ETV Bharat / state

উন্নয়নের জন্য প্রতিবছর নোবেল পেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় : দোলা সেন - উন্নয়নের জন্য নোবেল থাকলে পুরস্কার পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় : দোলা সেন

উন্নয়নের জন্য নোবেল পুরস্কার ঘোষিত হলে প্রতি বছর নোবেল পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মত সাংসদ দোলা সেনের ৷

উন্নয়নের জন্য নোবেল থাকলে পুরস্কার পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় : দোলা সেন
উন্নয়নের জন্য নোবেল থাকলে পুরস্কার পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় : দোলা সেন
author img

By

Published : Nov 7, 2020, 8:08 PM IST

Updated : Nov 7, 2020, 8:18 PM IST

পুরুলিয়া, 7 নভেম্বর: উন্নয়নের জন্য নোবেল পুরস্কার ঘোষিত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রতিবছর নোবেল পাবেন । পুরুলিয়া জেলার লালপুরে একটি জনসভায় যোগ দিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন সাংসদ দোলা সেন ।

দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই একুশের নির্বাচনকে পাখির চোখ করে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি । প্রায় প্রতিদিন বিজয়া সম্মিলনী, কর্মী সম্মেলন, জনসভার আয়োজন করে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল । সেইমতো শনিবার লালপুর ময়দানে তৃণমূলের ডাকে আয়োজিত হয় "সময়ের ডাকে, বাংলার প্রতিবাদ" কর্মসূচি । এই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলগুলির সমালোচনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন সাংসদ দোলা সেন । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সম্মুখ সমরে দাঁড়িয়ে আছেন । জেদ, জেহাদ, অঙ্গীকার এবং শপথ নিতে হবে এই লালপুরের সভা থেকে।"

একইসঙ্গে তিনি বলেন, "সারা পৃথিবীর নোবেল কমিটি চিন্তা করছে, অ্যামেরিকার বিশ্ববিদ্যালয়গুলি চিন্তা করছে যে কোনও একটা রাজ্যে 9-10 বছর ক্ষমতায় থেকে এত উন্নয়নের কাজ কীভাবে করা যায় । মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যামেরিকার বিশ্ববিদ্যালয়গুলি বক্তব্য দেওয়ার জন্য ডাকছেন । কোনওদিন এবিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা হলে আপনার নিশ্চিন্ত থাকুন প্ৰতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ই নোবেল পাবেন ।"

উন্নয়নের জন্য নোবেল থাকলে পুরস্কার পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় : দোলা সেন

এদিনের জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, মন্ত্রী সন্ধ্যারানি টুডু সহ জেলা তৃণমূলের অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকরা ।

পুরুলিয়া, 7 নভেম্বর: উন্নয়নের জন্য নোবেল পুরস্কার ঘোষিত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রতিবছর নোবেল পাবেন । পুরুলিয়া জেলার লালপুরে একটি জনসভায় যোগ দিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন সাংসদ দোলা সেন ।

দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই একুশের নির্বাচনকে পাখির চোখ করে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি । প্রায় প্রতিদিন বিজয়া সম্মিলনী, কর্মী সম্মেলন, জনসভার আয়োজন করে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল । সেইমতো শনিবার লালপুর ময়দানে তৃণমূলের ডাকে আয়োজিত হয় "সময়ের ডাকে, বাংলার প্রতিবাদ" কর্মসূচি । এই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলগুলির সমালোচনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন সাংসদ দোলা সেন । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সম্মুখ সমরে দাঁড়িয়ে আছেন । জেদ, জেহাদ, অঙ্গীকার এবং শপথ নিতে হবে এই লালপুরের সভা থেকে।"

একইসঙ্গে তিনি বলেন, "সারা পৃথিবীর নোবেল কমিটি চিন্তা করছে, অ্যামেরিকার বিশ্ববিদ্যালয়গুলি চিন্তা করছে যে কোনও একটা রাজ্যে 9-10 বছর ক্ষমতায় থেকে এত উন্নয়নের কাজ কীভাবে করা যায় । মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যামেরিকার বিশ্ববিদ্যালয়গুলি বক্তব্য দেওয়ার জন্য ডাকছেন । কোনওদিন এবিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা হলে আপনার নিশ্চিন্ত থাকুন প্ৰতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ই নোবেল পাবেন ।"

উন্নয়নের জন্য নোবেল থাকলে পুরস্কার পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় : দোলা সেন

এদিনের জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, মন্ত্রী সন্ধ্যারানি টুডু সহ জেলা তৃণমূলের অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকরা ।

Last Updated : Nov 7, 2020, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.