ETV Bharat / state

পুরুলিয়ায় দুর্ঘটনায় মৃত 3 বাইক আরোহী - মৃত বাইক আরোহী

পথ দুর্ঘটনায় পুরুলিয়ায় মৃত্যু হল তিন বাইক আরোহীর ৷ দুর্ঘটনাটি পুরুলিয়ার মফঃস্বল থানার অন্তর্গত পুরুলিয়া-বাঁকুড়া 60 (A) জাতীয় সড়কের পাশে লধুড়কা পেট্রল পাম্পের কাছের ৷

মৃত বাইক আরোহী
author img

By

Published : Jul 22, 2019, 9:35 AM IST

পুরুলিয়া, 22 জুলাই: পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বাইক আরোহীর । দুর্ঘটনাটি পুরুলিয়ার মফঃস্বল থানার অন্তর্গত পুরুলিয়া-বাঁকুড়া 60 (A) জাতীয় সড়কের পাশে লধুড়কা পেট্রল পাম্পের কাছের ৷

মৃত তিন বাইক আরোহীর নাম কাজল বাউরি (23), প্রদীপ কালিন্দি (27) ও রতন বাউরি (24) ৷ তিনজনেরই বাড়ি লধুড়কা গ্রামে ৷ গতরাতে বাইকে করে তাঁরা পুরুলিয়া থেকে লধুড়কা ফিরছিলেন ৷ পুলিশের প্রাথমিক ধারণা, লধুড়কা পেট্রল পাম্পের কাছে বাঁকুড়ার দিক থেকে আসা একটি গাড়ি বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় ৷ দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁদের ৷ রাতে রাস্তা ফাঁকা থাকায় ঘণ্টা খানেক রাস্তার উপরেই পড়ে থাকে তিনজনের দেহ ৷ পরে স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেয় ৷ পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় ৷ আজ মৃতদেহগুলি ময়নাতদন্ত করা হবে ৷

ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

পুরুলিয়া, 22 জুলাই: পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বাইক আরোহীর । দুর্ঘটনাটি পুরুলিয়ার মফঃস্বল থানার অন্তর্গত পুরুলিয়া-বাঁকুড়া 60 (A) জাতীয় সড়কের পাশে লধুড়কা পেট্রল পাম্পের কাছের ৷

মৃত তিন বাইক আরোহীর নাম কাজল বাউরি (23), প্রদীপ কালিন্দি (27) ও রতন বাউরি (24) ৷ তিনজনেরই বাড়ি লধুড়কা গ্রামে ৷ গতরাতে বাইকে করে তাঁরা পুরুলিয়া থেকে লধুড়কা ফিরছিলেন ৷ পুলিশের প্রাথমিক ধারণা, লধুড়কা পেট্রল পাম্পের কাছে বাঁকুড়ার দিক থেকে আসা একটি গাড়ি বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় ৷ দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁদের ৷ রাতে রাস্তা ফাঁকা থাকায় ঘণ্টা খানেক রাস্তার উপরেই পড়ে থাকে তিনজনের দেহ ৷ পরে স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেয় ৷ পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয় ৷ আজ মৃতদেহগুলি ময়নাতদন্ত করা হবে ৷

ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

Intro:পুরুলিয়া : পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো তিন বাইক আরোহীর l রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত পুরুলিয়া-বাঁকুড়া 60 (A) জাতীয় উপর সড়কের লধুড়কা পেট্রোল পাম্পের নিকট l মৃত ওই যুবকদের নাম কাজল বাউরি (23), প্রদীপ কালিন্দি (27) ও রতন বাউরি (24) l তাদের বাড়ি পুরুলিয়া মফস্বল থানার লধুড়কা গ্রামেই l ঘটনার পর রাস্তা শুনসান থাকায় প্রায় ঘন্টাখানেক রাস্তার উপই দেহ পড়ে থাকে l পরে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় l আজ দেহগুলির ময়নাতদন্ত করা হবে lBody:জানা যায়, রবিবার রাতে একটি বাইকে চেপে ওই তিন বন্ধু পুরুলিয়া থেকে লধুড়কা গ্রামে ফিরছিল l সেই সময় লধুড়কা গ্রামের কাছে পৌঁছাতেই বাঁকুড়া দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় l ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের l রাতে রাস্তা সুনসান থাকায় ওই দেহগুলি প্রায় ঘন্টা খানেক রাস্তার উপরেই পড়ে থাকে l পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় l ঘটনায় লধুড়কা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া l অন্যদিকে ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ lConclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.