ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান ছৌ শিল্পীদের - ছৌ শিল্পী

পুরুলিয়ার বলরামপুর ছোটো উরমা গ্রামের সঞ্জয় মাহাত ছৌ নৃত্য দল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিল 10 হাজার 100 টাকা l ছৌ শিল্পীদের এই উদ্যোগ বাহবা কুড়িয়েছে l

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান ছৌ শিল্পীদের
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান ছৌ শিল্পীদের
author img

By

Published : Apr 17, 2020, 10:59 PM IST

পুরুলিয়া, 17 এপ্রিল: লকডাউনে আয় বন্ধ l তবুও মানবিক মুখ দেখা গেল পুরুলিয়ার ছৌ শিল্পীদের l পুরুলিয়ার বলরামপুর ছোটো উরমা গ্রামের সঞ্জয় মাহাত ছৌ নৃত্য দল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিল 10 হাজার 100 টাকা l দলের সদস্যরা নিজেদের মধ্যে টাকা তুলে শুক্রবার বলরামপুরের BDO ধ্রুবপদ শান্ডিল্যর হাতে চেক তুলে দেন l

ছৌ দলের সদস্য সঞ্জয় মাহাত জানান, "এই মুহূর্তে আমাদের কাছে কাজ নেই l সবার পরিবারে অভাব l তবুও মানুষের কথা ভেবে নিজেরাই টাকা তুলে ত্রাণ তহবিলে দিলাম l টাকার সংখ্যাটা কম হলেও এই টাকা জোগাড় করতে সকলকেই হিমসিম খেতে হয়েছে l"

বলরামপুরের BDO ধ্রুবপদ শান্ডিল্য ওই ছৌ নৃত্য দলের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন l তিনি বলেন, এই সময়ে ছৌ শিল্পীদের এই উদ্যোগ প্রশংসনীয় l এভাবে সকলকেই সরকারের পাশে দাঁড়ানো উচিত l"

পুরুলিয়া, 17 এপ্রিল: লকডাউনে আয় বন্ধ l তবুও মানবিক মুখ দেখা গেল পুরুলিয়ার ছৌ শিল্পীদের l পুরুলিয়ার বলরামপুর ছোটো উরমা গ্রামের সঞ্জয় মাহাত ছৌ নৃত্য দল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিল 10 হাজার 100 টাকা l দলের সদস্যরা নিজেদের মধ্যে টাকা তুলে শুক্রবার বলরামপুরের BDO ধ্রুবপদ শান্ডিল্যর হাতে চেক তুলে দেন l

ছৌ দলের সদস্য সঞ্জয় মাহাত জানান, "এই মুহূর্তে আমাদের কাছে কাজ নেই l সবার পরিবারে অভাব l তবুও মানুষের কথা ভেবে নিজেরাই টাকা তুলে ত্রাণ তহবিলে দিলাম l টাকার সংখ্যাটা কম হলেও এই টাকা জোগাড় করতে সকলকেই হিমসিম খেতে হয়েছে l"

বলরামপুরের BDO ধ্রুবপদ শান্ডিল্য ওই ছৌ নৃত্য দলের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন l তিনি বলেন, এই সময়ে ছৌ শিল্পীদের এই উদ্যোগ প্রশংসনীয় l এভাবে সকলকেই সরকারের পাশে দাঁড়ানো উচিত l"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.