ETV Bharat / state

Purulia Bidi Workers : অবশেষে বিড়ি শ্রমিকদের হাসপাতাল নিয়ে টনক নড়ল কেন্দ্রের - Purulia Bidi Workers

পুরুলিয়া জেলার ঝালদার বিড়ি শ্রমিকদের জন্য নির্মীয়মাণ হাসপাতাল দীর্ঘদিন ধরে বেহাল অবস্থাতে পড়ে (Purulia Bidi Workers) ৷ এবার সেই নিয়েই পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র ৷

Purulia Bidi Workers news
বিড়ি শ্রমিকদের হাসপাতাল নিয়ে টনক নড়লো কেন্দ্রের
author img

By

Published : May 7, 2022, 2:18 PM IST

Updated : May 7, 2022, 3:32 PM IST

পুরুলিয়া, 7 মে : অবশেষে টনক নড়ল কেন্দ্রীয় সরকারের । দীর্ঘদিনের লড়াই-আন্দোলনের ফল পেলেন পুরুলিয়ার বিড়ি শ্রমিকরা (Purulia Bidi Workers)। পুরুলিয়া জেলার ঝালদার বিড়ি শ্রমিকদের জন্য নির্মীয়মাণ হাসপাতাল দীর্ঘদিন ধরে বেহাল অবস্থাতে পড়েছিল ।

প্রায় 90 শতাংশ কাজ শেষ হয়ে যাওয়ার পরও চালু না হয়ে নষ্ট হতে বসা বিড়ি শ্রমিকদের হাসপাতালটির জন্য চলতি অর্থবর্ষে টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার । এই বিষয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া । এই হাসপাতালের জন্য আশি বছর বয়সেও লড়াই করে যাচ্ছেন তিনি । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে, বাসুদেববাবু বলেন, "এটি আমাদের লড়াইয়ের সফল্যের প্রথম ধাপ । দিন তিনেক আগেই আমি শ্রমমন্ত্রীকে আরেকটি চিঠি দিয়েছি এই মর্মে যে, শুধু অর্থ বরাদ্দ করা হলেই হবে না অবিলম্বে ডাক্তার নার্স নিয়োগ করে হাসপাতালটি চালু করতে হবে ।" এই বয়সেও এই হাসপাতালটির জন্য প্রচুর লড়াই, চিঠিপত্র, মেল পাঠিয়েছেন বাসুদেববাবু । সংঘটিত করেছিলেন অনেক মিছিল, আন্দোলন । ঝালদা এলাকার বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতা ভীম কুমারও এই আন্দোলনে বাসুদেববাবুর সঙ্গী ।

আরও পড়ুন : বিড়ি নিয়ে বচসার জেরে প্রাণঘাতী হামলা হাওড়ায়, মৃত 1

তিনি বলেন, "পুরুলিয়া বাঁকুড়া, মেদিনীপুর তিনজেলার মানুষের জন্য দীর্ঘ আন্দোলনের ফসল এই বিড়ি শ্রমিক জন্য এই হাসপাতাল বহু জট কাটিয়ে বাম আমলে এই হাসপাতালটির কাজ চালু হয় কিন্তু বাম সরকারের পতনের পর থমকে যায় এটির কাজও । প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়া এই হাসপাতালটি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করেনি বর্তমান রাজ্য ও কেন্দ্রে ক্ষমতাসীন সরকার । কিন্তু হাল ছাড়েননি আমাদের কান্ডারি বাসুদেব আচারিয়া ।" তবে এই হাসপাতালটি চালু করা না হলে তাঁরা ভবিষ্যতেও যে এই লড়াই চালিয়ে নিয়ে যাবেন তাও জানিয়ে দেন ভীম কুমার ৷

পুরুলিয়া, 7 মে : অবশেষে টনক নড়ল কেন্দ্রীয় সরকারের । দীর্ঘদিনের লড়াই-আন্দোলনের ফল পেলেন পুরুলিয়ার বিড়ি শ্রমিকরা (Purulia Bidi Workers)। পুরুলিয়া জেলার ঝালদার বিড়ি শ্রমিকদের জন্য নির্মীয়মাণ হাসপাতাল দীর্ঘদিন ধরে বেহাল অবস্থাতে পড়েছিল ।

প্রায় 90 শতাংশ কাজ শেষ হয়ে যাওয়ার পরও চালু না হয়ে নষ্ট হতে বসা বিড়ি শ্রমিকদের হাসপাতালটির জন্য চলতি অর্থবর্ষে টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার । এই বিষয়ে একটি চিঠিও পাঠানো হয়েছে প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া । এই হাসপাতালের জন্য আশি বছর বয়সেও লড়াই করে যাচ্ছেন তিনি । এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে, বাসুদেববাবু বলেন, "এটি আমাদের লড়াইয়ের সফল্যের প্রথম ধাপ । দিন তিনেক আগেই আমি শ্রমমন্ত্রীকে আরেকটি চিঠি দিয়েছি এই মর্মে যে, শুধু অর্থ বরাদ্দ করা হলেই হবে না অবিলম্বে ডাক্তার নার্স নিয়োগ করে হাসপাতালটি চালু করতে হবে ।" এই বয়সেও এই হাসপাতালটির জন্য প্রচুর লড়াই, চিঠিপত্র, মেল পাঠিয়েছেন বাসুদেববাবু । সংঘটিত করেছিলেন অনেক মিছিল, আন্দোলন । ঝালদা এলাকার বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতা ভীম কুমারও এই আন্দোলনে বাসুদেববাবুর সঙ্গী ।

আরও পড়ুন : বিড়ি নিয়ে বচসার জেরে প্রাণঘাতী হামলা হাওড়ায়, মৃত 1

তিনি বলেন, "পুরুলিয়া বাঁকুড়া, মেদিনীপুর তিনজেলার মানুষের জন্য দীর্ঘ আন্দোলনের ফসল এই বিড়ি শ্রমিক জন্য এই হাসপাতাল বহু জট কাটিয়ে বাম আমলে এই হাসপাতালটির কাজ চালু হয় কিন্তু বাম সরকারের পতনের পর থমকে যায় এটির কাজও । প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়া এই হাসপাতালটি নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করেনি বর্তমান রাজ্য ও কেন্দ্রে ক্ষমতাসীন সরকার । কিন্তু হাল ছাড়েননি আমাদের কান্ডারি বাসুদেব আচারিয়া ।" তবে এই হাসপাতালটি চালু করা না হলে তাঁরা ভবিষ্যতেও যে এই লড়াই চালিয়ে নিয়ে যাবেন তাও জানিয়ে দেন ভীম কুমার ৷

Last Updated : May 7, 2022, 3:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.