পুরুলিয়া, 1 জুন : 'কৌন বনেগা ক্রোড়পতি' রিয়েলিটি শোয়ের নাম করে 2 লক্ষ 50 হাজার টাকা প্রতারণার অভিযোগে 2 জনকে গ্রেফতার করল পুরুলিয়ার সাইবার ক্রাইম থানার পুলিশ (Kaun Banega Crorepati)। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । মঙ্গলবার বেলঘরিয়া থানা এলাকা থেকে ওই দুই প্রতারককে গ্রেফতার করে পুলিশ । ওই দুই অভিযুক্তের নাম শুভম কুমার ও অন্য জনের নাম সুমন্ত কুমার সিংহ । তাদের এক জনের বাড়ি বিহারের পাটনায় ও অন্যজনের বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় ।
অভিযোগ, পুরুলিয়ার মনবাজার থানা এলাকার বাসিন্দা সুচিত্রা হালদার নামে এক মহিলাকে 'কৌন বনেগা ক্রোড়পতি'র অনুষ্ঠানে মনোনীত হওয়ার কথা জানায় দুই প্রতারক । তারপর সেই মহিলার কাছ থেকে রেজিস্ট্রেশন-সহ নানা অজুহাতে দফায় দফায় 2 লক্ষ 50 হাজার টাকা নেয় তারা । রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের ডাক না পাওয়ায় ওই মহিলা ওই দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ব্যর্থ হন ৷ তারপরই বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন ।
আরও পড়ুন : মুদ্রা বিনিময়ের নামে প্রতারণা, আমেরিকান ডলার-সহ গ্রেফতার তিন
এরপর তিনি গত মাসের 30 তারিখ পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত মহিলা । তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ । যে হোয়াটসঅ্যাপের মাধ্যেমে এই প্রতারণা করা হয়েছে সেই মোবাইল নম্বর ধরে প্রতারকদের সন্ধান পায় পুলিশ । মঙ্গলবার বেলঘরিয়া থানা এলাকা থেকে ওই 2 প্রতারককে গ্রেফতার করা হয় । আজ ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় ।