পুরুলিয়া, 24 এপ্রিল : জেলার শবর গ্রাম ও প্রত্যন্ত গ্রামগুলি পরিদর্শন করেছিলেন জেলা শাসক । এরপরই গ্রামগুলিতে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করল জেলা প্রশাসন । একইসঙ্গে জয় বাংলা প্রকল্প ও অন্যান্য সরকারি সাহায্যে দুস্থ শবর সম্প্রদায়ের মানুষদের ও অন্যান্য দুস্থ মানুষদের নামের তালিকা তৈরির কাজও শুরু হয়ে গেছে বলে জানা গেছে । পাশাপাশি লকডাউনের এই সময়ে জেলায় শুরু হওয়া 100 দিনের কাজও পাচ্ছেন মানুষ । জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি পুরুলিয়ার শবর সম্প্রদায়ের মানুষরা ।
বিগত তিনদিন ধরে পুরুলিয়া এক নম্বর ব্লকের রমাইগড়া, অকরবাঁধ, বাসাপাড়া, বান্দোয়ান ব্লকের হলুদবনি, গুঁড়ুরসহ বেশ কয়েকটি শবর গ্রাম পরিদর্শন করেন জেলাশাসক রাহুল মজুমদার । শুধু শবর গ্রামই নয় জেলার প্রত্যন্ত গ্রামগুলিও পরিদর্শন করেন তিনি । শবরদের সঙ্গে কথা বলেন । লকডাউনের সময় তাঁদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন । রেশন সামগ্রী পাচ্ছেন কি না, জয় বাংলা প্রকল্প ও অন্যান্য সরকারি সাহায্য পেয়েছেন কি না সে বিষয়েও জিজ্ঞাসাবাদ করেন । এরপরই তাঁদের নামের তালিকা তৈরি করেন । সরকারি সাহায্য ও খাদ্য সামগ্রী দানের আশ্বাস দেন । পাশাপাশি ব্লক প্রশাসনিক অধিকারিকরাও কয়েকদিন ধরে নিজ নিজ এলাকার শবর গ্রাম ও প্রত্যন্ত এলাকাগুলি পরিদর্শন করে তালিকা প্রস্তুত করেছিলেন ।
এরপরই জেলার প্রত্যন্ত শবর গ্রামগুলিতে খাদ্য সামগ্রী দানের কাজ শুরু করেছে জেলা প্রশাসন । শবর জনজাতি অধ্যুষিত পাঞ্জনগোড়া গ্রামের 83টি পরিবারকে, বাসাপাড়ার 11টি পরিবারকে, বরাবাজার ব্লকের প্রত্যন্ত গ্রাম লটপদা গ্রামের দুঃস্থ মানুষদের, হীরবনা গ্রামের 20টি দুঃস্থ পরিবারকে, পুরুলিয়া এক নম্বর ব্লকের শবর জনজাতি অধ্যুষিত রমাইগড়া, অকরবাঁধ, বাসাপাড়া, বান্দোয়ান ব্লকের শবর সাম্প্রয়দায়ের হলুদবনি ও গুঁড়ুর গ্রামসহ হুড়া ও পাড়া ব্লকের বেশ কয়েকটি গ্রামে খাদ্য সামগ্রী দান করে পুরুলিয়া জেলা প্রশাসন ।
জেলাশাসক রাহুল মজুমদার জানান, "লকডাউনের এই সময়ে বহু পরিবারে অভাব দেখা দিয়েছে । তাই গ্রামে গ্রামে ঘুরে সেই সমস্ত পরিবারের নামের তালিকা তৈরি করে খাদ্য সামগ্রী বিতরণ করার কাজ শুরু হয়েছে । একইসঙ্গে জয় বাংলা স্কিম ও অন্যান্য সরকারি সাহায্য দানের জন্য নামের তালিকা তৈরির কাজও শুরু হয়েছে । ব্লক প্রশাসনের অধিকারিকরাও নিজ নিজ এলাকা পরিদর্শন করছেন । পাশাপাশি জেলায় শুরু হওয়া 100 দিনের কাজে যোগ দিয়েছেন বহু মানুষ । সেই সব এলাকায় 100 দিনের কাজগুলিও খতিয়ে দেখা হচ্ছে । "