোপকথনে শোনা যাচ্ছে, আইসি বলছেন, "আমার নাম করে অভিযোগ করে কি ভাল করছিস ? আমি সাসপেন্ড হয়ে গেলে বা আমার চাকরি চলে গেলে বউ, ছেলে, মেয়ে না খেতে পেয়ে মারা গেলে কি তোদের ভাল হবে ?" তখন উলটো দিকে তপন কান্দুর ভাইপোকে বলছেন, "আমি করিনি, কাকিমা করেছে ।" এরপর আইসি অভিযোগ ফিরিয়ে নেওয়ার কথা বলে একটা বয়ানে তপন কান্দুর স্ত্রীর টিপসই নিয়ে আসতে বলেন ।

যদিও রবিবার সাংবাদিক বৈঠক করে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান জানান, সাত লক্ষ টাকার বিনিময়ে খুন হয়েছেন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷ তিনি বলেন, "তদন্ত বলছে এটা পারিবারিক বিবাদের জেরে হয়েছে ৷ এই ঘটনার সঙ্গে আইসি জড়িত নন ৷"

তপন কান্দু খুনে তাঁর দাদা নরেন কান্দু ও মহম্মদ আসিফ খান 14 দিনের পুলিশি হেফাজতে রয়েছে । এছাড়া নরেন্দ কান্দুর ছেলে দীপক কান্দু ও কলেবর সিংকেও গ্রেফতার করা হয়েছে ৷ সোমবারই এই খুনে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷

আরও পড়ুন : Jhalda Congress Councillor Murder : ঝালদা খুনে ফের ভাইরাল অডিয়ো, আরও অস্বস্তিতে জেলা পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.