ETV Bharat / state

গাছে কোয়ারেন্টাইনে থাকা 7 যুবককে আনা হল ICDS সেন্টারে - corona

গাছেই কোয়ারেন্টাইনে ছিলেন পুরুলিয়ার সাত যুবক ৷ এই খবর পেয়ে নড়েচড়ে বসল প্রশাসন ৷

কোয়ারেন্টাইন
কোয়ারেন্টাইন
author img

By

Published : Mar 29, 2020, 1:44 PM IST

পুরুলিয়া, 29 মার্চ : গাছের ডালে সাত যুবকের কোয়ারেন্টাইনে থাকার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসল পুরুলিয়া জেলা প্রশাসন ৷ তড়িঘড়ি ওই যুবকদের গাছ থেকে নামিয়ে নিয়ে আসা হল ICDS সেন্টারে ৷ আজ বলরামপুর ব্লক প্রশাসনের উদ্যাগে ওই সাতজনকে ভাঙিডির ICDS সেন্টারে রাখা হয়েছে ৷ তাঁদের খাদ্য সামগ্রী, রেশন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবস্থাও করা হয় প্রশাসনের তরফেই ৷ এবার থেকে নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে বলে জানানো হয় ৷

এবিষয়ে বলরামপুরের BDO ধ্রুবপদ শান্ডিল্য জানান, "গ্রামবাসীরা সচেতনতার নজির গড়েছিলেন ৷ তাদের উদ্যোগ খুবই ভালো ৷ কিন্তু গাছে থাকলে যেকোনও দিন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায় ৷ গাছ থেকে পড়ে যাওয়ারও সম্ভাবনা থেকে যায় ৷ তা ছাড়া তাঁদের শরীর খারাপও হতে পারে ৷ সেই ভেবে জেলা প্রশাসনের নির্দেশে ভাঙিডি গ্রামে ঢোকার মুখে ICDS সেন্টারে তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ৷ কারণ ICDS সেন্টার এখন বন্ধ রয়েছে ৷ সেই ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ আপাতত ওরা কয়েকদিন ওখানেই থাকবে ৷ তা ছাড়া তাঁদের প্রয়োজনীয় সমস্ত জিনিস ও খাদ্যদ্রব্যেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে ৷ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হবে ৷"

আরও পড়ুন : নেই বাড়ির ব্যবস্থা, গাছে খাটিয়া বেঁধে কোয়ারেন্টাইন 7 যুবকের

পুরুলিয়ার বলরামপুর ব্লকের ভাঙিডি গ্রামের সাত যুবক কয়েকমাস আগে চেন্নাইয়ে যান ৷ তারপর কোরোনা ভাইরাসের আতঙ্ক ছড়াতেই বাড়ি ফিরে আসেন ৷ সোমবার গ্রামে ঢোকার আগে তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হলে চিকিৎসকেরা 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন ৷ তাই ওই যুবকদের গ্রামে ঢুকতে দেয়নি গ্রামবাসীরা ৷ কারণ তাঁদের জন্য গ্রামে আলাদা থাকার কোনও বাড়ির ব্যবস্থা নেই ৷ পরিবর্তে গ্রামবাসীরাই তাঁদের গ্রামের অদূরে একটি বট গাছে নিরাপদ দূরত্বে সাতটি খাটিয়া বেঁধে থাকার ব্যবস্থা করে দেন ৷ তাঁদের জন্য আলাদা করে খাবারের সরঞ্জাম ও খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দেওয়া হয় ৷ প্রতিদিন ওই যুবকরা গাছের নিচে খাবার তৈরি করতেন ৷ খেয়ে দেয়ে আবার গাছেই বিশ্রাম নিতেন ৷ গাছে এভাবেই কোয়ারান্টাইনে থাকছিলেন তাঁরা ৷ তবে, খবর পেতেই দ্রুত তাঁদের থাকার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে ৷

পুরুলিয়া, 29 মার্চ : গাছের ডালে সাত যুবকের কোয়ারেন্টাইনে থাকার খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসল পুরুলিয়া জেলা প্রশাসন ৷ তড়িঘড়ি ওই যুবকদের গাছ থেকে নামিয়ে নিয়ে আসা হল ICDS সেন্টারে ৷ আজ বলরামপুর ব্লক প্রশাসনের উদ্যাগে ওই সাতজনকে ভাঙিডির ICDS সেন্টারে রাখা হয়েছে ৷ তাঁদের খাদ্য সামগ্রী, রেশন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবস্থাও করা হয় প্রশাসনের তরফেই ৷ এবার থেকে নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে বলে জানানো হয় ৷

এবিষয়ে বলরামপুরের BDO ধ্রুবপদ শান্ডিল্য জানান, "গ্রামবাসীরা সচেতনতার নজির গড়েছিলেন ৷ তাদের উদ্যোগ খুবই ভালো ৷ কিন্তু গাছে থাকলে যেকোনও দিন দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায় ৷ গাছ থেকে পড়ে যাওয়ারও সম্ভাবনা থেকে যায় ৷ তা ছাড়া তাঁদের শরীর খারাপও হতে পারে ৷ সেই ভেবে জেলা প্রশাসনের নির্দেশে ভাঙিডি গ্রামে ঢোকার মুখে ICDS সেন্টারে তাঁদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে ৷ কারণ ICDS সেন্টার এখন বন্ধ রয়েছে ৷ সেই ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ আপাতত ওরা কয়েকদিন ওখানেই থাকবে ৷ তা ছাড়া তাঁদের প্রয়োজনীয় সমস্ত জিনিস ও খাদ্যদ্রব্যেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে ৷ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হবে ৷"

আরও পড়ুন : নেই বাড়ির ব্যবস্থা, গাছে খাটিয়া বেঁধে কোয়ারেন্টাইন 7 যুবকের

পুরুলিয়ার বলরামপুর ব্লকের ভাঙিডি গ্রামের সাত যুবক কয়েকমাস আগে চেন্নাইয়ে যান ৷ তারপর কোরোনা ভাইরাসের আতঙ্ক ছড়াতেই বাড়ি ফিরে আসেন ৷ সোমবার গ্রামে ঢোকার আগে তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হলে চিকিৎসকেরা 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন ৷ তাই ওই যুবকদের গ্রামে ঢুকতে দেয়নি গ্রামবাসীরা ৷ কারণ তাঁদের জন্য গ্রামে আলাদা থাকার কোনও বাড়ির ব্যবস্থা নেই ৷ পরিবর্তে গ্রামবাসীরাই তাঁদের গ্রামের অদূরে একটি বট গাছে নিরাপদ দূরত্বে সাতটি খাটিয়া বেঁধে থাকার ব্যবস্থা করে দেন ৷ তাঁদের জন্য আলাদা করে খাবারের সরঞ্জাম ও খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দেওয়া হয় ৷ প্রতিদিন ওই যুবকরা গাছের নিচে খাবার তৈরি করতেন ৷ খেয়ে দেয়ে আবার গাছেই বিশ্রাম নিতেন ৷ গাছে এভাবেই কোয়ারান্টাইনে থাকছিলেন তাঁরা ৷ তবে, খবর পেতেই দ্রুত তাঁদের থাকার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.