ETV Bharat / state

বাড়ছে পরিযায়ী সংক্রমণ, এবার কোরোনা পরীক্ষা শুরু পুরুলিয়াতেও

author img

By

Published : Jun 4, 2020, 12:08 PM IST

দশ দিনে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে । টেস্ট হচ্ছে প্রচুর । যাতে চাপ বাড়ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ ও দুর্গাপুরের কোরোনা হাসপাতালের উপর । তারপরই পুরুলিয়ায় কোরোনা পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত হয় ।

ছবি
ছবি

পুরুলিয়া, 4 জুন : এবার থেকে COVID 19- এর নমুনা পরীক্ষা শুরু হল পুরুলিয়ার হাতুয়াড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে । ইতিমধ্যেই হাসপাতালে জেলার 4 জন ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষা হয়েছে । যার মধ্যে সবক'টি রিপোর্ট নেগেটিভ এসেছে । এর আগে পুরুলিয়া জেলার লালারসের নমুনা পরীক্ষা করা হত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে । এবং কিছুটা দুর্গাপুরের COVID 19 হাসপাতালে ।

পুরুলিয়া জেলার মোট 19 জন ব্যক্তি কোরোনা আক্রান্ত । আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন 19 জন । পুরুলিয়ার জেলার বিভিন্ন ব্লকে কোয়ারানটিন সেন্টারগুলির জন্য 3400 টি বেড প্রস্তুত রয়েছে । যার মধ্যে পর্যবেক্ষণে রয়েছেন 5889 জন ব্যক্তি এবং 21828 ব্যক্তি হোম কোয়ারানটিনে রয়েছেন । 8864 ব্যক্তির লালরসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । যার মধ্যে 6423 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি ।

পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতে শুরু করায় গত 10 দিনে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে । টেস্ট হচ্ছে প্রচুর । যাতে চাপ পড়ছিল মেদিনীপুর মেডিকেল কলেজের উপর । তারপরই পুরুলিয়ায় কোরোনা পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত হয় । সংক্রমণ রুখতে পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও কোরোনা মোকাবিলায় নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ । কোরোনা সংক্রমিত এলাকাগুলিকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকেও । বিশেষ কাজে বাইরে বেরোলে মাস্ক পরে বা নাক-মুখ ঢেকে রাস্তায় বেরনো এবং সামাজিক দূরুত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে ।

পুরুলিয়া, 4 জুন : এবার থেকে COVID 19- এর নমুনা পরীক্ষা শুরু হল পুরুলিয়ার হাতুয়াড়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে । ইতিমধ্যেই হাসপাতালে জেলার 4 জন ব্যক্তির লালারসের নমুনা পরীক্ষা হয়েছে । যার মধ্যে সবক'টি রিপোর্ট নেগেটিভ এসেছে । এর আগে পুরুলিয়া জেলার লালারসের নমুনা পরীক্ষা করা হত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে । এবং কিছুটা দুর্গাপুরের COVID 19 হাসপাতালে ।

পুরুলিয়া জেলার মোট 19 জন ব্যক্তি কোরোনা আক্রান্ত । আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন 19 জন । পুরুলিয়ার জেলার বিভিন্ন ব্লকে কোয়ারানটিন সেন্টারগুলির জন্য 3400 টি বেড প্রস্তুত রয়েছে । যার মধ্যে পর্যবেক্ষণে রয়েছেন 5889 জন ব্যক্তি এবং 21828 ব্যক্তি হোম কোয়ারানটিনে রয়েছেন । 8864 ব্যক্তির লালরসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । যার মধ্যে 6423 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে । বাকিদের রিপোর্ট এখনও জেলা প্রশাসনের কাছে পৌঁছায়নি ।

পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতে শুরু করায় গত 10 দিনে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে । টেস্ট হচ্ছে প্রচুর । যাতে চাপ পড়ছিল মেদিনীপুর মেডিকেল কলেজের উপর । তারপরই পুরুলিয়ায় কোরোনা পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত হয় । সংক্রমণ রুখতে পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও কোরোনা মোকাবিলায় নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ । কোরোনা সংক্রমিত এলাকাগুলিকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকেও । বিশেষ কাজে বাইরে বেরোলে মাস্ক পরে বা নাক-মুখ ঢেকে রাস্তায় বেরনো এবং সামাজিক দূরুত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.