পুরুলিয়া, 28 মার্চ : লকডাউনের জেরে পুরুলিয়ায় আটকে পড়া 280 জন শ্রমিককে ফেরানো হল মুর্শিদাবাদ, মালদা ও বীরভূমে ৷ গত কয়েকমাস ধরে পুরুলিয়ার বিভিন্ন এলাকায় বাড়ি তৈরির কাজে যুক্ত ছিলেন ওই রাজমিস্ত্রিরা ৷ লকডাউনের পর কাজ বন্ধ হয়ে গেলে বাড়ি ফিরতে চরম সমস্যায় পড়েন তাঁরা। অন্য জেলা থেকে আসা ওইসব শ্রমিককে চিহ্নিত করে তাঁদের স্পেশাল তিনটি বাসে করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ, মালদা, বীরভূমে ৷
কোরোনা সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউনের নির্দেশিকা জারি করে কেন্দ্র ও রাজ্য সরকার ৷ ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় পুরুলিয়ায় আসা ওই শ্রমিকরা আর বাড়ি ফিরতে পারেননি ৷ তাই তারা স্থানীয় প্রশাসনের কাছে বাড়ি ফেরানোর অনুরোধ জানান ৷ খবর যায় মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও ৷ আজ মন্ত্রী শুভেন্দু অধিকারী ওই 280 জন শ্রমিকদের জন্য তিনটি সরকারি বাসের ব্যবস্থা করার নির্দেশ দেয় পুরুলিয়া জেলা প্রশাসনকে ৷ সেই মতো পুরুলিয়া জেলা প্রশাসন ও জেলা তৃণমূল নেতৃত্ব তাদের যাতায়াতের জন্য সরকারি বাসের ব্যবস্থা করে দেন ৷ এরপর আজ পুরুলিয়া জেলাশাসক দপ্তর থেকে রওনা দেয় ওই তিনটি বাস ৷ একইসঙ্গে রাস্তায় তাদের জলখাবারেরও ব্যবস্থা করে দেন তৃণমূল কাউন্সিলর বিভাস রঞ্জন দাস ৷
শ্রমিক মতিউর রহমান ও মোহাম্মদ শেখ বলেন, " লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন সমস্যায় পড়তে হয় ৷ বাড়ি ফেরাও সম্ভব হচ্ছিল না ৷ তাই জেলা প্রশাসন ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ভিডিয়ো বার্তা পাঠিয়ে সমস্যা সমাধানের অনুরোধ জানাই ৷ সেইমতো জেলা প্রশাসন ও মন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের জন্য তিনটি সরকারি বাসের ব্যবস্থা করে দেন ৷ আজ বাড়ি ফিরতে পেরে আমরা খুবই খুশি ৷ " তৃণমূল কাউন্সিলর বিভাস রঞ্জন দাস জানান, " মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শ্রমিকদের জন্য তিনটি সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছে ৷ জেলা পুলিশ প্রশাসনও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ৷ ওই বাসগুলিকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে ৷ "