পুরুলিয়া, 15 জুলাই : জেলার পরিযায়ী শ্রমিকদের নিজের এলাকায় কাজের ব্যবস্থা করা, পড়ুয়াদের পরিবহন ভাড়া মকুব, বেকার যুবক-যুবতিদের মাসিক 6 হাজার টাকা ভাতা প্রদান সহ কয়েক দফা দাবিতে জেলাশাসকের দপ্তরের বাইরে অবস্থান বিক্ষোভ করলেন DYFI কর্মীরা ।
আজ শহরে মিছিল করে জেলাশাসকের দপ্তরে পৌঁছান DYFI নেতা-কর্মীরা । প্রায় ঘণ্টাখানেক ধরে জেলাশাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা । পরে একাধিক দাবি নিয়ে জেলাশাসকের দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয় ।
আন্দোলনকারীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে বেকারত্ব দিন দিন বেড়েই চলেছে । শিক্ষিত যুবক-যুবতিরা কাজ পাচ্ছেন না । সাধারণ মানুষের কথা ভেবে বেকার যুবক-যুবতিদের স্বার্থে জেলাশাসকের কাছে একাধিক দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হল ।
দাবিগুলি পূরণ না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা ।