ETV Bharat / state

Nepal Mahato: নেপাল মাহাতোর নেতৃত্বে পঞ্চায়েতের ঘুঁটি সাজাতে চায় প্রদেশ কংগ্রেস - প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী

কয়েক মাসের মধ্যেই বাংলায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) হবে ৷ তার আগে সংগঠন মজবুত করতে তোড়জোড় শুরু করেছে কংগ্রেস (Congress) ৷ প্রদেশ কংগ্রেসের তরফে তৈরি করা হয়েছে একটি কমিটি ৷ যে কমিটির মাথায় থাকছেন নেপাল মাহাতো (Nepal Mahato) ৷

congress-formed-committee-for-panchayat-elections-preparation-headed-by-nepal-mahato
নেপাল মাহাতো
author img

By

Published : Dec 17, 2022, 12:54 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর: পুরুলিয়া জেলা কংগ্রেস (Congress) সভাপতি নেপাল মাহাতোর (Nepal Mahato) নেতৃত্বে পঞ্চায়েতের ঘুঁটি সাজাতে চায় প্রদেশ কংগ্রেস । তাঁর তত্ত্বাবধানেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) যাবতীয় কাজ সম্পন্ন করতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhry) । নেপাল মাহাতোকে চেয়ারম্যান করে 10 সদস্যের নির্বাচনী কমিটি গঠন করেছেন তিনি ।

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে প্রচার, মিটিং, মিছিলের আয়োজন করা হবে বলেই প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবন সূত্রে খবর পাওয়া গিয়েছে । ওই সূত্র আরও জানাচ্ছে যে এই বিশেষ কমিটির বিষয়ে জেলা সভাপতিদের চিঠি দিয়ে জানিয়েও দিয়েছেন অধীররঞ্জন চৌধুরী । চিঠিতে তিনি জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশন যেকোনও দিন ভোট ঘোষণা করতে পারে । তার জন্য সার্বিকভাবে প্রস্তুতি শুরু করে দিতে হবে । সূত্রের দাবি, 28 তারিখ প্রদেশ কংগ্রেসের ভারত জড়ো যাত্রার আগে এই কমিটি গঠন করাটাও গুরুত্বপূর্ণ । কারণ, ভারত জড়ো যাত্রার মাধ্যমে বাড়তি জনসংযোগ হয়ে যাবে ।

congress-formed-committee-for-panchayat-elections-preparation-headed-by-nepal-mahato
কংগ্রেসের নোটিস

কিন্তু চেয়ারম্যান পদে হঠাৎ কেন নেপাল মাহাতোকে বেছে নিলেন অধীর চৌধুরী ?

এই প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির এক সদস্যর বক্তব্য, "ঝালদা পৌরসভার (Jhalda Municipality) নির্বাচন ও পরবর্তী ঘটনায় নেপালদা দক্ষতার পরিচয় দিয়েছেন । গোটা ঘটনায় রাজ্য জুড়ে কংগ্রেসের বিষয়ে সাধারণ মানুষের কাছে বিশেষ বার্তা পৌঁছেছে । হয়তো সেই কারণেই নেপালদাকে চেয়ারম্যান করা হয়েছে ।"

চেয়ারম্যান নেপাল মাহাতোর নেতৃত্বে আর কারা থাকছেন ওই বিশেষ কমিটিতে ? কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, শঙ্কর মালাকার, মোহিত সেনগুপ্ত, মুস্তাক আলম, ঈশা খান চৌধুরী, সফিউল আলম খান (বনু), কৃষ্ণা দেবনাথ, আব্দুস সাত্তার, প্রদেশ কংগ্রেসের সম্পাদক নিলয় প্রামাণিককে রাখা হয়েছে ওই কমিটিতে ।

আরও পড়ুন: বছরের শুরুতেই রাজ্যে প্রিয়াঙ্কা গান্ধি ! হাঁটবেন ভারত জোড়ো যাত্রায়

কলকাতা, 17 ডিসেম্বর: পুরুলিয়া জেলা কংগ্রেস (Congress) সভাপতি নেপাল মাহাতোর (Nepal Mahato) নেতৃত্বে পঞ্চায়েতের ঘুঁটি সাজাতে চায় প্রদেশ কংগ্রেস । তাঁর তত্ত্বাবধানেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) যাবতীয় কাজ সম্পন্ন করতে চান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhry) । নেপাল মাহাতোকে চেয়ারম্যান করে 10 সদস্যের নির্বাচনী কমিটি গঠন করেছেন তিনি ।

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে প্রচার, মিটিং, মিছিলের আয়োজন করা হবে বলেই প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবন সূত্রে খবর পাওয়া গিয়েছে । ওই সূত্র আরও জানাচ্ছে যে এই বিশেষ কমিটির বিষয়ে জেলা সভাপতিদের চিঠি দিয়ে জানিয়েও দিয়েছেন অধীররঞ্জন চৌধুরী । চিঠিতে তিনি জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশন যেকোনও দিন ভোট ঘোষণা করতে পারে । তার জন্য সার্বিকভাবে প্রস্তুতি শুরু করে দিতে হবে । সূত্রের দাবি, 28 তারিখ প্রদেশ কংগ্রেসের ভারত জড়ো যাত্রার আগে এই কমিটি গঠন করাটাও গুরুত্বপূর্ণ । কারণ, ভারত জড়ো যাত্রার মাধ্যমে বাড়তি জনসংযোগ হয়ে যাবে ।

congress-formed-committee-for-panchayat-elections-preparation-headed-by-nepal-mahato
কংগ্রেসের নোটিস

কিন্তু চেয়ারম্যান পদে হঠাৎ কেন নেপাল মাহাতোকে বেছে নিলেন অধীর চৌধুরী ?

এই প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির এক সদস্যর বক্তব্য, "ঝালদা পৌরসভার (Jhalda Municipality) নির্বাচন ও পরবর্তী ঘটনায় নেপালদা দক্ষতার পরিচয় দিয়েছেন । গোটা ঘটনায় রাজ্য জুড়ে কংগ্রেসের বিষয়ে সাধারণ মানুষের কাছে বিশেষ বার্তা পৌঁছেছে । হয়তো সেই কারণেই নেপালদাকে চেয়ারম্যান করা হয়েছে ।"

চেয়ারম্যান নেপাল মাহাতোর নেতৃত্বে আর কারা থাকছেন ওই বিশেষ কমিটিতে ? কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, শঙ্কর মালাকার, মোহিত সেনগুপ্ত, মুস্তাক আলম, ঈশা খান চৌধুরী, সফিউল আলম খান (বনু), কৃষ্ণা দেবনাথ, আব্দুস সাত্তার, প্রদেশ কংগ্রেসের সম্পাদক নিলয় প্রামাণিককে রাখা হয়েছে ওই কমিটিতে ।

আরও পড়ুন: বছরের শুরুতেই রাজ্যে প্রিয়াঙ্কা গান্ধি ! হাঁটবেন ভারত জোড়ো যাত্রায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.