ETV Bharat / state

বাড়ি থেকে পালিয়ে এসেছিল, পুরুলিয়ায় উদ্ধার পটনার 3 নাবালক - rescued 3 boys in Purulia

পটনা থেকে পালিয়ে আসা তিন নাবালককে উদ্ধার করল RPF ৷

in Purulia, rescued 3 boys who left from their home
বিহারের পাটনা থেকে পালিয়ে আসা তিন নাবালক
author img

By

Published : Feb 26, 2020, 10:19 PM IST

পুরুলিয়া, 26 ফেব্রুয়ারি : বিহারের পটনা থেকে পালিয়ে এসেছিল তিন নাবালক । পুরুলিয়া স্টেশন থেকে তাদের উদ্ধার করল RPF ৷ তাদের নাম মহম্মদ আলি (8), মহম্মদ আরমান (13) এবং সনু কুমার (12) ৷

আজ পুরুলিয়া স্টেশন চত্বরে ওই তিন নাবালককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন কে শাহ নামে এক RPF জওয়ান ৷ তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা কিছু বলেনি ৷ এরপর ওই জওয়ানরা তাদের উদ্ধার করে নিয়ে যান ৷ তখন ওই নাবালকরা জানায়, বাবা-মার অত্যাচারে অতিষ্ট হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে তারা ৷প্রায় 12 দিন আগে বাড়ি থেকে পালিয়ে এসেছে ৷ তাদের যাওয়ার কোনও জায়গা ছিল না ৷ তাই প্ল্যাটফর্মে ভিক্ষা করেই দিন কাটাত ৷

RPF থানার OC সঞ্জয় হাজরা জানান, ওই তিন নাবালক বাড়ির ফোন নম্বর বলতে পারেনি ৷ তবে পরিচয় জানাতে পেরেছে ৷ আগামীকাল ওই শিশুদের পাঠানো হবে পুরুলিয়া চাইল্ড লাইনে ৷

পুরুলিয়া, 26 ফেব্রুয়ারি : বিহারের পটনা থেকে পালিয়ে এসেছিল তিন নাবালক । পুরুলিয়া স্টেশন থেকে তাদের উদ্ধার করল RPF ৷ তাদের নাম মহম্মদ আলি (8), মহম্মদ আরমান (13) এবং সনু কুমার (12) ৷

আজ পুরুলিয়া স্টেশন চত্বরে ওই তিন নাবালককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন কে শাহ নামে এক RPF জওয়ান ৷ তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা কিছু বলেনি ৷ এরপর ওই জওয়ানরা তাদের উদ্ধার করে নিয়ে যান ৷ তখন ওই নাবালকরা জানায়, বাবা-মার অত্যাচারে অতিষ্ট হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে তারা ৷প্রায় 12 দিন আগে বাড়ি থেকে পালিয়ে এসেছে ৷ তাদের যাওয়ার কোনও জায়গা ছিল না ৷ তাই প্ল্যাটফর্মে ভিক্ষা করেই দিন কাটাত ৷

RPF থানার OC সঞ্জয় হাজরা জানান, ওই তিন নাবালক বাড়ির ফোন নম্বর বলতে পারেনি ৷ তবে পরিচয় জানাতে পেরেছে ৷ আগামীকাল ওই শিশুদের পাঠানো হবে পুরুলিয়া চাইল্ড লাইনে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.