পুরুলিয়া, 20 মার্চ : কোরোনা সংক্রমণের আতঙ্কে উপচে পড়া ভিড় পুরুলিয়া সদর হাসপাতালে । এখনও পর্যন্ত পুরুলিয়া জেলায় কারও শরীরে কোরোনার সংক্রমণ ঘটেনি । কিন্তু আতঙ্ক গ্রাস করেছে গোটা পুরুলিয়াবাসীকে । তাই সচেতনতার জন্য সামান্য জ্বর বা সর্দি হলেই পুরুলিয়া সদর হাসপাতালমুখী হচ্ছে মানুষ । জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছে হাসপাতালে । উপচে পড়া ভিড়কে সামাল দিতেই পুরুলিয়া সদর হাসপাতালের আউটডোরে আজ থেকে চালু হল নতুন বিভাগ "ফ্লু কর্নার" । জ্বর, সর্দি, কাশি, উপসর্গে আক্রান্ত মানুষদের প্রাথমিক চিকিৎসা হচ্ছে এই বিভাগেই । একইসঙ্গে কোনও ব্যক্তি বাইরের জেলা বা বাইরের রাজ্য থেকে আসছেন কি না তাও চিহ্নিতকরণ করা হচ্ছে ওই বিভাগে ।
জেলা এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্তের ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মধ্যে । আর এই আতঙ্কের জেরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্দি, কাশি, জ্বর নিয়ে সোজা সদর হাসপাতালের শরণাপন্ন হচ্ছে বহু মানুষ । এমনিতেই পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসকের সংখ্যা কম । রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের । তার উপর মানুষের মধ্যে আতঙ্কের কারণে হাসপাতালমুখী হওয়া মানুষের ভিড়ে চিকিৎসা পরিষেবা দেওয়া মোটেও সহজ নয় । সে কথা মাথায় রেখেই জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সদর হাসপাতালের আউটডোরে আজ থেকে "ফ্লু কর্নার" নামে এক নতুন বিভাগ চালু করা হয় ।
এ বিষয়ে হাসপাতালের সুপার সুকমল বিষয়ি বলেন, " ইতিমধ্যে কোরোনা আতঙ্কে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ সামান্য জ্বর সর্দি-কাশি নিয়ে সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসছে । তাই হাজারের এই ভিড় সামাল দিতে আজ থেকেই পুরুলিয়া সদর হাসপাতালের আউটডোরে ফ্লু কর্ণার নামে এক নতুন বিভাগ চালু করা হল । সেখানেই প্রাথমিক চিকিৎসা হবে তাদের । একই সঙ্গে হাসপাতালে আসা রোগীরা বাইরের জেলা থেকে বাবারে রাজ্য থেকে আসছেন কিনা তা চিহ্নিতকরণ করা হচ্ছে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার চিকিৎসা কোথায় হবে, কিভাবে হবে, তাকে হাসপাতালে ভর্তি করা হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ।"