ETV Bharat / state

Father And Son Murder: পুরুলিয়ায় জোড়া খুনের ঘটনায় ধৃতদের 14 দিনের জেল হেফাজত - Father And Son Murder

আসানসোলের চিত্তরঞ্জন এলাকার ঝাড়খণ্ড লাগোয়া চুরুলিয়া থেকে সিআইডি ও পুরুলিয়া জেলা পুলিশ শুক্রবার তিন অভিযুক্তকে গ্রেফতার করে (Father And Son Murder) ।

Father And Son Murder son
বাবা ছেলে ও খুনের ঘটনায় গ্রেফতার তিন
author img

By

Published : Jul 16, 2022, 5:44 PM IST

Updated : Jul 16, 2022, 7:34 PM IST

পুরুলিয়া, 16 জুলাই: পুরুলিয়া বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় শুক্রবার তিন জনকে গ্রেফতার করে সিআইডি ও পুলিশ ৷ শনিবার তাদের আদালতে তোলে হলে তিন অভিযুক্ত মাণ্ডিল বিভলোর, মনয় বেদ এবং দীনেশ পাশিকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা সংশোধনাগারে ধৃতদের টিআই প্যারেড করানোর নির্দেশ দিয়েছেন বিচারক । জানা গিয়েছে মাণ্ডিল ও মনয় দুই ভাই (Father And Son Murder)। তাদের বাড়ি ধানবাদে।

অভিযুক্তদের লোকেশন দেখে তাদের চিহ্নিত করে শুক্রবার চিত্তরঞ্জন এলাকার ঝাড়খণ্ড লাগোয়া চুরুলিয়া এলাকায় তল্লাশি চালায় সিআইডি ও পুরুলিয়া জেলা পুলিশ ৷ তখনই গ্রেফতার করা হয় তিনজনকে। খুনের দিন জাতীয় সড়কে টোল প্লাজার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল এই তিনজনকে। তারপরই চলে যৌথ তদন্ত ৷

আরও পড়ুন: মহিলাকে শ্বাসরোধ করে খুন ! পলাতক লিভ-ইন পার্টনার

প্রসঙ্গত, গত শনিবার রাত 9 টা নাগাদ চাষরোড পেট্রল পাম্পে কাজ করে বাইকে বাড়ি ফেরার সময় পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামের অদূরে দুষ্কৃতীদের হাতে খুন হন বাবা মদন চন্দ্র পান্ডে এবং ছেলে কানাই পান্ডে । তাঁদের বাইক ও দুটি মোবাইল লুঠ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা । স্থানীয় পুরুলিয়া মফঃস্বল থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নামে পুলিশ । পাশাপাশি এই খুনের ঘটনায় তদন্তে সহযোগিতা করছে সিআইডিও। ঘটনার তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরে 3 জনকে গ্রেফতার করে তদন্তকারী দল।

পুরুলিয়া, 16 জুলাই: পুরুলিয়া বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় শুক্রবার তিন জনকে গ্রেফতার করে সিআইডি ও পুলিশ ৷ শনিবার তাদের আদালতে তোলে হলে তিন অভিযুক্ত মাণ্ডিল বিভলোর, মনয় বেদ এবং দীনেশ পাশিকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক । পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা সংশোধনাগারে ধৃতদের টিআই প্যারেড করানোর নির্দেশ দিয়েছেন বিচারক । জানা গিয়েছে মাণ্ডিল ও মনয় দুই ভাই (Father And Son Murder)। তাদের বাড়ি ধানবাদে।

অভিযুক্তদের লোকেশন দেখে তাদের চিহ্নিত করে শুক্রবার চিত্তরঞ্জন এলাকার ঝাড়খণ্ড লাগোয়া চুরুলিয়া এলাকায় তল্লাশি চালায় সিআইডি ও পুরুলিয়া জেলা পুলিশ ৷ তখনই গ্রেফতার করা হয় তিনজনকে। খুনের দিন জাতীয় সড়কে টোল প্লাজার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল এই তিনজনকে। তারপরই চলে যৌথ তদন্ত ৷

আরও পড়ুন: মহিলাকে শ্বাসরোধ করে খুন ! পলাতক লিভ-ইন পার্টনার

প্রসঙ্গত, গত শনিবার রাত 9 টা নাগাদ চাষরোড পেট্রল পাম্পে কাজ করে বাইকে বাড়ি ফেরার সময় পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামের অদূরে দুষ্কৃতীদের হাতে খুন হন বাবা মদন চন্দ্র পান্ডে এবং ছেলে কানাই পান্ডে । তাঁদের বাইক ও দুটি মোবাইল লুঠ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা । স্থানীয় পুরুলিয়া মফঃস্বল থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। তদন্তে নামে পুলিশ । পাশাপাশি এই খুনের ঘটনায় তদন্তে সহযোগিতা করছে সিআইডিও। ঘটনার তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরে 3 জনকে গ্রেফতার করে তদন্তকারী দল।

Last Updated : Jul 16, 2022, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.