ETV Bharat / state

সিভিক ভলান্টিয়ারকে খুনে গ্রেপ্তার প্রতিবেশী কিশোর - পুরুলিয়া পুলিশ

সিভিক ভলান্টিয়ারের স্ত্রী মাধুরী মাহাত খুনির শাস্তি দাবি করেন । ঝালদা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

jhalda police
jhalda police
author img

By

Published : Oct 4, 2020, 10:38 PM IST

পুরুলিয়া, 4 অক্টোবর : প্রকাশ্য হাটে সিভিক ভলান্টিয়ারকে খুনের ঘটনায় প্রতিবেশী কিশোর গ্রেপ্তার । পুরুলিয়ার ঝলদা থানা এলাকার ঘটনা । তার বাড়ি ঝালদা থানার কেন্দুয়াডি গ্রামে । গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

জানা গিয়েছে, গত 30 তারিখ ঝালদা থানার তুলীন ফাঁড়ি এলাকার হাটে সব্জি কিনতে যান সিভিক ভলান্টিয়ার অঙ্গত মাহাত । সেই সময় পেছন থেকে মুখে গামছা বেঁধে তাঁকে কুড়ুল দিয়ে আঘাত করে ওই কিশোর । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি । জানা গিয়েছে, তাঁর মাথায় কুড়ুলটি আটকে রয়ে যায় । আহত অবস্থায় তাঁকে প্রথমে ঝাড়খণ্ডের মুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে থেকে তাঁকে রাঁচির মেডিকেল কলেজে ভরতি করা হয় । 1 তারিখ সকালে তাঁর মৃত্যু হয় ।

সিভিক ভলান্টিয়ারের স্ত্রী মাধুরী মাহাত খুনির শাস্তি দাবি করেন । ঝালদা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

পুরুলিয়া, 4 অক্টোবর : প্রকাশ্য হাটে সিভিক ভলান্টিয়ারকে খুনের ঘটনায় প্রতিবেশী কিশোর গ্রেপ্তার । পুরুলিয়ার ঝলদা থানা এলাকার ঘটনা । তার বাড়ি ঝালদা থানার কেন্দুয়াডি গ্রামে । গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

জানা গিয়েছে, গত 30 তারিখ ঝালদা থানার তুলীন ফাঁড়ি এলাকার হাটে সব্জি কিনতে যান সিভিক ভলান্টিয়ার অঙ্গত মাহাত । সেই সময় পেছন থেকে মুখে গামছা বেঁধে তাঁকে কুড়ুল দিয়ে আঘাত করে ওই কিশোর । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি । জানা গিয়েছে, তাঁর মাথায় কুড়ুলটি আটকে রয়ে যায় । আহত অবস্থায় তাঁকে প্রথমে ঝাড়খণ্ডের মুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে থেকে তাঁকে রাঁচির মেডিকেল কলেজে ভরতি করা হয় । 1 তারিখ সকালে তাঁর মৃত্যু হয় ।

সিভিক ভলান্টিয়ারের স্ত্রী মাধুরী মাহাত খুনির শাস্তি দাবি করেন । ঝালদা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.