পুরুলিয়া, 12 অগস্ট : পুরুলিয়া-1 নম্বর ব্লকের অন্তর্গত ডুড়কু গ্রাম পঞ্চায়েতের ভবিষৎ এখন আটকে রয়েছে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে । তৃণমূল, সিপিএম এবং সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা দুই সদস্য মিলিতভাবে মোট 6 জন সদস্য বিজেপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় থমকে গিয়েছে গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের কাজ । আদৌ কি ভোটাভুটি হবে ওই অনাস্থা প্রস্তাবে ? নাকি গ্রাম পঞ্চায়েতের ভবিষৎ চলে যেতে পারে আদালতের দরবারে ? প্রশ্ন রয়েই গেল ।
বিগত পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়া-1 নম্বর ব্লকের অন্তর্গত 10 আসন বিশিষ্ট ডুড়কু গ্রাম পঞ্চায়েতে এককভাবে 6টি আসন পায় বিজেপি, 3টি আসন পায় তৃণমূল এবং সিপিএম পায় একটি আসন । সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রধান, উপপ্রধান নির্বাচিত হয় বিজেপি থেকে । কিন্তু সম্প্রতি বিজেপির 2 জন সদস্য তৃণমূলে যোগদান করলে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে । তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 5টি ।
এরপরই ডুড়কু গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূল ও সিপিএমের মোট 6 জন সদস্য ৷ ইতিমধ্যেই সেই অনাস্থা প্রস্তব জমা পড়েছে পুরুলিয়া-1 নম্বর ব্লকের বিডিওর কাছে । ঘটনায় তৃণমূল, সিপিএম ও বিজেপির টানাপোড়েনে থমকে গিয়েছে ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজ । এখন ওই অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে । তবে এর জেরে ডুড়কু গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন থমকে গিয়েছে ।
আরও পড়ুন : Purulia TMC : পুরুলিয়ায় 'দুয়ারে সরকার' ক্যাম্পে এবার শিবির করবে তৃণমূল