ETV Bharat / state

ডাক বিভাগে মোদির পোস্টার ! - election

নরেন্দ্র মোদির প্রচার মূলক পোস্টার ডাকঘরে ঝুলতে থাকায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সরব হয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

নরেন্দ্র মোদির প্রচার মূলক পোস্টার
author img

By

Published : Mar 23, 2019, 7:44 PM IST

Updated : Mar 23, 2019, 8:02 PM IST

পুরুলিয়া, 23 মার্চ : নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল জেলা মুখ্য ডাক বিভাগের বিরুদ্ধে। নরেন্দ্র মোদির প্রচার মূলক পোস্টার ডাকঘরে ঝুলতে থাকায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সরব হয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানায় জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এর জেরে বিতর্কের মুখে পড়েছে পুরুলিয়া জেলা ডাক বিভাগ। অন্যদিকে, জেলা মুখ্য ডাক বিভাগের সুপার গৌতম ঘোষ শীঘ্রই পোস্টার নামিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি তথা জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়ের অভিযোগ, জেলা ডাক বিভাগের বিল্ডিংয়ে এখনও সরকারি বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি লাগানো ব্যানার রয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। সম্পূর্ণভাবে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা নির্বাচন আধিকারিকদের কাছে ডাক বিভাগের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে।"

অন্যদিকে, বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও বিষয়টির দিকে নজর দিয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য ডাক বিভাগের সুপার গৌতম ঘোষ।

পুরুলিয়া, 23 মার্চ : নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠল জেলা মুখ্য ডাক বিভাগের বিরুদ্ধে। নরেন্দ্র মোদির প্রচার মূলক পোস্টার ডাকঘরে ঝুলতে থাকায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সরব হয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানায় জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এর জেরে বিতর্কের মুখে পড়েছে পুরুলিয়া জেলা ডাক বিভাগ। অন্যদিকে, জেলা মুখ্য ডাক বিভাগের সুপার গৌতম ঘোষ শীঘ্রই পোস্টার নামিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি তথা জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়ের অভিযোগ, জেলা ডাক বিভাগের বিল্ডিংয়ে এখনও সরকারি বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি লাগানো ব্যানার রয়েছে। যা সম্পূর্ণ বেআইনি। সম্পূর্ণভাবে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা নির্বাচন আধিকারিকদের কাছে ডাক বিভাগের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে।"

অন্যদিকে, বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও বিষয়টির দিকে নজর দিয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য ডাক বিভাগের সুপার গৌতম ঘোষ।

Intro:পুরুলিয়া : হাতির হানা থেকে বাঁচতে বিদ্যুৎ সংযোগ তারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকা l তবুও হাতির হানার আতঙ্ক থেকেই গিয়েছে গ্রামবাসীদের মনে l ঝাড়খন্ড লাগোয়া জঙ্গলঘেঁষা ঝালদা ব্লকের 9 কিমি পর্যন্ত রয়েছে এই তারের বেড়া l ফলে কমেছে হাতির তান্ডব l তবে অন্যান্য প্রবেশ পথ দিয়ে হাতির প্রবেশ করার আতঙ্ক ঘিরে ধরেছে গ্রামবাসীদের l মাঝেমধ্যেই অন্যান্য প্রবেশ পথ থেকে হাতির দল এসে ক্ষয়ক্ষতি করছে ফসলের l তাই আরও 9 কিমি হাতির প্রবেশ পথের রাস্তা শীঘ্রই ঘিরে ফেলা হবে বলে আশা প্রকাশ বন দপ্তরের রেঞ্জারের l এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঝালদাবাসী lBody:প্রসঙ্গত পুরুলিয়া জেলার ঝাড়খন্ড লাগোয়া প্রান্তিক ঝালদা ব্লকের জঙ্গলঘেঁষা বেশ কয়েকটি গ্রামে অন্ধকার ঘনিয়ে এলেই হাতির আতঙ্ক ঘিরে ধরে গ্রামবাসীদের l মাঝেমধ্যেই হাতিদের দল গ্রামে ঢুকে তান্ডব চালাতে শুরু করে l ভেঙে গুড়িয়ে দেয় ঘরবাড়ি, নষ্ট করে দেয় বিঘার পর বিঘা ধানিজমি, মাড়িয়ে সবজির ফসল l বিশেষ করে ঝালদা-1 নম্বর ব্লকের রাজাহেঁসলা, কনকপুর, ডুরগু সহ বাঘমুন্ডির ব্লকের কালিমাটি, মুকরুব, পেরেতোরাং গ্রামগুলিতে হাতির হানায় বিশেষ ভাবে প্রভাবিত l তবে বর্তমানে বন দপ্তরের উদ্যোগে সেই হাতির তান্ডব অনেকটা কমে গিয়েছে l ঝালদা রেঞ্জ অন্তর্গত জঙ্গল লাগোয়া 9 কিলোমিটার স্থান তারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে l অন্ধকার ঘনিয়ে এলেই সেই তারে সামান্য বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হলে হাতির দল ভয়ে আর এই এলাকায় প্রবেশ করে না l তবে এখনও পর্যন্ত গোটা এলাকায় সেই তারের বেড়া দেওয়া না হওয়ায় হাতির আতঙ্ক থেকেই গিয়েছে বাসিন্দাদের মনে l

রাজাহেঁসলা গ্রামের বাসিন্দা দীপেন্দু ব্যানার্জী, বিশ্বনাথ কুইরিরা জানান, "আগে গোটা ঝালদা ব্লক এলাকায় ব্যাপক পরিমানে হাতির দল চালাত l ক্ষয়ক্ষতিও প্রচুর ঘটত l অন্ধকার ঘনিয়ে এলে কেউ বাড়ির বাইরে বেরোতে পারত না l ছোট ছেলেমেয়েদের বাইরে বেরোতে দিতে ভয় পেতাম l কিন্তু বর্তমানে ঝালদা রেঞ্জের উদ্যোগে এলাকার 9 কিমি জঙ্গলঘেঁষা হাতিদের প্রবেশ পথ তারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে l যার ফলে বর্তমানে হাতির হানা ব্যাপক হরে কমে গিয়েছে l তবুও অন্যান্য হাতির প্রবেশ পথ এখনও খোলামেলাই রয়েছে l সেই সমস্ত স্থানগুলি থেকে মাঝে মধ্যে হাতির দল প্রবেশ করে তান্ডব চালিয়ে যায় l তাই হাতির আতঙ্ক মানুষের মন থেকে এখনও যায়নি l অন্যদিকে সেই তারে যাতে হাতির কোনো ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখা প্রয়োজন বন দপ্তরের l"
Conclusion:ঝালদা 1নম্বর ব্লকের বাসিন্দা আগনু কুইরি, মোটুকা কুইরিরা জানান, "আগের তুলনায় বর্তমানে হাতির হানায় ক্ষয়ক্ষতির হার অনেক কমেছে l যেহেতু গোটা এলাকাটিই জঙ্গলঘেঁষা তাই কেবলমাত্র 9 কিমি তারের বেড়া যথেষ্ট নয় l ঝাড়খন্ড ঘেঁষা হাতির আগমনের প্রতিটি প্রবেশ পথে এভাবে তারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হলে হয়তো হাতিরা আর প্রবেশ করতে পারবে না l তাই একটা আতঙ্ক থেকেই গিয়েছে l"

এ বিষয়ে ঝালদা বনদপ্তর আধিকারিক অমিয় বিকাশ পাল জানান, "বর্তমানে এই এলাকায় হাতির হানা নেই বললেই চলে l হাতির প্রবেশ পথের 9 কিমি স্থান তারের বেড়া দিয়ে ঘিরে, সেই তারে সামান্য পরিমানে বিদ্যুৎ সংযোগ করা হয়েছে l তাই ভয়ে হাতির দল আর এই এলাকায় প্রবেশ করতে পারে না l তাই ক্ষয়ক্ষতিও কমে গিয়েছে l তবুও আমরা সর্বদা সতর্ক রয়েছি l" তিনি জানান, আগামীদিনে এই এলাকার আরও 9 কিলোমিটার জঙ্গলঘেঁষা হাতির প্রবেশ পথ ঠিক একই ভাবে ঘিরে ফেলা হবে l তাহলে গোটা ঝালদা ব্লক এলাকা একেবারেই সুরক্ষিত থাকবে l" তবে অন্যদিকে সেই তারে ফেঁসে গিয়ে হাতির ছোট ছোট বাচ্চাদের জখম হওয়ার আশঙ্কা থেকেই গিয়েছে l
Last Updated : Mar 23, 2019, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.