ETV Bharat / state

বাজারে আসছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের হাতে তৈরি স্যানিটাইজ়ার - coronavirus precautions

পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ বিশ্ববিদ্যালয়ের বোটানি ও রসায়ন বিভাগের ছাত্র-ছাত্রীরা তৈরী করেছে হ্যান্ড স্যানিটাইজার ৷ নাম রাখা হয়েছে 'এলো স্যানিটাইজার' ৷

স্যানিটাইজার
স্যানিটাইজার
author img

By

Published : Mar 29, 2020, 7:45 PM IST

পুরুলিয়া, 29 মার্চ : কোরোনা ঠেকাতে বারবার হাত ধোয়া প্রয়োজন ৷ আর তার জন্য চাই অ্যালকোহল যুক্ত স্যানিটাইজ়ার ৷ কিন্তু, এই পরিস্থিতিতে বাজারে সেই স্যানিটাইজ়ারের অভাব দেখা দিয়েছে ৷ সেই অভাব মেটাতেই ময়দানে নামলে পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ বিশ্ববিদ্যালয়ের বোটানি ও রসায়ন বিভাগের ছাত্র-ছাত্রীরা তৈরি করেছে হ্যান্ড স্যানিটাইজ়ার ৷ নাম রাখা হয়েছে "এলো স্যানিটাইজ়ার" ৷ সোমবারের মধ্যে বাজারে আসতে চলেছে এই হ্যান্ড স্যানিটাইজ়ার ৷ একইসঙ্গে কোরোনা মোকাবিলাতেও একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি এই স্যানিটাইজ়ারে রয়েছে 80% ইথানল, 1.45% গ্লিসারিন, 1.25% H2O2, 10% অ্যালোভেরা ৷ সুগন্ধ আনার জন্য ব্যবহার করা হয়েছে লেমন ঘাসের তেল ৷ এই স্যানিটাইজ়ার ব্যবহারের পদ্ধতি হল- সামান্য পরিমাণে হাতে নিয়ে দু'হাতের তালু দিয়ে সমানে ঘষে যেতে হবে যতক্ষণ না সেটি শুকিয়ে যায় ৷ ব্যবহারের পদ্ধতি লেখা থাকবে বোতলের গায়ে ৷ ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি হ্যান্ড স্যানিটাইজ়ার বিক্রেতাদের হাতে তুলে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

hand-sanitizer-made-by-botany-and-chemistry-students-of-sidho-kanho-birsha-university-in-purulia
স্যানিটাইজার তৈরিতে ব্যস্ত পড়ুয়ারা

পাশাপাশি 2 লাখ টাকা রাজ্যের ত্রাণ তহবিলে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ একইসঙ্গে কোরোনা সচেতনতায় মানুষকে সচেতন করবে পড়ুয়ারা ৷ এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর জানান, "কোরোনা মোকাবিলায় সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে এবং সচেতন হতে হবে ৷ তাই ছাত্র-ছাত্রীরা যে হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরি করেছে তা আমরা আগামীকাল বাজারে আনতে চলেছি ৷ ইতিমধ্যে স্যানিটাইজ়ার বোতলবন্দীও হয়ে গেছে ৷ তাছাড়া কোরোনা মোকাবিলায় রাজ্যের ত্রাণ তহবিলেও আমরা সাহায্য করব ৷"

পুরুলিয়া, 29 মার্চ : কোরোনা ঠেকাতে বারবার হাত ধোয়া প্রয়োজন ৷ আর তার জন্য চাই অ্যালকোহল যুক্ত স্যানিটাইজ়ার ৷ কিন্তু, এই পরিস্থিতিতে বাজারে সেই স্যানিটাইজ়ারের অভাব দেখা দিয়েছে ৷ সেই অভাব মেটাতেই ময়দানে নামলে পুরুলিয়ার সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷ বিশ্ববিদ্যালয়ের বোটানি ও রসায়ন বিভাগের ছাত্র-ছাত্রীরা তৈরি করেছে হ্যান্ড স্যানিটাইজ়ার ৷ নাম রাখা হয়েছে "এলো স্যানিটাইজ়ার" ৷ সোমবারের মধ্যে বাজারে আসতে চলেছে এই হ্যান্ড স্যানিটাইজ়ার ৷ একইসঙ্গে কোরোনা মোকাবিলাতেও একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি এই স্যানিটাইজ়ারে রয়েছে 80% ইথানল, 1.45% গ্লিসারিন, 1.25% H2O2, 10% অ্যালোভেরা ৷ সুগন্ধ আনার জন্য ব্যবহার করা হয়েছে লেমন ঘাসের তেল ৷ এই স্যানিটাইজ়ার ব্যবহারের পদ্ধতি হল- সামান্য পরিমাণে হাতে নিয়ে দু'হাতের তালু দিয়ে সমানে ঘষে যেতে হবে যতক্ষণ না সেটি শুকিয়ে যায় ৷ ব্যবহারের পদ্ধতি লেখা থাকবে বোতলের গায়ে ৷ ছাত্র-ছাত্রীদের হাতে তৈরি হ্যান্ড স্যানিটাইজ়ার বিক্রেতাদের হাতে তুলে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

hand-sanitizer-made-by-botany-and-chemistry-students-of-sidho-kanho-birsha-university-in-purulia
স্যানিটাইজার তৈরিতে ব্যস্ত পড়ুয়ারা

পাশাপাশি 2 লাখ টাকা রাজ্যের ত্রাণ তহবিলে দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ একইসঙ্গে কোরোনা সচেতনতায় মানুষকে সচেতন করবে পড়ুয়ারা ৷ এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর জানান, "কোরোনা মোকাবিলায় সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে এবং সচেতন হতে হবে ৷ তাই ছাত্র-ছাত্রীরা যে হ্যান্ড স্যানিটাইজ়ার তৈরি করেছে তা আমরা আগামীকাল বাজারে আনতে চলেছি ৷ ইতিমধ্যে স্যানিটাইজ়ার বোতলবন্দীও হয়ে গেছে ৷ তাছাড়া কোরোনা মোকাবিলায় রাজ্যের ত্রাণ তহবিলেও আমরা সাহায্য করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.