ETV Bharat / state

পুরুলিয়ায় বধূ হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী - গ্রেফতার

পুরুলিয়ায় বধূ হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী ৷ সাঁওতালডি থানা এলাকার পড়াডি গ্রামের ঘটনা ৷ রবিবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকেই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ মৃতার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় স্বামীকে ৷

Husband arrested for alleged murder of Wife in Purulia
পুরুলিয়ায় বধূ হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী
author img

By

Published : May 31, 2021, 6:33 PM IST

পুরুলিয়া, 31 মে : বিয়ের মাত্র 11 মাসের মধ্যেই বধূ হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী ৷ মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, অতিরিক্ত পণের দাবি না মেটাতে পারাতেই খুন হতে হয়েছে তাঁদের মেয়েকে ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়ার সাঁওতালডি থানা এলাকার পড়াডি গ্রামে ৷ সোমবার অভিযুক্তকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ ৷

প্রায় 11 মাস আগে ঝাড়খণ্ডের গিরিডি জেলার গান্ডে থানার দাসডি গ্রামের বাসিন্দা নেহা রানি পান্ডের (22) সঙ্গে বিয়ে হয় সাঁওতালডি থানার পড়াডি গ্রামে বাসিন্দা বিষ্ণুদেব পান্ডের ৷ তাঁদের একটি সন্তানও রয়েছে ৷

নেহা রানির বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই আরও পণের দাবিতে তাঁদের মেয়ের উপর অত্যাচার শুরু করেছিলেন বিষ্ণুদেবের পরিবারের লোকেরা ৷ তাঁদের দাবি ছিল, নগদ 50 হাজার টাকা এবং একটি মোটরবাইক ৷ এমনকী, এ নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা হত নেহার শ্বশুরবাড়িতে ৷ বাড়ির সদস্যরা নেহার উপর শারীরিক ও মানসিক অত্যাচারও চালাতেন ৷

আরও পড়ুন : প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

এই অবস্থায় রবিবার সন্ধ্যায় নেহার শ্বশুরবাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তারপরই নেহার স্বামী, শাশুড়ি-সহ ছ’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁর বাপের বাড়ির সদস্যরা ৷ তার ভিত্তিতে রবিবার মধ্যরাতেই মৃতার স্বামী বিষ্ণুদেব পান্ডেকে গ্রেপ্তার করে সাঁওতালডি থানার পুলিশ ৷ সোমবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয় । বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি ৷

পুরুলিয়া, 31 মে : বিয়ের মাত্র 11 মাসের মধ্যেই বধূ হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী ৷ মৃতার পরিবারের সদস্যদের অভিযোগ, অতিরিক্ত পণের দাবি না মেটাতে পারাতেই খুন হতে হয়েছে তাঁদের মেয়েকে ৷ ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়ার সাঁওতালডি থানা এলাকার পড়াডি গ্রামে ৷ সোমবার অভিযুক্তকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ ৷

প্রায় 11 মাস আগে ঝাড়খণ্ডের গিরিডি জেলার গান্ডে থানার দাসডি গ্রামের বাসিন্দা নেহা রানি পান্ডের (22) সঙ্গে বিয়ে হয় সাঁওতালডি থানার পড়াডি গ্রামে বাসিন্দা বিষ্ণুদেব পান্ডের ৷ তাঁদের একটি সন্তানও রয়েছে ৷

নেহা রানির বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই আরও পণের দাবিতে তাঁদের মেয়ের উপর অত্যাচার শুরু করেছিলেন বিষ্ণুদেবের পরিবারের লোকেরা ৷ তাঁদের দাবি ছিল, নগদ 50 হাজার টাকা এবং একটি মোটরবাইক ৷ এমনকী, এ নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা হত নেহার শ্বশুরবাড়িতে ৷ বাড়ির সদস্যরা নেহার উপর শারীরিক ও মানসিক অত্যাচারও চালাতেন ৷

আরও পড়ুন : প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

এই অবস্থায় রবিবার সন্ধ্যায় নেহার শ্বশুরবাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ তারপরই নেহার স্বামী, শাশুড়ি-সহ ছ’জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁর বাপের বাড়ির সদস্যরা ৷ তার ভিত্তিতে রবিবার মধ্যরাতেই মৃতার স্বামী বিষ্ণুদেব পান্ডেকে গ্রেপ্তার করে সাঁওতালডি থানার পুলিশ ৷ সোমবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয় । বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.