পুরুলিয়া, 7 নভেম্বর: উন্নয়নের জন্য নোবেল পুরস্কার ঘোষিত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রতিবছর নোবেল পাবেন । পুরুলিয়া জেলার লালপুরে একটি জনসভায় যোগ দিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন সাংসদ দোলা সেন ।
দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই একুশের নির্বাচনকে পাখির চোখ করে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি । প্রায় প্রতিদিন বিজয়া সম্মিলনী, কর্মী সম্মেলন, জনসভার আয়োজন করে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল । সেইমতো শনিবার লালপুর ময়দানে তৃণমূলের ডাকে আয়োজিত হয় "সময়ের ডাকে, বাংলার প্রতিবাদ" কর্মসূচি । এই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলগুলির সমালোচনা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন সাংসদ দোলা সেন । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সম্মুখ সমরে দাঁড়িয়ে আছেন । জেদ, জেহাদ, অঙ্গীকার এবং শপথ নিতে হবে এই লালপুরের সভা থেকে।"
একইসঙ্গে তিনি বলেন, "সারা পৃথিবীর নোবেল কমিটি চিন্তা করছে, অ্যামেরিকার বিশ্ববিদ্যালয়গুলি চিন্তা করছে যে কোনও একটা রাজ্যে 9-10 বছর ক্ষমতায় থেকে এত উন্নয়নের কাজ কীভাবে করা যায় । মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যামেরিকার বিশ্ববিদ্যালয়গুলি বক্তব্য দেওয়ার জন্য ডাকছেন । কোনওদিন এবিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা হলে আপনার নিশ্চিন্ত থাকুন প্ৰতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ই নোবেল পাবেন ।"
এদিনের জনসভায় উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, মন্ত্রী সন্ধ্যারানি টুডু সহ জেলা তৃণমূলের অন্যান্য নেতা, কর্মী ও সমর্থকরা ।