ETV Bharat / state

ঝালদায় হাতির হামলায় মৃত্যু ব্যক্তির - purulia elephant attack

কাজে যাওয়ার পথে হাতির হামলায় মৃত্যু হল ব্যক্তির ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 12, 2020, 1:14 PM IST

পুরুলিয়া, 12 এপ্রিল : হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির l নাম ফণী মুড়া (50) l ঘটনাটি পুরুলিয়ার ঝালদা থানার কুটিডি গ্রামের l ওই ব্যক্তির বাড়ি ওই থানা এলাকারই মোসনা গ্রামে l

প্রতিদিনের মতো আজও সকালে বাড়ির কাজ সেরে কুটিডি গ্রামে ভাটায় কাজ করতে যাওয়ার জন্য রওনা দেন ফণী l মাঝপথে ওই দলছুট হাতির সামনে পড়ে যান তিনি l সেখানেই হাতির হামলায় মৃত্যু হয় তাঁর। ঘটনার পর ঝালদার গভীর জঙ্গলে ঢুকে যায় হাতিটি l এদিকে বনবিভাগ খবর পেয়ে দেহটি উদ্ধার করে l

বনবিভাগ সূত্রে খবর, খাবারের সন্ধানেই লোকালয়ে ঢুকেছিল হাতিটি । আবারও যাতে এলাকায় হাতির দল ঢুকতে না পারে তার জন্য হুলা পার্টি ও বনকর্মীরা নজরদারি চালাচ্ছে জঙ্গলে ।

গতকালও জেলার বাঘমুণ্ডি থানা এলাকার অযোধ্যা পাহাড় সংলগ্ন একড়া গ্রামে প্রবেশ করে বুনো হাতির একটি দল l তাণ্ডব চালিয়ে ভেঙে দেয় বেশ কয়েকটি কাঁচাবাড়ি l এমনকী বাড়িতে মজুত থাকা ধানও খেয়ে নষ্ট করে দেয় l মাড়িয়ে দেয় কয়েক বিঘা সবজি l ক্ষয়ক্ষতি হয় প্রায় লাখ টাকা l সকাল হতেই আবার অযোধ্যা পাহাড়ের জঙ্গলে গা ঢাকা দেয় ওই দলটি l

পুরুলিয়া, 12 এপ্রিল : হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির l নাম ফণী মুড়া (50) l ঘটনাটি পুরুলিয়ার ঝালদা থানার কুটিডি গ্রামের l ওই ব্যক্তির বাড়ি ওই থানা এলাকারই মোসনা গ্রামে l

প্রতিদিনের মতো আজও সকালে বাড়ির কাজ সেরে কুটিডি গ্রামে ভাটায় কাজ করতে যাওয়ার জন্য রওনা দেন ফণী l মাঝপথে ওই দলছুট হাতির সামনে পড়ে যান তিনি l সেখানেই হাতির হামলায় মৃত্যু হয় তাঁর। ঘটনার পর ঝালদার গভীর জঙ্গলে ঢুকে যায় হাতিটি l এদিকে বনবিভাগ খবর পেয়ে দেহটি উদ্ধার করে l

বনবিভাগ সূত্রে খবর, খাবারের সন্ধানেই লোকালয়ে ঢুকেছিল হাতিটি । আবারও যাতে এলাকায় হাতির দল ঢুকতে না পারে তার জন্য হুলা পার্টি ও বনকর্মীরা নজরদারি চালাচ্ছে জঙ্গলে ।

গতকালও জেলার বাঘমুণ্ডি থানা এলাকার অযোধ্যা পাহাড় সংলগ্ন একড়া গ্রামে প্রবেশ করে বুনো হাতির একটি দল l তাণ্ডব চালিয়ে ভেঙে দেয় বেশ কয়েকটি কাঁচাবাড়ি l এমনকী বাড়িতে মজুত থাকা ধানও খেয়ে নষ্ট করে দেয় l মাড়িয়ে দেয় কয়েক বিঘা সবজি l ক্ষয়ক্ষতি হয় প্রায় লাখ টাকা l সকাল হতেই আবার অযোধ্যা পাহাড়ের জঙ্গলে গা ঢাকা দেয় ওই দলটি l

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.