ETV Bharat / state

রঘুনাথপুরে মাংসের দোকানে দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত পাঁচ জন - Raghunathpur news

রঘুনাথপুরে বহু পুরোনো ও জরাজীর্ণ একটি মাংসের দোকান ভেঙে পড়ায় গুরুতর আহত হয় পাঁচ জন ৷ তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা ৷

meat shop collapsed in Raghunathpur
মাংসের দোকানে দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত পাঁচ
author img

By

Published : Jun 29, 2020, 4:10 AM IST

রঘুনাথপুর, 29 জুন : রবিবারের বাজারে বহু পরোনোমাংসের দোকানের দেওয়াল ভেঙে পড়ে হঠাৎ ৷ গুরুতর আহত হয় পাঁচ জন ৷ ঘটনাটি ঘটেছেপুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামা গ্রামে ৷ ঘটনার পরই স্থানীয়রাআহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ৷

স্থানীয়সূত্রে খবর, গতকালরবিবার থাকায় বেলার দিকে মাংসের দোকানে ক্রেতাদের প্রচুর ভিড় জমেছিল ৷ চেলিয়ামগ্রামে স্থিত ওই মাংসের দোকানটি ছিল বহু পুরোনো ও জরাজীর্ণ ৷ বর্ষার সময় ফাটলওধরেছিল দোকানটিতে ৷ এর ফলে এদিন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকানটি ৷ ঘটনায় আহত হনমাংসের দোকানের মালিক, এককর্মচারী সহ 3 জনক্রেতা ৷ বেশ কয়েকটি সাইকেলও দেওয়াল চাপা পড়ে নষ্ট হয়ে যায় ৷

স্থানীয়রাজানান, মাংসেরদোকান বাড়িটি ছিল বহু পুরোনো ৷ তাই এই দুর্ঘটনাটি ঘটে ৷ দোকানে এতটাই ভিড় ছিল যেক্রেতার বেরোতেই পারেনি ৷ এর ফলে আহত হয়েছেন 5 জন ৷ তাঁদের উদ্ধার করে রঘুনাথপুরসুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

রঘুনাথপুর, 29 জুন : রবিবারের বাজারে বহু পরোনোমাংসের দোকানের দেওয়াল ভেঙে পড়ে হঠাৎ ৷ গুরুতর আহত হয় পাঁচ জন ৷ ঘটনাটি ঘটেছেপুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামা গ্রামে ৷ ঘটনার পরই স্থানীয়রাআহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় ৷

স্থানীয়সূত্রে খবর, গতকালরবিবার থাকায় বেলার দিকে মাংসের দোকানে ক্রেতাদের প্রচুর ভিড় জমেছিল ৷ চেলিয়ামগ্রামে স্থিত ওই মাংসের দোকানটি ছিল বহু পুরোনো ও জরাজীর্ণ ৷ বর্ষার সময় ফাটলওধরেছিল দোকানটিতে ৷ এর ফলে এদিন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকানটি ৷ ঘটনায় আহত হনমাংসের দোকানের মালিক, এককর্মচারী সহ 3 জনক্রেতা ৷ বেশ কয়েকটি সাইকেলও দেওয়াল চাপা পড়ে নষ্ট হয়ে যায় ৷

স্থানীয়রাজানান, মাংসেরদোকান বাড়িটি ছিল বহু পুরোনো ৷ তাই এই দুর্ঘটনাটি ঘটে ৷ দোকানে এতটাই ভিড় ছিল যেক্রেতার বেরোতেই পারেনি ৷ এর ফলে আহত হয়েছেন 5 জন ৷ তাঁদের উদ্ধার করে রঘুনাথপুরসুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.