ETV Bharat / state

Hanging Bodies Recovered: পুরুলিয়ায় যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার - Hanging Bodies Recovered in Purulia

যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য় ছড়াল ৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার মানবাজার থানা এলাকায় (couples hanging bodies recovered) ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

hanging bodies recovered
যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Mar 28, 2022, 12:47 PM IST

পুরুলিয়া, 28 মার্চ: এক আদিবাসী যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুরুলিয়া জেলার মানবাজার থানার পুলিশ (couples hanging bodies recovered)। মৃতদের নাম বৈদ্যনাথ হাঁসদা (28), সুস্মিতা সরেন (19) ৷ সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দু‘টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন : জলপাইগুড়িতে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানবাজার থানা এলাকার জামবনি শহরডির বাসিন্দা বৈদ্যনাথ হাঁসদার সঙ্গে ভালবাসার সম্পর্ক ছিল বরাবাজার থানার অযোধ্যাডি গ্রামের সুস্মিতা সরেনের। বৈদ্যনাথ বিবাহিত ছিলেন। তাই এই ঘটনা বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। আপাতত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুরুলিয়া, 28 মার্চ: এক আদিবাসী যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুরুলিয়া জেলার মানবাজার থানার পুলিশ (couples hanging bodies recovered)। মৃতদের নাম বৈদ্যনাথ হাঁসদা (28), সুস্মিতা সরেন (19) ৷ সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দু‘টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

আরও পড়ুন : জলপাইগুড়িতে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানবাজার থানা এলাকার জামবনি শহরডির বাসিন্দা বৈদ্যনাথ হাঁসদার সঙ্গে ভালবাসার সম্পর্ক ছিল বরাবাজার থানার অযোধ্যাডি গ্রামের সুস্মিতা সরেনের। বৈদ্যনাথ বিবাহিত ছিলেন। তাই এই ঘটনা বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। আপাতত পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.