পুরুলিয়া, 19 জুন : রাজ্য পুলিশের পথে হেঁটে ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআইয়ের প্রথম চার্জশিটে পরিবারিক বিবাদকেই দায়ী করা হয়েছে (CBI submits first chargesheet in Tapan Kandu murder case in Jhalda) ৷ এই খুনের ঘটনায় জেলা পুলিশের সিটের তদন্তকেই কার্যত সিলমোহর দিল সিবিআই । গত 13 জুন পুরুলিয়া জেলা আদালতে এই খুনের মামলার প্রথম চার্জশিট জমা করে সিবিআই । 47 পাতার সেই চার্জশিটে খুনের ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচ জন অভিযুক্তকেই খুন ও ষড়যন্ত্রের ঘটনায় দায়ী করা হয়েছে । সাত লক্ষ টাকায় খুনের সুপারি দেওয়ার কথাও উল্লেখ রয়েছে সেই চার্জশিটে । অভিযুক্তদের হাতে চার্জশিটের কপিও তুলে দেওয়া হয় ।
তবে এখনও পর্যন্ত খুনের ঘটনায় জড়িত দুই ভাড়াটে খুনিকে গ্রেফতার করতে পারেনি সিবিআই । আদালতের কাছে তাদের গ্রেফতার করে তদন্ত চালিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা । পাশাপাশি, তপন কান্দু খুনের মামলায় এজলাস বদল হয়েছে । পুরুলিয়া জেলা আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে জেলা আদালতের মুখ্য বিচারকের এজলাসে বদল করা হয় মামলাটি ৷
আরও পড়ুন : Tapan Kandu Murder Case : 'সিবিআইয়ের ওপর আস্থা রয়েছে' চার্জশিট জমার পর জানালেন তপন কান্দুর স্ত্রী
প্রসঙ্গত, বিগত 13 মার্চ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন ঝালদা কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু । ঘটনার তদন্তে নামে জেলা পুলিশের সিট । এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয় নিহতের পরিবার-সহ কংগ্রেস নেতৃত্ব । 4 এপ্রিল কলকাতা উচ্চ আদালত এই খুনের ঘটনায় তদন্তের নির্দেশ দেয় । 6 এপ্রিল তপন কান্দু খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । সেদিনই অর্থাৎ, 6 এপ্রিল সিটের থেকে তদন্তভার নেয় সিবিআই । এরপরই সিটের হাতে গ্রেফতার হওয়া অভিযুক্তদের জেরা করে সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা ।
এই ঘটনায় নিহতের পরিবারের পাশাপাশি অন্যান্যদেরও জিজ্ঞাসাবাদ করে সিবিআই । 12 এপ্রিল কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা উচ্চ আদালত । এখনও পর্যন্ত কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেফতার হয়েছে পাঁচজন অভিযুক্ত । বর্তমানে জেল হেফাজতে রয়েছেন দীপক কান্দু, নরেন কান্দু, আশিক খান, কলেবর সিং ও সত্যবান প্রামাণিক ।
আরও পড়ুন : Tapan Kandu Murder: তপন কান্দু খুনে চার্জশিট পেশ সিবিআই-এর