ETV Bharat / state

Santaldih College Student Death : সাঁওতালডিতে কলেজ ছাত্রীর আত্মহত্যা, তদন্তে পুলিশ

বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজেকে পৃথিবী থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিলেন কলেজ পড়ুয়া ছাত্রী ৷ মর্মন্তিক এই ঘটনাটি ঘটেছে সাঁওতালডি থার্মাল প্ল্যান্ট এলাকায় (STPS College Student Death) ৷

Purulia College Student Suicide News
পুরুলিয়ার সাঁওতালডিতে কলেজ ছাত্রীর মৃত্যু
author img

By

Published : May 4, 2022, 1:55 PM IST

সাঁওতালডি, 4 মে : যুবতীর আত্মঘাতী হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাঁওতালডি থার্মাল প্ল্যান্ট এলাকায় (Santaldih Thermal Power Station (STPS) । মৃতা পুরুলিয়ার সাঁওতালডি থার্মাল প্ল্যান্ট এলাকার বাসিন্দা (Girl College Student died by suicide in STPS area of Purulia) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির নাম মেঘা গরাই (20) । তার বাবা মানিক গরাই সাঁওতালডি কোলিয়ারি এলাকাতে কাজ করেন ৷ সোমবার রাত আনুমানিক 9টা নাগাদ বাড়িতে নিজের ঘরে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করার পথ বেছে নেন কলেজ পড়ুয়া ৷

আরও পড়ুয়া : Berhampore College Student Murder : মেয়েটাই সুশান্তর জীবনটা নষ্ট করে দিয়েছিল, সুতপা-খুনে সাফাই ধৃতের কাকিমার

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেই সময় বাড়িতে বাবা, দাদা ছিলেন না ৷ তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ । তাতে লেখা রয়েছে "এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়" ৷ মেঘা জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন । যদিও কেন তিনি এমন কাজ করলেন, তা জানা যায়নি । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে । ময়নাতদন্তের জন্য দেহটি পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

সাঁওতালডি, 4 মে : যুবতীর আত্মঘাতী হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাঁওতালডি থার্মাল প্ল্যান্ট এলাকায় (Santaldih Thermal Power Station (STPS) । মৃতা পুরুলিয়ার সাঁওতালডি থার্মাল প্ল্যান্ট এলাকার বাসিন্দা (Girl College Student died by suicide in STPS area of Purulia) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির নাম মেঘা গরাই (20) । তার বাবা মানিক গরাই সাঁওতালডি কোলিয়ারি এলাকাতে কাজ করেন ৷ সোমবার রাত আনুমানিক 9টা নাগাদ বাড়িতে নিজের ঘরে সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করার পথ বেছে নেন কলেজ পড়ুয়া ৷

আরও পড়ুয়া : Berhampore College Student Murder : মেয়েটাই সুশান্তর জীবনটা নষ্ট করে দিয়েছিল, সুতপা-খুনে সাফাই ধৃতের কাকিমার

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সেই সময় বাড়িতে বাবা, দাদা ছিলেন না ৷ তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ । তাতে লেখা রয়েছে "এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়" ৷ মেঘা জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন । যদিও কেন তিনি এমন কাজ করলেন, তা জানা যায়নি । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে । ময়নাতদন্তের জন্য দেহটি পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.