পুরুলিয়া, 12 অগস্ট: পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে (Engineering students Mysterious Death) ৷ হস্টেলের রুম থেকে উদ্ধার হয়েছে ওই পড়ুয়ার দেহ ৷ বৃহস্পতিবার রাতে পুরুলিয়ার জয়পুরের এক ইঞ্জিনিয়ারিং কলেজে ঘটনাটি ঘটেছে ৷ মৃত ছাত্রের নাম সাগর সাহু (21) ৷ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷
পরিবার সূত্রে খবর, ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকার খামার গ্রামে বাড়ি ওই ছাত্রের । পুরুলিয়ার গর্ভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ছিলেন ৷ মৃতের দাদা সুরজিৎ সাহু বলেন, ‘‘গতকাল রাত 11টার সময় ভাইয়ের ফোন থেকে আমার কাছে ফোন আসে যে ভাই আত্মহত্যার চেষ্টা করেছে ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন । আমরা সঙ্গে সঙ্গে হস্টেলে চলে আসি ৷ কিন্তু ভাইয়ের রুমে বেশ কিছু অসংগতি চোখে পড়ে । ফাঁসের দড়ি মেঝে থেকে মাত্র দু’-তিন ফুট ওপরে কী করে থাকবে ? আর আমার ভাইয়ের ফোন লক থাকার কথা । সেটি কে কীভাবে খুলল বুঝতে পারছি না। ভাইয়ের এই সামনের শনিবার বাড়ি যাওয়ার কথা ছিল সে হঠাৎ কেন আত্মহত্যা করবে ?’’ ভাইয়ের বন্ধুদের কথাতেও অসঙ্গতি রয়েছে বলে মৃতের দাদার অভিযোগ ।
আরও পড়ুন: খঞ্জন নিয়ে মহরম পালনের সময় মৃত্যু এক যুবকের
সুরজিৎ সাহু আরও জানান, তাঁর ভাইকে খুন করা হয়েছে । ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবারের সদস্যরা। তদন্তের স্বার্থে পড়ুয়ার রুমটিও সিল করে দিয়েছে ইতিমধ্যেই ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।