ETV Bharat / state

কেমন চলছে পুরুলিয়ায় "মাটির সৃষ্টি" প্রকল্প ? খতিয়ে দেখলেন জেলাশাসক

author img

By

Published : Jun 14, 2020, 8:36 AM IST

পুরুলিয়ায় লকডাউনের জেরে কর্মহীন সাধারণ মানুষের কাজ ও বন্ধ্যা জমির মাটি তৈরিতে মাটির সৃষ্টি প্রকল্প ৷ সেই প্রকল্প কেমন চলছে তা খতিয়ে দেখলেন জেলাশাসক রাহুল মজুমদার ও জেলা প্রশাসনের বিশেষ দল ৷

"Matir srishti" project in Purulia
"মাটির সৃষ্টি" প্রকল্প

পুরুলিয়া, 13 জুন : কোরোনা আবহের মধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ ৷ রাজ্য সরকারের এই নতুন উদ্যোগ মাটির সৃষ্টি প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার ৷ আজ পুরুলিয়া জেলার মানবাজার 1 ও 2 নম্বর ব্লক ও বান্দোয়ান ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি ৷

জানা গেছে, কোরোনা আবহের মধ্যে সাধারণ মানুষের কর্মসংস্থান ও বন্ধ্যা জমিকে কাজে লাগাতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় মাটির সৃষ্টি প্রকল্প ৷ লালমাটির পুরুলিয়ায় বন্ধ্যা জমি প্রচুর l তাই জেলায় কর্মসংস্থানের এক নতুন দিশা দেখাচ্ছে এই "মাটির সৃষ্টি" প্রকল্প ৷ ইতিমধ্যে পুরুলিয়া জেলার মানবাজার, বান্দোয়ান, বরাবাজার, আড়ষা, পুঞ্চা, হুড়াসহ জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ l বর্তমানে কোরোনা আবহে বহু মানুষ আজ কর্মহীন, বহু পরিবারে দেখা দিয়েছে অভাব ৷ তাই এই সময় মাটির সৃষ্টি প্রকল্পের মাধ্যমে 100দিনের কাজ শুরু হতেই জেলার বিভিন্ন প্রান্তেই প্রচুর মানুষ এই কাজে যোগ দিয়েছেন ইতিমধ্যে ৷

জেলা প্রশাসনের নির্দেশমতো সামাজিক দূরত্ব মেনে, নাক-মুখ ঢেকে কাজ করছেন তাঁরা ৷ বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে কাজ দেওয়ার উদ্দেশ্যে এবং বিশেষ করে ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কাজ প্রদানের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে ৷ মাটির সৃষ্টি সাধারণ মানুষ কাজ পেয়ে আজ কতটা খুশি ? এই প্রকল্পের কাজ কিরকম এগোচ্ছে ? পরিযায়ী শ্রমিকেরা এই কাজে যোগ দিচ্ছেন কি ? সামাজিক দূরত্ব মেনে কাজ হচ্ছে কি ? এই সমস্ত বিষয় খতিয়ে দেখলেন জেলাশাসক রাহুল মজুমদার ও জেলা প্রশাসনের বিশেষ দল ৷ কোরোনা আবহের মধ্যে 100দিনের কাজ পেয়ে খুশি সাধারণ মানুষ l

পুরুলিয়া, 13 জুন : কোরোনা আবহের মধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ ৷ রাজ্য সরকারের এই নতুন উদ্যোগ মাটির সৃষ্টি প্রকল্পের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার ৷ আজ পুরুলিয়া জেলার মানবাজার 1 ও 2 নম্বর ব্লক ও বান্দোয়ান ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি ৷

জানা গেছে, কোরোনা আবহের মধ্যে সাধারণ মানুষের কর্মসংস্থান ও বন্ধ্যা জমিকে কাজে লাগাতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় মাটির সৃষ্টি প্রকল্প ৷ লালমাটির পুরুলিয়ায় বন্ধ্যা জমি প্রচুর l তাই জেলায় কর্মসংস্থানের এক নতুন দিশা দেখাচ্ছে এই "মাটির সৃষ্টি" প্রকল্প ৷ ইতিমধ্যে পুরুলিয়া জেলার মানবাজার, বান্দোয়ান, বরাবাজার, আড়ষা, পুঞ্চা, হুড়াসহ জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ l বর্তমানে কোরোনা আবহে বহু মানুষ আজ কর্মহীন, বহু পরিবারে দেখা দিয়েছে অভাব ৷ তাই এই সময় মাটির সৃষ্টি প্রকল্পের মাধ্যমে 100দিনের কাজ শুরু হতেই জেলার বিভিন্ন প্রান্তেই প্রচুর মানুষ এই কাজে যোগ দিয়েছেন ইতিমধ্যে ৷

জেলা প্রশাসনের নির্দেশমতো সামাজিক দূরত্ব মেনে, নাক-মুখ ঢেকে কাজ করছেন তাঁরা ৷ বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে কাজ দেওয়ার উদ্দেশ্যে এবং বিশেষ করে ভিন রাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের কাজ প্রদানের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে ৷ মাটির সৃষ্টি সাধারণ মানুষ কাজ পেয়ে আজ কতটা খুশি ? এই প্রকল্পের কাজ কিরকম এগোচ্ছে ? পরিযায়ী শ্রমিকেরা এই কাজে যোগ দিচ্ছেন কি ? সামাজিক দূরত্ব মেনে কাজ হচ্ছে কি ? এই সমস্ত বিষয় খতিয়ে দেখলেন জেলাশাসক রাহুল মজুমদার ও জেলা প্রশাসনের বিশেষ দল ৷ কোরোনা আবহের মধ্যে 100দিনের কাজ পেয়ে খুশি সাধারণ মানুষ l

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.