ETV Bharat / state

গুজরাতে আটকে পুরুলিয়ার 20 শ্রমিক, ভিডিয়ো বার্তায় বাড়ি ফেরানোর আর্জি - কোরোনা ভাইরাস

কয়েক মাস আগে মানবাজারের 20 জন শ্রমিক গুজরাতের ভালসাদ জেলায় একটি বেসরকারি কারখানায় কাজের জন্য গিয়েছিলেন l তারপর কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি হতেই বন্ধ হয়ে যায় কাজ l এবার বাড়ি ফেরার জন্য পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে আবেদন জানালেন তাঁরা ।

ভিডিয়ো বার্তায় বাড়ি ফেরানোর আর্জি
ভিডিয়ো বার্তায় বাড়ি ফেরানোর আর্জি
author img

By

Published : May 8, 2020, 4:36 PM IST

পুরুলিয়া, 8 মে: 40 দিন ধরে গুজরাটে আটকে রয়েছেন পুরুলিয়ার মানবাজারের 20 জন শ্রমিক l তাই ভিডিয়ো বার্তার মাধ্যমে পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে বাড়ি ফেরানোর আবেদন জানালেন তাঁরা l

কয়েক মাস আগে মানবাজারের 20 জন শ্রমিক গুজরাতের ভালসাদ জেলায় একটি বেসরকারি কারখানায় কাজের জন্য গিয়েছিলেন l তারপর কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি হতেই বন্ধ হয়ে যায় কাজ l এদিকে যানবাহন না চলায় গৃহবন্দীই হয়ে রয়েছেন মানবাজারের ওই শ্রমিকরা l হাতে যা অর্থ ছিল তা দিয়ে এতদিন কোনওক্রমে কেটেছে l এখন তাও শেষ হয়ে এসেছে l চূড়ান্ত সমস্যার মধ্যে দিন কাটানো ওই শ্রমিকরা এবার ভিডিয়ো বার্তার মাধ্যমে পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে বাড়ি ফেরার আবেদন জানিয়েছেন l

আটকে পড়া শ্রমিকদের তালিকা
আটকে পড়া শ্রমিকদের তালিকা

সুব্রত মাঝি, সুকদেব মণ্ডল, গৌতম সিং সর্দার, রবিন মাঝিদের মতো কয়েকজন শ্রমিক ভিডিয়ো বার্তায় বলেন, "লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় টাকা পয়সাও শেষ l বাড়ি ফেরারও কোনও উপায় নেই l কয়েকদিন ধরে অর্ধাহারে দিন কাটছে সকলের l বাড়ির সদস্যরাও খুবই চিন্তিত হয়ে পড়েছে l তাই পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে অনুরোধ আমাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হোক l"

পুরুলিয়া, 8 মে: 40 দিন ধরে গুজরাটে আটকে রয়েছেন পুরুলিয়ার মানবাজারের 20 জন শ্রমিক l তাই ভিডিয়ো বার্তার মাধ্যমে পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে বাড়ি ফেরানোর আবেদন জানালেন তাঁরা l

কয়েক মাস আগে মানবাজারের 20 জন শ্রমিক গুজরাতের ভালসাদ জেলায় একটি বেসরকারি কারখানায় কাজের জন্য গিয়েছিলেন l তারপর কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি হতেই বন্ধ হয়ে যায় কাজ l এদিকে যানবাহন না চলায় গৃহবন্দীই হয়ে রয়েছেন মানবাজারের ওই শ্রমিকরা l হাতে যা অর্থ ছিল তা দিয়ে এতদিন কোনওক্রমে কেটেছে l এখন তাও শেষ হয়ে এসেছে l চূড়ান্ত সমস্যার মধ্যে দিন কাটানো ওই শ্রমিকরা এবার ভিডিয়ো বার্তার মাধ্যমে পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে বাড়ি ফেরার আবেদন জানিয়েছেন l

আটকে পড়া শ্রমিকদের তালিকা
আটকে পড়া শ্রমিকদের তালিকা

সুব্রত মাঝি, সুকদেব মণ্ডল, গৌতম সিং সর্দার, রবিন মাঝিদের মতো কয়েকজন শ্রমিক ভিডিয়ো বার্তায় বলেন, "লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় টাকা পয়সাও শেষ l বাড়ি ফেরারও কোনও উপায় নেই l কয়েকদিন ধরে অর্ধাহারে দিন কাটছে সকলের l বাড়ির সদস্যরাও খুবই চিন্তিত হয়ে পড়েছে l তাই পুরুলিয়া জেলা প্রশাসনের কাছে অনুরোধ আমাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হোক l"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.