ETV Bharat / state

পুরুলিয়ায় CPI(M) কার্যালয় "পুনরুদ্ধার" BJP-র - umapada bauri

2016 সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল দখল করেছিল CPI(M)-র কার্যালয় । আজ BJP-র সহায়তায় তা পুনরুদ্ধার করল CPI(M) নেতৃত্ব ।

পুরুলিয়ায় CPI(M)-র কার্যালয় উদ্ধার
author img

By

Published : May 26, 2019, 9:22 PM IST

পুরুলিয়া, 26 মে : 2016 সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল দখল করেছিল CPI(M)-র কার্যালয় । সেই কার্যালয়টিই আজ BJP কর্মীদের সহায়তায় পুনরুদ্ধার করলেন CPI(M)-র নেতারা । ঘটনাটি পুরুলিয়ার উদয়পুর গ্রামের ।

কার্যালয়টি উদ্ধার করতে যান CPI(M)-র জেলা সম্পাদক দীননাথ লোধা, জেলা কমিটির সদস্য সুব্রত বন্দ্যোপাধ্যায়, সুশীল মাহাতসহ দলের অন্যান্য কর্মীরা । দীননাথবাবু বলেন, "2016 সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল আমাদের কর্মীদের উপর আক্রমণ করে । তারপর উদয়পুর গ্রামে অবস্থিত কার্যালয়টি দখল করে নিয়েছিল । আজ এলাকার মানুষের সহযোগিতায় পুনরুদ্ধার করা হয় দলীয় কার্যালয়টি ।" শুধু পুরুলিয়া নয়, গোপীবল্লভপুরসহ রাজ্য়ের বেশ কিছু জায়গায় BJP-র সাহায্য নিয়ে বামেদের কার্যালয় দখলমুক্ত করা হচ্ছে ।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক উমাপদ বাউরি বলেন, "এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পুরুলিয়াসহ অন্যান্য স্থানে বামেদের সঙ্গে BJP-র গোপন আঁতাত হয়েছিল । তৃণমূল কোনও দিনই জোর করে CPI(M)-র কার্যালয় দখল করেনি । CPI(M) কর্মীরাই তৃণমূলে যোগ দিয়ে ওই কার্যালয়টিকে তৃণমূলের কার্যালয় করেছিল ।"

পুরুলিয়া, 26 মে : 2016 সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল দখল করেছিল CPI(M)-র কার্যালয় । সেই কার্যালয়টিই আজ BJP কর্মীদের সহায়তায় পুনরুদ্ধার করলেন CPI(M)-র নেতারা । ঘটনাটি পুরুলিয়ার উদয়পুর গ্রামের ।

কার্যালয়টি উদ্ধার করতে যান CPI(M)-র জেলা সম্পাদক দীননাথ লোধা, জেলা কমিটির সদস্য সুব্রত বন্দ্যোপাধ্যায়, সুশীল মাহাতসহ দলের অন্যান্য কর্মীরা । দীননাথবাবু বলেন, "2016 সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল আমাদের কর্মীদের উপর আক্রমণ করে । তারপর উদয়পুর গ্রামে অবস্থিত কার্যালয়টি দখল করে নিয়েছিল । আজ এলাকার মানুষের সহযোগিতায় পুনরুদ্ধার করা হয় দলীয় কার্যালয়টি ।" শুধু পুরুলিয়া নয়, গোপীবল্লভপুরসহ রাজ্য়ের বেশ কিছু জায়গায় BJP-র সাহায্য নিয়ে বামেদের কার্যালয় দখলমুক্ত করা হচ্ছে ।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক উমাপদ বাউরি বলেন, "এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পুরুলিয়াসহ অন্যান্য স্থানে বামেদের সঙ্গে BJP-র গোপন আঁতাত হয়েছিল । তৃণমূল কোনও দিনই জোর করে CPI(M)-র কার্যালয় দখল করেনি । CPI(M) কর্মীরাই তৃণমূলে যোগ দিয়ে ওই কার্যালয়টিকে তৃণমূলের কার্যালয় করেছিল ।"

Intro:পুরুলিয়াঃ বিজেপি জয়ী হওয়ায় সিপিএমের দলীয় কার্যালয় তৃণমূলের কাছ থেকে পুন:রুদ্ধার করল সিপিএম।ঘটনাটি পুরুলিয়ার পাড়া বিধানসভার উদয়পুর গ্রামের।২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের দখল নেওয়া দলীয় কার্যালয়টি রবিবার বিজেপির নেতাকর্মীদের সহায়তায় পুন:রুদ্ধার করল সিপিএম।এদিন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সিপিএমের সম্পাদক দীননাথ লোধা ,জেলা কমিটির সদস্য সুব্রত বন্দ্যোপাধ্যায়, সুশীল মাহাতো সহ দলের কর্মীরা।Body:সিপিএমের পুরুলিয়া জেলা সিপিএমের সম্পাদক দীননাথ লোধা বলেন, ২০১৬ সালে তৃণমূল আমার ও আমাদের দলের কর্মীদের উপর আক্রমণ করে জোর করে আমাদের উদয়পুর গ্রামে অবস্থিত দলীয় কার্যালয়টি দখল করে নিয়েছিল।এদিন এলাকার মানুষের সহযোগিতায় পুন:রুদ্ধার হল দলীয় কার্যালয়টি।পুরুলিয়ার পাড়াতেই কেবল নয়,রাজ্যে গোপীবল্লভপুর সহ বেশ কিছু জায়গায় বিজেপির সাহায্য নিয়ে বামেদের দলীয় কার্যালয় দখলমুক্ত করা হচ্ছে।Conclusion:এই ঘটনা নিয়ে পাড়া বিধানসভার তৃণমূল বিধানসভা উমাপদ বাউরি বলেন,এই ঘটনায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পুরুলিয়া সহ অন্যান্য স্হানে বামেদের সাথে বামেদের বিজেপির গোপন আঁতাত হয়েছিল।যা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় দাবি জানিয়ে আসছিলেন।এছাড়া উমাপদ বাবু এও বলেছেন, তৃণমূল কোন দিনই জোর করে সিপিএমের দলীয় কার্যালয় দখল করে নি।পাড়ার উদয়পুর গ্রামে অবস্থিত সিপিএমের কার্যালয় টির সিপিএমের কর্মীরাই তৃণমূলে যোগ দিয়ে ঐ কার্যালয়টিকেই তারা তৃণমূলের দলীয় কার্যালয় করেছিল।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.