ETV Bharat / state

Political Murder in Purulia : ঝালদায় কাউন্সিলরকে খুনের প্রতিবাদে বনধের ডাক - Congress calls for 12 hour strike in protest of councillor murder in Purulia

রবিবার ঝালদায় খুন হয়েছেন সদ্য নির্বাচিত কংগ্রেস কাউল্সিলর তপন কান্দু ৷ এর প্রতিবাদে আগামিকাল বনধের ডাক দিয়েছে জেলা কংগ্রেস (Congress calls for strike in Purulia) ৷ তবে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোথাও আটকানো হবে না বলে জানানো হয়েছে ৷

Congress councillor murdered in Purulia
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন
author img

By

Published : Mar 14, 2022, 8:19 AM IST

পুরুলিয়া, 14 মার্চ : গুলি করে খুন করা হয় পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে । সেই ঘটনার প্রতিবাদে 12 ঘণ্টার বনধের ডাক দিল পুরুলিয়া জেলা কংগ্রেস নেতৃত্ব (Congress calls for strike in Purulia) । তবে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলছে ৷ তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের বনধের আওতার বাইরে রাখা হচ্ছে ৷

রবিবার বিকাল সাড়ে চারটে নাগাদ ঝালদা শহরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তপন কান্দুর উপর গুলি চলে ৷ রাস্তায় পায়চারি করার সময় দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে তাঁকে ৷ মাটিতে লুটিয়ে পড়েন তপন । তাঁকে প্রথমে ঝালদা 1 প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাঁচিতে ৷ তবে শেষরক্ষা হয়নি । পুলিশ সুপার এস. সেলভামুরুগন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

প্রতিবাদ স্বরূপ বনধের ডাক দিয়েছে কংগ্রেস ৷ জেলা কংগ্রেসের তরফে সৌম্য আইচ রায় জানান, ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর প্রকাশ্য দিবালোকে নির্মম হত্যার প্রতিবাদে আজ দুপুর তিনটেয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ঝালদায় উপস্থিত থাকবেন ৷ সঙ্গে থাকবেন পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি, প্রাক্তন বিধায়ক শ্রী নেপাল মাহাতো এবং অন্যান্যরা ৷

এই ঘটনায় জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । ঝালদা পৌরসভায় এখন কংগ্রেস-তৃণমূল উভয়েরই পাঁচটি করে আসন রয়েছে ৷ দু'টি আসনে জয়ী হন নির্দল প্রার্থীরা ৷ একজন নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দিলেও পৌরবোর্ড গড়া নিয়ে জটিলতা ছিলই । তারপরই এই ঘটনায় রাজনৈতিক যোগ থাকতে পারে বলে মনে করছেন অনেকেই ।

আরও পড়ুন : TMC councillor shot dead : পানিহাটির নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন

পুরুলিয়া, 14 মার্চ : গুলি করে খুন করা হয় পুরুলিয়ার ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে । সেই ঘটনার প্রতিবাদে 12 ঘণ্টার বনধের ডাক দিল পুরুলিয়া জেলা কংগ্রেস নেতৃত্ব (Congress calls for strike in Purulia) । তবে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলছে ৷ তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের বনধের আওতার বাইরে রাখা হচ্ছে ৷

রবিবার বিকাল সাড়ে চারটে নাগাদ ঝালদা শহরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে তপন কান্দুর উপর গুলি চলে ৷ রাস্তায় পায়চারি করার সময় দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে তাঁকে ৷ মাটিতে লুটিয়ে পড়েন তপন । তাঁকে প্রথমে ঝালদা 1 প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাঁচিতে ৷ তবে শেষরক্ষা হয়নি । পুলিশ সুপার এস. সেলভামুরুগন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

প্রতিবাদ স্বরূপ বনধের ডাক দিয়েছে কংগ্রেস ৷ জেলা কংগ্রেসের তরফে সৌম্য আইচ রায় জানান, ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর প্রকাশ্য দিবালোকে নির্মম হত্যার প্রতিবাদে আজ দুপুর তিনটেয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ঝালদায় উপস্থিত থাকবেন ৷ সঙ্গে থাকবেন পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি, প্রাক্তন বিধায়ক শ্রী নেপাল মাহাতো এবং অন্যান্যরা ৷

এই ঘটনায় জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । ঝালদা পৌরসভায় এখন কংগ্রেস-তৃণমূল উভয়েরই পাঁচটি করে আসন রয়েছে ৷ দু'টি আসনে জয়ী হন নির্দল প্রার্থীরা ৷ একজন নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দিলেও পৌরবোর্ড গড়া নিয়ে জটিলতা ছিলই । তারপরই এই ঘটনায় রাজনৈতিক যোগ থাকতে পারে বলে মনে করছেন অনেকেই ।

আরও পড়ুন : TMC councillor shot dead : পানিহাটির নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.