ETV Bharat / state

পুরুলিয়ার কনটেইনমেন্ট জো়ন পরিদর্শন প্রশাসনিক আধিকারিকদের - কনটেনমেন্ট জো়ন

কোরোনা আক্রান্তের সন্ধান মেলার পর কনটেইনমেন্ট জোন এলাকা পরিদর্শন জেলা পুলিশ-প্রশাসনের আধিকারিকদের ৷ সচেতন করলেন সাধারণ মানুষকেও l

purulia
পুরুলিয়ার কন্টেনমেন্ট জো়ন পরিদর্শন প্রশাসনিক আধিকারিকদের
author img

By

Published : Jun 6, 2020, 7:34 AM IST

পুরুলিয়া, 6 জুন : নতুন করে 43 জন কোরোনা পজ়িটিভের সন্ধান মেলার পর সবকটি কোরোনা আক্রান্ত গ্রামকে কনটেইনমেন্ট জো়ন হিসেবে ঘোষনা করল পুরুলিয়া জেলা প্রশাসন l গতকাল বিকেলে আড়ষা ব্লকের অন্তর্গত কোরোনা আক্রান্ত কনটেইনমেন্ট জো়ন এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক রাহুল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) আকাঙ্খা ভাস্কর, স্থানীয় আড়ষা থানার OC সহ অন্যান্যরা l সচেতন করলেন সাধারণ মানুষকে l পাশাপাশি ওই সমস্ত এলাকায় পানীয় জল সরবরাহ ও রেশন সামগ্রী প্রদানের ব্যাপারেও গ্রামবাসীদের সঙ্গে আলোচনাও করেন তারা l

purulia
এলাকাবাসীদের সচেতন করছেন পুরুলিয়ার প্রশাসনিক আধিকারিকরা

ইতিমধ্যে ভিন রাজ্য থেকে রাজ্যে ফিরেছেন বহু শ্রমিক ৷ পুরুলিয়াতে ভিনরাজ্য থেকে ফেরা 43 জন ব্যক্তির মধ্যে কোরোনা সংক্রমণ হদিস মিলল l আক্রান্তদের মধ্যে রয়েছেন আড়ষা ব্লকের 20 জন, বলরামপুরের 2 জন, বরাবাজারের 2 জন, মানবাজারের 2 জন, চাকোলতোড়ের 4 জন, হুড়ার 2 জন, ঝালদার 2 জন, কোটশিলার 6 জন, পাড়া ব্লকের 1 জন ও পুঞ্চা ব্লকের 2 জন l এরা সকলেই গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লি থেকে সম্প্রতি পুরুলিয়ায় ফিরেছেন l এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরোনা আক্রান্ত গ্রামগুলিকে কনটেইনমেন্ট জো়ন হিসেবে ঘোষনা করা হয় l ঘোষণার পর গতকাল সন্ধ্যায় জেলাশাসকেরা খোঁজখবর নিলেন কনটেইনমেন্ট জো়ন এলাকাগুলিতে l এর আগেও পুরুলিয়া জেলায় মোট 19 জন ব্যক্তির কোরোনা সংক্রমণ ধরা পড়েছে l

পুরুলিয়া, 6 জুন : নতুন করে 43 জন কোরোনা পজ়িটিভের সন্ধান মেলার পর সবকটি কোরোনা আক্রান্ত গ্রামকে কনটেইনমেন্ট জো়ন হিসেবে ঘোষনা করল পুরুলিয়া জেলা প্রশাসন l গতকাল বিকেলে আড়ষা ব্লকের অন্তর্গত কোরোনা আক্রান্ত কনটেইনমেন্ট জো়ন এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক রাহুল মজুমদার, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) আকাঙ্খা ভাস্কর, স্থানীয় আড়ষা থানার OC সহ অন্যান্যরা l সচেতন করলেন সাধারণ মানুষকে l পাশাপাশি ওই সমস্ত এলাকায় পানীয় জল সরবরাহ ও রেশন সামগ্রী প্রদানের ব্যাপারেও গ্রামবাসীদের সঙ্গে আলোচনাও করেন তারা l

purulia
এলাকাবাসীদের সচেতন করছেন পুরুলিয়ার প্রশাসনিক আধিকারিকরা

ইতিমধ্যে ভিন রাজ্য থেকে রাজ্যে ফিরেছেন বহু শ্রমিক ৷ পুরুলিয়াতে ভিনরাজ্য থেকে ফেরা 43 জন ব্যক্তির মধ্যে কোরোনা সংক্রমণ হদিস মিলল l আক্রান্তদের মধ্যে রয়েছেন আড়ষা ব্লকের 20 জন, বলরামপুরের 2 জন, বরাবাজারের 2 জন, মানবাজারের 2 জন, চাকোলতোড়ের 4 জন, হুড়ার 2 জন, ঝালদার 2 জন, কোটশিলার 6 জন, পাড়া ব্লকের 1 জন ও পুঞ্চা ব্লকের 2 জন l এরা সকলেই গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লি থেকে সম্প্রতি পুরুলিয়ায় ফিরেছেন l এরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরোনা আক্রান্ত গ্রামগুলিকে কনটেইনমেন্ট জো়ন হিসেবে ঘোষনা করা হয় l ঘোষণার পর গতকাল সন্ধ্যায় জেলাশাসকেরা খোঁজখবর নিলেন কনটেইনমেন্ট জো়ন এলাকাগুলিতে l এর আগেও পুরুলিয়া জেলায় মোট 19 জন ব্যক্তির কোরোনা সংক্রমণ ধরা পড়েছে l

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.