ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় বিশেষ বৈঠকে পুরুলিয়া জেলা প্রশাসন - Health Department

কোরোনা সতর্কতা নিয়ে কাল বিশেষ বৈঠকে বসলেন পুরুলিয়ার জেলাশাসক ৷ বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল দত্ত, পুরুলিয়া সদর হাসপাতালে সুপার সুকমল বিষয়ি, রঘুনাথপুর SDO আকাঙ্খা ভাস্কর সহ বিশিষ্ট আধিকারিকেরা ।

District Magistrate of Purulia arranged a special meeting
বিশেষ বৈঠকে পুরুলিয়া জেলা প্রশাসন
author img

By

Published : Mar 18, 2020, 11:21 AM IST

পুরুলিয়া, 18 মার্চ : কোরোনা সতর্কতা নিয়ে জরুরি বৈঠক করল পুরুলিয়া প্রশাসন ৷ জেলা শাসক দপ্তরের প্রেক্ষাগৃহে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় । জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, পুলিশ প্রশাসন, হোটেল ব্যবসায়ী, রেল, সিনেমা হলের মালিক ও বাস মালিক অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে গতকাল বিশেষ ওই বৈঠক করেন জেলা শাসক রাহুল মজুমদার । এছাড়াও ছিলেন পুলিশ সুপার এস সেলভামুরুগান, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল দত্ত, পুরুলিয়া সদর হাসপাতালে সুপার সুকমল বিষয়ি, রঘুনাথপুরের SDO আকাঙ্খা ভাস্কর সহ অন্য আধিকারিকরা । প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বৈঠক ।

কোরোনা সংক্রমণ রুখতে বৈঠকে বিশেষ বার্তা দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৷ জেলা শাসক রাহুল মজুমদার স্বাস্থ্য আধিকারিকদের পুরুলিয়া সরকারি মেডিকেল কলেজে দেড়শো শয্যাবিশিষ্ট বিশেষ ওয়ার্ড তৈরির নির্দেশ দেন । পাশাপাশি পুরুলিয়া সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের চার শয্যা বিশিষ্ট বিশেষ ওয়ার্ডটিকে উপযুক্ত পরিকাঠামো দিয়ে গড়ে তোলার নির্দেশ দেন। জেলার হোটেল ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়, তাঁরা যেন বাইরে থেকে আসা পর্যটক এবং হোটেলে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখেন ৷ একইসঙ্গে হোটেল কর্মীদের বিশেষ মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন জেলা শাসক । একই নির্দেশ দেওয়া হয় বাস মালিকদেরও । এছাড়াও জেলা স্বাস্থ্য আধিকারিকদের কোরোনা সংক্রমণ রুখতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা বলেন বৈঠকে ৷

পুরুলিয়া জেলা শাসক রাহুল মজুমদারের বক্তব্য

আজ থেকে জেলাজুড়ে কোরোনা নিয়ে বিশেষ সর্তকতা বার্তামূলক প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে । রেল আধিকারিকদের সঙ্গেও এবিষয়ে আলোচনা করা হয় । জেলা শাসক জানান, ‘‘পুরুলিয়া জেলা জুড়ে বিশেষ অ্যালার্ট জারি করা হয়েছে । বাইরের জেলা থেকে বা রাজ্য থেকে আসা ব্যক্তিদের উপর বিশেষ নজরদারি চালানো হবে । এবিষয়ে হোটেল মালিকদের পরামর্শ দেওয়া হয়েছে । রেল দপ্তরের সঙ্গেও আলোচনা করা হয়েছে যে, বাইরে থেকে আসা যাত্রীদের উপর নজরদারি চালাতে । কোনও যাত্রীর জ্বর-কাশি ধরা পড়লেই দ্রুত স্বাস্থ্য দপ্তরে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । বাস মালিকদের সঙ্গেও এবিষয়ে আলোচনা হয়েছে । পুরুলিয়া সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তৈরি হয়েছে চার শয্যাবিশিষ্ট বিশেষ রুম । রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালেও এ ধরনের বিশেষ রুম গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ দেওয়া হয়েছে হাতুয়ারা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে দেড়শো শয্যা বিশিষ্ট বিশেষ পর্যবেক্ষণ ওয়ার্ড প্রস্তুত করার । পুরুলিয়া জেলা প্রশাসন কোরোনা সংক্রমণ এড়াতে প্রস্তুত । এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্ত বা সন্দেহমূলক কোনও রোগী ধরা পড়েনি ।’’

পুরুলিয়া, 18 মার্চ : কোরোনা সতর্কতা নিয়ে জরুরি বৈঠক করল পুরুলিয়া প্রশাসন ৷ জেলা শাসক দপ্তরের প্রেক্ষাগৃহে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় । জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, পুলিশ প্রশাসন, হোটেল ব্যবসায়ী, রেল, সিনেমা হলের মালিক ও বাস মালিক অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে গতকাল বিশেষ ওই বৈঠক করেন জেলা শাসক রাহুল মজুমদার । এছাড়াও ছিলেন পুলিশ সুপার এস সেলভামুরুগান, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অনিল দত্ত, পুরুলিয়া সদর হাসপাতালে সুপার সুকমল বিষয়ি, রঘুনাথপুরের SDO আকাঙ্খা ভাস্কর সহ অন্য আধিকারিকরা । প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বৈঠক ।

কোরোনা সংক্রমণ রুখতে বৈঠকে বিশেষ বার্তা দেওয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৷ জেলা শাসক রাহুল মজুমদার স্বাস্থ্য আধিকারিকদের পুরুলিয়া সরকারি মেডিকেল কলেজে দেড়শো শয্যাবিশিষ্ট বিশেষ ওয়ার্ড তৈরির নির্দেশ দেন । পাশাপাশি পুরুলিয়া সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের চার শয্যা বিশিষ্ট বিশেষ ওয়ার্ডটিকে উপযুক্ত পরিকাঠামো দিয়ে গড়ে তোলার নির্দেশ দেন। জেলার হোটেল ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়, তাঁরা যেন বাইরে থেকে আসা পর্যটক এবং হোটেলে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখেন ৷ একইসঙ্গে হোটেল কর্মীদের বিশেষ মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন জেলা শাসক । একই নির্দেশ দেওয়া হয় বাস মালিকদেরও । এছাড়াও জেলা স্বাস্থ্য আধিকারিকদের কোরোনা সংক্রমণ রুখতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা বলেন বৈঠকে ৷

পুরুলিয়া জেলা শাসক রাহুল মজুমদারের বক্তব্য

আজ থেকে জেলাজুড়ে কোরোনা নিয়ে বিশেষ সর্তকতা বার্তামূলক প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে । রেল আধিকারিকদের সঙ্গেও এবিষয়ে আলোচনা করা হয় । জেলা শাসক জানান, ‘‘পুরুলিয়া জেলা জুড়ে বিশেষ অ্যালার্ট জারি করা হয়েছে । বাইরের জেলা থেকে বা রাজ্য থেকে আসা ব্যক্তিদের উপর বিশেষ নজরদারি চালানো হবে । এবিষয়ে হোটেল মালিকদের পরামর্শ দেওয়া হয়েছে । রেল দপ্তরের সঙ্গেও আলোচনা করা হয়েছে যে, বাইরে থেকে আসা যাত্রীদের উপর নজরদারি চালাতে । কোনও যাত্রীর জ্বর-কাশি ধরা পড়লেই দ্রুত স্বাস্থ্য দপ্তরে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । বাস মালিকদের সঙ্গেও এবিষয়ে আলোচনা হয়েছে । পুরুলিয়া সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তৈরি হয়েছে চার শয্যাবিশিষ্ট বিশেষ রুম । রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালেও এ ধরনের বিশেষ রুম গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশ দেওয়া হয়েছে হাতুয়ারা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে দেড়শো শয্যা বিশিষ্ট বিশেষ পর্যবেক্ষণ ওয়ার্ড প্রস্তুত করার । পুরুলিয়া জেলা প্রশাসন কোরোনা সংক্রমণ এড়াতে প্রস্তুত । এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্ত বা সন্দেহমূলক কোনও রোগী ধরা পড়েনি ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.