ETV Bharat / state

Vulgar remarks on Mamata's Photo : মুখ্যমন্ত্রীর ফটোয় কুরুচিকর মন্তব্য, অভিযোগ দায়ের সাইবার ক্রাইম থানায় - complaint lodged in cyber crime about vulgar remarks on mamata banerjee picture

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটোয় কুরুচিকর মন্তব্য ৷ দক্ষিণ মণ্ডল যুব মোর্চার সভাপতি সুশান্ত বাউরি এবং সুরজ সীতারাম বাসোটিয়ার বিরুদ্ধে সাইবার ক্রাইমের দ্বারস্থ হলেন শাসকদলের কর্মীরা (Vulgar remarks on Mamata Banerjee photo) ৷

Vulgar remarks on Mamata Banerjee photo News
মুখ্যমন্ত্রীর ফটোয় কুরুচিকর মন্তব্য
author img

By

Published : May 11, 2022, 2:01 PM IST

পুরুলিয়া, 11 মে : অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটোয় কুরুচিকর মন্তব্য করেছিলেন ৷ যার জেরে দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া কমিটির সদস্যরা (Vulgar remarks on Mamata Banerjee photo) ।

সাইবার ক্রাইমের দ্বারস্থ হলেন শাসকদলের কর্মীরা

পুরুলিয়া শহর দক্ষিণ মণ্ডল যুব মোর্চার সভাপতি সুশান্ত বাউরি এবং সুরজ সীতারাম বাসোটিয়ার বিরুদ্ধে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন শাসকদলের কর্মীরা ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার রাজনৈতিক মহলে ।

Vulgar remarks on Mamata Banerjee photo News
অভিযোগপত্র

আরও পড়ুন : আনিশের পরিবারকে হুমকি ফোন, ঘটনায় সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে সিট

যদিও বিষয়টিকে পাত্তা দিতে নারাজ অভিযুক্ত বিজেপি সমর্থক সুরজ সীতারাম বাসোটিয়া । তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি । আর প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট খুঁজলেও এরকম ভুরি ভুরি অভিযোগ উঠবে ।

পুরুলিয়া, 11 মে : অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফটোয় কুরুচিকর মন্তব্য করেছিলেন ৷ যার জেরে দুই বিজেপি কর্মীর বিরুদ্ধে পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া কমিটির সদস্যরা (Vulgar remarks on Mamata Banerjee photo) ।

সাইবার ক্রাইমের দ্বারস্থ হলেন শাসকদলের কর্মীরা

পুরুলিয়া শহর দক্ষিণ মণ্ডল যুব মোর্চার সভাপতি সুশান্ত বাউরি এবং সুরজ সীতারাম বাসোটিয়ার বিরুদ্ধে সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন শাসকদলের কর্মীরা ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার রাজনৈতিক মহলে ।

Vulgar remarks on Mamata Banerjee photo News
অভিযোগপত্র

আরও পড়ুন : আনিশের পরিবারকে হুমকি ফোন, ঘটনায় সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে সিট

যদিও বিষয়টিকে পাত্তা দিতে নারাজ অভিযুক্ত বিজেপি সমর্থক সুরজ সীতারাম বাসোটিয়া । তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি কিছু বলেননি । আর প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট খুঁজলেও এরকম ভুরি ভুরি অভিযোগ উঠবে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.