পুরুলিয়া, 25 অগাস্ট : পুরুলিয়া বাসস্ট্যান্ডের অবস্থা বেহাল । অল্প বৃষ্টিতেই পুরুলিয়া বাসস্ট্যান্ড যেন হয়ে ওঠে চাষযোগ্য জমি। আজও পর্যন্ত পুরুলিয়া বাসস্ট্যান্ড চত্বরের পুরোপুরি সংস্কারের কাজ হয়নি । ফলে চারিদিকে নর্দমায় ভরতি । খানাখন্দে জল দাঁড়িয়ে বেহাল অবস্থা হয়ে রয়েছে গোটা বাসস্ট্যান্ড চত্বর । কাদায় পরিপূর্ণ । অভিযোগ, যখনই বর্ষার সময় আসলেই তখনই পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে ওই খানাখন্দ গুলিতে মাটি ফেলা হয়। ফলে সামান্য বৃষ্টিতেই সেই মাটিতে জল পেয়ে একেবারে কর্দমাক্ত অবস্থা হয়ে দাঁড়ায় । ফলে একদিকে যেমন বাস প্রবেশ এবং বেরোনোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় বাস চালকদের, তেমনই অন্যদিকে যাত্রীদের বাসস্ট্যান্ড চত্বরে চলাফেরা করতেও ভীষণ সমস্যায় পড়তে হয় ।
পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থার মধ্যে প্রধান হচ্ছে বাস যোগাযোগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের সাথে পুরুলিয়ার সরাসরি বাস যোগাযোগ রয়েছে । ফলে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডে প্রায় 250 গাড়ি যাতায়াত করে প্রতিদিন। বাস চালকদের দাবি, প্রত্যেকটি বাসের কাছে দৈনিক 15 টাকা করে ট্যাক্স নেয় পুরুলিয়া পৌরসভা। কিন্তু আজও পর্যন্ত পুরুলিয়া বাসস্ট্যান্ডের হাল ফেরেনি । বর্ষার সময় বাসস্ট্যান্ড চত্বরে বাস ঢোকার ক্ষেত্রে এবং বেরোনোর ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ। যদিও আগামী বছরে বর্ষা নামার আগে পুরুলিয়া বাসস্ট্যান্ডকে সংস্কার করার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া পৌরসভার বর্তমান প্রশাসক ।
পুরুলিয়া বাসস্ট্যান্ডের অবস্থা বেহাল, সমস্যা সমাধানের আশ্বাস পৌরসভার - purulia bus stand is dilapidated
বেহাল অবস্থা পুরুলিয়ার বাসস্ট্যাণ্ডের ৷ বর্ষার সময় আসলেই তখনই পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে ওই খানাখন্দ গুলিতে মাটি ফেলা হয় বলে স্থানীয় বাসিন্দা থেকে বাসকর্মীদের অভিযোগ ৷ এই সমস্য়া সমাধানের আশ্বাস দিলেন পৌরসভার প্রশাসক শামিম দাদ খান ৷
পুরুলিয়া, 25 অগাস্ট : পুরুলিয়া বাসস্ট্যান্ডের অবস্থা বেহাল । অল্প বৃষ্টিতেই পুরুলিয়া বাসস্ট্যান্ড যেন হয়ে ওঠে চাষযোগ্য জমি। আজও পর্যন্ত পুরুলিয়া বাসস্ট্যান্ড চত্বরের পুরোপুরি সংস্কারের কাজ হয়নি । ফলে চারিদিকে নর্দমায় ভরতি । খানাখন্দে জল দাঁড়িয়ে বেহাল অবস্থা হয়ে রয়েছে গোটা বাসস্ট্যান্ড চত্বর । কাদায় পরিপূর্ণ । অভিযোগ, যখনই বর্ষার সময় আসলেই তখনই পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে ওই খানাখন্দ গুলিতে মাটি ফেলা হয়। ফলে সামান্য বৃষ্টিতেই সেই মাটিতে জল পেয়ে একেবারে কর্দমাক্ত অবস্থা হয়ে দাঁড়ায় । ফলে একদিকে যেমন বাস প্রবেশ এবং বেরোনোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় বাস চালকদের, তেমনই অন্যদিকে যাত্রীদের বাসস্ট্যান্ড চত্বরে চলাফেরা করতেও ভীষণ সমস্যায় পড়তে হয় ।
পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা পুরুলিয়ার যোগাযোগ ব্যবস্থার মধ্যে প্রধান হচ্ছে বাস যোগাযোগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যের সাথে পুরুলিয়ার সরাসরি বাস যোগাযোগ রয়েছে । ফলে পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডে প্রায় 250 গাড়ি যাতায়াত করে প্রতিদিন। বাস চালকদের দাবি, প্রত্যেকটি বাসের কাছে দৈনিক 15 টাকা করে ট্যাক্স নেয় পুরুলিয়া পৌরসভা। কিন্তু আজও পর্যন্ত পুরুলিয়া বাসস্ট্যান্ডের হাল ফেরেনি । বর্ষার সময় বাসস্ট্যান্ড চত্বরে বাস ঢোকার ক্ষেত্রে এবং বেরোনোর ক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ। যদিও আগামী বছরে বর্ষা নামার আগে পুরুলিয়া বাসস্ট্যান্ডকে সংস্কার করার আশ্বাস দিয়েছেন পুরুলিয়া পৌরসভার বর্তমান প্রশাসক ।