ETV Bharat / state

Child Death: মানসিক ভারসাম্যহীন না অন্যকিছু! একরত্তিকে আছাড় মারল বাবা - Child Dieath

মায়ের কোল থেকে আড়াই মাসের শিশুপুত্র কে কেড়ে নিয়ে আছাড় দিয়ে মেরে ফেলার অভিযোগ বাবার বিরুদ্ধে (Father Accused to Murder Child) ৷ নক্কারজনক ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সাগর রুইদাস ৷

Child Dieath
একরত্তিকে আছাড় মারল বাবা
author img

By

Published : Aug 5, 2022, 10:53 PM IST

পুরুলিয়া, 5 অগস্ট: শিশু পুত্রকে আছাড় দিয়ে মেরে ফেলার অভিযোগ বাবার বিরুদ্ধে ৷ গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন । মৃত একরত্তির নাম সরকার রুইদাস (বয়স আনুমানিক আড়াই মাস) ৷ মর্মান্তিক ঘটনাটি বৃহস্পতিবার পুরুলিয়ার ডুরকু গ্রামে ঘটেছে (Child Death in Purulia) ।

একরত্তিকে আছাড় মারল বাবা

শিশুটির মামা মানস রুইদাসের অভিযোগ, এক বছর আগে তাঁর বোনের বিয়ে হয়েছিল ৷ তারপর থেকে বোনের উপর অত্যাচার করত অভিযুক্ত সাগর রুইদাস ৷ বৃহস্পতিবার অভিযুক্ত সাগর ফোন করে তাঁদের জানায় নেহারি ও তাঁর সন্তানকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে চলে যেতে ৷ তা না-হলে মা ও সন্তানকে মেরে ফেলার হুমকি দেয় ৷ কিন্তু বোনকে আনতে মানস সাগরের বাড়ি গেলে অভিযুক্ত তাঁদের আটকে দেয় ৷ এরপরেই মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে আছাড় দিয়ে মেরে ফেলে ৷

আরও পড়ুন: গরম জলের পাত্রে পড়ে জখম শিশুর মৃত্যু, মেচেদায় মিষ্টির দোকানে ভাঙচুর

শিশুর মা নেহারি রুইদাস বলেন, "আমি তখন শিশুটিকে স্তন্যপান করাচ্ছিলাম ৷ সেই সময় হঠাৎ আমার স্বামী শিশুটিকে আমার কাছ থেকে তুলে নিয়ে আছাড় মারে।" ঘটনার পর থেকেই ওই মহিলার স্বামী অভিযুক্ত সাগর রুইদাস পলাতক । অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে অভিযুক্ত সাগর মানসিকভাবে সুস্থ নন ৷

পুরুলিয়া, 5 অগস্ট: শিশু পুত্রকে আছাড় দিয়ে মেরে ফেলার অভিযোগ বাবার বিরুদ্ধে ৷ গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন । মৃত একরত্তির নাম সরকার রুইদাস (বয়স আনুমানিক আড়াই মাস) ৷ মর্মান্তিক ঘটনাটি বৃহস্পতিবার পুরুলিয়ার ডুরকু গ্রামে ঘটেছে (Child Death in Purulia) ।

একরত্তিকে আছাড় মারল বাবা

শিশুটির মামা মানস রুইদাসের অভিযোগ, এক বছর আগে তাঁর বোনের বিয়ে হয়েছিল ৷ তারপর থেকে বোনের উপর অত্যাচার করত অভিযুক্ত সাগর রুইদাস ৷ বৃহস্পতিবার অভিযুক্ত সাগর ফোন করে তাঁদের জানায় নেহারি ও তাঁর সন্তানকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে চলে যেতে ৷ তা না-হলে মা ও সন্তানকে মেরে ফেলার হুমকি দেয় ৷ কিন্তু বোনকে আনতে মানস সাগরের বাড়ি গেলে অভিযুক্ত তাঁদের আটকে দেয় ৷ এরপরেই মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে আছাড় দিয়ে মেরে ফেলে ৷

আরও পড়ুন: গরম জলের পাত্রে পড়ে জখম শিশুর মৃত্যু, মেচেদায় মিষ্টির দোকানে ভাঙচুর

শিশুর মা নেহারি রুইদাস বলেন, "আমি তখন শিশুটিকে স্তন্যপান করাচ্ছিলাম ৷ সেই সময় হঠাৎ আমার স্বামী শিশুটিকে আমার কাছ থেকে তুলে নিয়ে আছাড় মারে।" ঘটনার পর থেকেই ওই মহিলার স্বামী অভিযুক্ত সাগর রুইদাস পলাতক । অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে অভিযুক্ত সাগর মানসিকভাবে সুস্থ নন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.