পুরুলিয়া, 27 জানুয়ারি : চাকরির স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করল স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা ৷ আজ পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের বাইরে প্রায় 50 জন চুক্তিভিত্তিক কর্মী বিক্ষোভ দেখান ৷ যদিও এই বিষয় কোনও মন্তব্য করেননি মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল কুমার দত্ত ৷
আন্দোলনকারীদের দাবি , স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের EPF-এর আওতায় আনতে হবে ৷ এছাড়া চাকরির স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, শূন্য পদ পূরণের উদ্যোগ নিতে হবে ৷ আন্দোলনকারী গৌতম কুমার মাহাত বলেন, "জেলার চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা বরাবর বঞ্চিত ৷ 2011 সাল থেকে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়েনি ৷ রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা বিভিন্ন সুযোগ সুবিধা পেলেও স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা বঞ্চিত ৷ তাই আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করেছি । "