ETV Bharat / state

Ceiling Collapsed: ফের চাঙড় খসে পড়ল পুরুলিয়ার স্কুলে, আতঙ্কিত শিক্ষক থেকে পড়ুয়ারা - চাঙড় খসে পড়ল পুরুলিয়ার স্কুলে

দীর্ঘদিন ধরে স্কুলে উন্নয়নের কাজ না হওয়ায় বেহাল সিলিং ভেঙে পড়ল পুরুলিয়ার স্কুলে ৷ এই নিয়ে একাধিকবার চাঙড় খসে পড়ার ঘটনায় আতঙ্কিত সকলেই(Ceiling Collapsed)৷

Etv Bharat
ফের চাঙড় খসে পড়ল পুরুলিয়ার স্কুলে
author img

By

Published : Nov 14, 2022, 9:22 PM IST

পুরুলিয়া, 14 নভেম্বর: পাঁচ বছর ধরে উন্নয়নের কাজ বন্ধ ৷ ফলে স্বাভাবিকভাবেই ভঙ্গুর হয়ে গিয়েছে স্কুলের একাধিক অংশ ৷ যার জেরে কখনও পাঁচিল তো কখনও দেওয়াল থেকে সিমেন্টিং খসে পড়ছে(Ceiling Collapsed from Second Floor in a School Building)৷ এমনই ছবি পুরুলিয়া জেলার নেতুড়িয়া পারবেলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৷

এবারই প্রথম নয়, দোতলায় ফের চাঙড় খসে পড়ার ঘটনা ঘটল সোমবার ৷ বরাত জোরে রক্ষা পেল ছাত্র-ছাত্রীরা । এদিন সকালে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সত্যপ্রিয় গুরু দেখেন দোতলায় মেয়েদের বাথরুমে যাওয়ার পথে ছাদের চাঙড় ভেঙে পড়েছে । এরপর তিনি ঘটনা সবাইকে জানালে আতঙ্কিত হয়ে পড়েন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা । কেউই আর সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চাইছেন না ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ পাঁচ বছর থেকে কোনও উন্নয়নের কাজ হয়নি । তাই বিদ্যালয়ের যে অংশটিতে এই চাঙড় খসে পড়ে সেই বিল্ডিংটির অবস্থা বেহাল ৷ প্রধান শিক্ষকও দিন 14 আগে অবসর নিয়েছেন । তাঁর সঙ্গে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির সম্পর্ক ভালো না থাকার কারণে নাকি থমকে ছিল বিদ্যালয়ের উন্নয়নের কাজ ৷

উল্লেখ্য, গত সপ্তাহেই পুরুলিয়ার আদ্রা থানা এলাকায় একটি বিদ্যালয়ের দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয় এক শিশুর ৷ তারপরই এই ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে অভিভাবক মহলে ।

এই বিষয়ে নেতুড়িয়া ব্লকের বিডিও অজয় কুমার সামন্ত বলেন, "আমরা মঙ্গলবার বিদ্যালয়টি পরিদর্শনে যাব । ওই বিদ্যালয়ের ফান্ডে যে অর্থ রয়েছে প্রয়োজনে বেহাল অংশটি আপাতত বন্ধ করে সেই অর্থ দিয়ে মেরামতির ব্যবস্থা করা হবে ।"
আরও পড়ুন : মালদার পর এবার পুরুলিয়া, ফের বিদ্যালয়ের শৌচাগারের পাঁচিল ভেঙে মৃত এক ছাত্র

পুরুলিয়া, 14 নভেম্বর: পাঁচ বছর ধরে উন্নয়নের কাজ বন্ধ ৷ ফলে স্বাভাবিকভাবেই ভঙ্গুর হয়ে গিয়েছে স্কুলের একাধিক অংশ ৷ যার জেরে কখনও পাঁচিল তো কখনও দেওয়াল থেকে সিমেন্টিং খসে পড়ছে(Ceiling Collapsed from Second Floor in a School Building)৷ এমনই ছবি পুরুলিয়া জেলার নেতুড়িয়া পারবেলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৷

এবারই প্রথম নয়, দোতলায় ফের চাঙড় খসে পড়ার ঘটনা ঘটল সোমবার ৷ বরাত জোরে রক্ষা পেল ছাত্র-ছাত্রীরা । এদিন সকালে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সত্যপ্রিয় গুরু দেখেন দোতলায় মেয়েদের বাথরুমে যাওয়ার পথে ছাদের চাঙড় ভেঙে পড়েছে । এরপর তিনি ঘটনা সবাইকে জানালে আতঙ্কিত হয়ে পড়েন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা । কেউই আর সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চাইছেন না ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ পাঁচ বছর থেকে কোনও উন্নয়নের কাজ হয়নি । তাই বিদ্যালয়ের যে অংশটিতে এই চাঙড় খসে পড়ে সেই বিল্ডিংটির অবস্থা বেহাল ৷ প্রধান শিক্ষকও দিন 14 আগে অবসর নিয়েছেন । তাঁর সঙ্গে বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতির সম্পর্ক ভালো না থাকার কারণে নাকি থমকে ছিল বিদ্যালয়ের উন্নয়নের কাজ ৷

উল্লেখ্য, গত সপ্তাহেই পুরুলিয়ার আদ্রা থানা এলাকায় একটি বিদ্যালয়ের দেওয়াল ধসে পড়ে মৃত্যু হয় এক শিশুর ৷ তারপরই এই ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে অভিভাবক মহলে ।

এই বিষয়ে নেতুড়িয়া ব্লকের বিডিও অজয় কুমার সামন্ত বলেন, "আমরা মঙ্গলবার বিদ্যালয়টি পরিদর্শনে যাব । ওই বিদ্যালয়ের ফান্ডে যে অর্থ রয়েছে প্রয়োজনে বেহাল অংশটি আপাতত বন্ধ করে সেই অর্থ দিয়ে মেরামতির ব্যবস্থা করা হবে ।"
আরও পড়ুন : মালদার পর এবার পুরুলিয়া, ফের বিদ্যালয়ের শৌচাগারের পাঁচিল ভেঙে মৃত এক ছাত্র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.