ETV Bharat / state

বাঘমুন্ডিতে জমি নিয়ে পারিবারিক বিবাদ, জখম 2 মহিলা-সহ 8

author img

By

Published : Sep 4, 2020, 5:49 PM IST

জমি নিয়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ৷ জখম উভয়পক্ষের 8 ৷ আশঙ্কাজনক 4 ৷

clash between two families
clash between two families

বাঘমুন্ডি, 4 সেপ্টেম্বর : জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ৷ জখম 2 মহিলাসহ 8 জন ৷ তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ৷ পুরুলিয়ার বাঘমুন্ডি থানার কাড়রু গ্রামের ঘটনা ৷

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা শুরু হয় ৷ পরে মারধর ৷ ধারালো অস্ত্র দিয়ে উভয়পক্ষই একে অপরের উপর চড়াও হয় ৷ জখমদের মধ্যে একজন দর্ণ কুমার বলেন, "কাকার ছেলেদের সঙ্গে জমি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ৷ দুই তরফের মোট আটজন জখম হয়েছে ৷ ওরা আগে মারধর শুরু করে ৷ "

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ ৷ পরিস্থিতি সামাল দেয় ৷ জখমদের উদ্ধার করে প্রথমে স্থানীয় পাথরডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর পাঠায় পুলিশ ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, জখমদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বাঘমুন্ডি, 4 সেপ্টেম্বর : জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ৷ জখম 2 মহিলাসহ 8 জন ৷ তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ৷ পুরুলিয়ার বাঘমুন্ডি থানার কাড়রু গ্রামের ঘটনা ৷

জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে বচসা শুরু হয় ৷ পরে মারধর ৷ ধারালো অস্ত্র দিয়ে উভয়পক্ষই একে অপরের উপর চড়াও হয় ৷ জখমদের মধ্যে একজন দর্ণ কুমার বলেন, "কাকার ছেলেদের সঙ্গে জমি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ৷ দুই তরফের মোট আটজন জখম হয়েছে ৷ ওরা আগে মারধর শুরু করে ৷ "

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বাঘমুন্ডি থানার পুলিশ ৷ পরিস্থিতি সামাল দেয় ৷ জখমদের উদ্ধার করে প্রথমে স্থানীয় পাথরডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর পাঠায় পুলিশ ৷ পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, জখমদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.