পুরুলিয়া, 17 মার্চ: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় পুলিশরে কাছে এল চাঞ্চল্যকর তথ্য(Jhalda Councilor Murder Case)। সদ্য পৌরসভা নির্বাচনে কে জয়লাভ করবে, ফলাফল ঘোষণার আগে এই নিয়ে তপন এবং তাঁর ভাই নরেন কান্দুর মধ্যে নাকি মোটা টাকার বেটিং (বাজি) হয়।
জানা গিয়েছে, এই নরেন কান্দু সম্পর্কে অভিযুক্ত তৃণমূল প্রার্থী দীপক কান্দুর বাবা। নির্বাচনের ফল ঘোষণার পর কংগ্রেস প্রার্থী তপন কান্দু জয়ী হলে বাজি ধরা সেই মোটা অঙ্কের টাকা তপনবাবুকে দিয়েছিলেন নরেন কান্দু। এই বেটিং কাণ্ডে ঝালদার আরও এক কংগ্রেস কাউন্সিলর ও স্থানীয় দুই নেতার জড়িত থাকার খবর রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের কাছে এই তথ্য উঠে এসেছে বলে বিশেষ সূত্রে খবর। যদিও নিহত তপন কান্দুর পরিবারের সদস্যদের দাবি, এই বেটিংয়ের বিষয়ে তাঁরা কিছু জানেন না ৷
আরও পড়ুন : Jhalda Councillor Murder Case: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার 1
প্রসঙ্গত, ঝালদা গুলিকাণ্ডের ঘটনায় নিহত তপন কান্দুর ভাইপো দীপক কান্দুকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে জেলা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি এই ঘটনায় 6 জন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। একইসঙ্গে গুলিকাণ্ডের ঘটনায় তদন্তের ক্ষেত্রে সিআইডির সাহায্য নিচ্ছে জেলা পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় জড়িত দুষ্কৃতীর স্কেচ প্রকাশ করেছে পুরুলিয়া জেলা পুলিশ। অভিযুক্তের সন্ধান দিতে পারলে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে এই স্কেচ করা হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান।