ETV Bharat / state

কোরোনা-আতঙ্ক : আজ থেকে বন্ধ পুরুলিয়া বনবিভাগের বিভিন্ন পর্যটন স্থান

আজ থেকে বন্ধ হয়ে গেল পুরুলিয়ার সুরুলিয়া মিনি জ়ু এবং সুভাষ উদ্যান সহ একাধিক পর্যটনস্থান ৷

author img

By

Published : Mar 17, 2020, 4:04 PM IST

Updated : Mar 17, 2020, 4:44 PM IST

পুরুলিয়া
পুরুলিয়া

পুরুলিয়া, 17 মার্চ : কোরোনা সংক্রমণ ঠেকাতে উদ্যোগী বনবিভাগ ৷ আজ থেকে বন্ধ হয়ে গেল পুরুলিয়ার সুরুলিয়া মিনি জ়ু এবং সুভাষ উদ্যান সহ একাধিক পর্যটন স্থানে ৷ 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বন বিভাগের সমস্ত পর্যটন স্থানগুলি ৷

আজ বনবিভাগ হঠাৎ এই নোটিস দেওয়ায় বিপাকে পড়েছে বহু পর্যটক ৷ বাধ্য হয়ে ফিরে যাচ্ছে তারা ৷ পুরুলিয়ার ঝালদা থেকে আসা কলেজ পড়ুয়া পাপ্পু কুইরি বলে, "মিনি জ়ু বন্ধের ব্যাপারে কিছু জানতাম না ৷ বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে এখানে এসে দেখি মূল গেটে বনবিভাগের তরফে নোটিস লাগানো হয়েছে ৷"

বন্ধ সুরুলিয়ার মিনি জ়ু

দুবকিডি গ্রামের বাসিন্দা সংগীতা মাহাত বলেন, "গ্রামের মহিলাদের সঙ্গে আজ উদ্যান বেড়াতে এসেছিলাম ৷ দেখি বন্ধ ৷ তাই ফিরে যেতে হচ্ছে ৷" এই বিষয়ে কংসাবতী উত্তর বিভাগের বনাধিকারিক অমৃতা দত্ত জানান, রাজ্যজুড়ে কোরোনার সতর্কতা জারি করা হয়েছে ৷ তাই পুরুলিয়ার বনবিভাগের সমস্ত পর্যটন কেন্দ্রগুলি আজ থেকে 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ 31 মার্চের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আবার খোলা হবে পর্যটন স্থানগুলি ৷

পুরুলিয়া, 17 মার্চ : কোরোনা সংক্রমণ ঠেকাতে উদ্যোগী বনবিভাগ ৷ আজ থেকে বন্ধ হয়ে গেল পুরুলিয়ার সুরুলিয়া মিনি জ়ু এবং সুভাষ উদ্যান সহ একাধিক পর্যটন স্থানে ৷ 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বন বিভাগের সমস্ত পর্যটন স্থানগুলি ৷

আজ বনবিভাগ হঠাৎ এই নোটিস দেওয়ায় বিপাকে পড়েছে বহু পর্যটক ৷ বাধ্য হয়ে ফিরে যাচ্ছে তারা ৷ পুরুলিয়ার ঝালদা থেকে আসা কলেজ পড়ুয়া পাপ্পু কুইরি বলে, "মিনি জ়ু বন্ধের ব্যাপারে কিছু জানতাম না ৷ বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে এখানে এসে দেখি মূল গেটে বনবিভাগের তরফে নোটিস লাগানো হয়েছে ৷"

বন্ধ সুরুলিয়ার মিনি জ়ু

দুবকিডি গ্রামের বাসিন্দা সংগীতা মাহাত বলেন, "গ্রামের মহিলাদের সঙ্গে আজ উদ্যান বেড়াতে এসেছিলাম ৷ দেখি বন্ধ ৷ তাই ফিরে যেতে হচ্ছে ৷" এই বিষয়ে কংসাবতী উত্তর বিভাগের বনাধিকারিক অমৃতা দত্ত জানান, রাজ্যজুড়ে কোরোনার সতর্কতা জারি করা হয়েছে ৷ তাই পুরুলিয়ার বনবিভাগের সমস্ত পর্যটন কেন্দ্রগুলি আজ থেকে 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ 31 মার্চের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আবার খোলা হবে পর্যটন স্থানগুলি ৷

Last Updated : Mar 17, 2020, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.