ETV Bharat / state

Niranjan Baishnav Death Case : আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুতে এফআইআর সিবিআইয়ের - CBI lodge FIR in Niranjan Baishnav Death Case

নিরঞ্জন বৈষ্ণবকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 306 ও 34 ধারায় মামলা দায়ের করেছে সিবিআই (CBI lodge FIR) ।

Niranjan Baishnav
নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুতে এফআইআর সিবিআই-এর
author img

By

Published : Apr 14, 2022, 12:58 PM IST

ঝালদা, 14 এপ্রিল : নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর মামলায় এফআইআর দায়ের করল সিবিআই । আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 306 ও 34 ধারায় মামলা দায়ের করেছে । এদিনই ঝালদা-কাণ্ডে আইসি সঞ্জীব ঘোষকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI lodge FIR in Niranjan Baishnav Death Case) ৷

কয়েকদিন আগেই অস্বাভাবিক মৃত্যু হয় তপন কান্দুর সঙ্গী তথা কংগ্রেস কাউন্সিলরের হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীর ৷ 6 এপ্রিল সকালে ঝালদা শহরে তপন কান্দুর সঙ্গী নিরঞ্জন ওরফে সেফাল বৈষ্ণবের দেহ উদ্ধার (Jhalda Murder Eyewitness Death) হয় । সকালে ছাত্ররা পড়তে এসে কড়া নেড়ে ডাক পায়নি সেফাল বৈষ্ণবের ৷ এরপর পড়শি, আত্মীয়রা এসে দরজার ফাঁক দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় ৷

কংগ্রেস নেতা তপন কান্দু খুনের দিন তিনি কংগ্রেস কাউন্সিলরের সঙ্গেই ছিলেন । তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে ৷ সেখানে তাঁর নামে স্বাক্ষর করা রয়েছে ৷ মৃত্যুর আগে সেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণব তাঁর মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করেছেন ৷ নোটে তিনি লিখেছেন, "যেদিন থেকে তপনের মৃত্যু হয়, সেদিন থেকে আমি মানসিক অবসাদে ভুগছি ৷ যে দৃশ্যটি দেখেছি তা মাথা থেকে কোনওরকম বার হচ্ছে না ৷ ফলে রাতে ঘুম হচ্ছে না, খেতে মন চাচ্ছে না ৷ শুধু ওই ঘটনাটাই মনের মধ্যে ঘোরাফেরা করছে ৷"

আরও পড়ুন : Jhalda Councillor Murder Case : আদালতের নির্দেশের 30 ঘণ্টা পার, ঝালদায় দেখা নেই সিবিআইয়ের

এমনকি ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় পুলিশ তাঁকে বারে বারে ডেকে পাঠাচ্ছিল, সে কথাও তিনি লিখেছেন সুইসাইড নোটে ৷ এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলেই মনে করা হচ্ছে ৷ তিনি লিখেছেন, "তারপর পুলিশের বারবার ডাক ৷ আমি জীবনে থানার চৌকাঠ পার করিনি ৷ এইসব আমি সহ্য করতে না পারার জন্য আমি এই পথ বেছে নিলাম ৷" অন্য কারও বিরুদ্ধে ব্যক্তিগত কোনও অভিযোগের কথা জানাননি তিনি ৷

ঝালদা, 14 এপ্রিল : নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর মামলায় এফআইআর দায়ের করল সিবিআই । আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 306 ও 34 ধারায় মামলা দায়ের করেছে । এদিনই ঝালদা-কাণ্ডে আইসি সঞ্জীব ঘোষকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI lodge FIR in Niranjan Baishnav Death Case) ৷

কয়েকদিন আগেই অস্বাভাবিক মৃত্যু হয় তপন কান্দুর সঙ্গী তথা কংগ্রেস কাউন্সিলরের হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীর ৷ 6 এপ্রিল সকালে ঝালদা শহরে তপন কান্দুর সঙ্গী নিরঞ্জন ওরফে সেফাল বৈষ্ণবের দেহ উদ্ধার (Jhalda Murder Eyewitness Death) হয় । সকালে ছাত্ররা পড়তে এসে কড়া নেড়ে ডাক পায়নি সেফাল বৈষ্ণবের ৷ এরপর পড়শি, আত্মীয়রা এসে দরজার ফাঁক দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় ৷

কংগ্রেস নেতা তপন কান্দু খুনের দিন তিনি কংগ্রেস কাউন্সিলরের সঙ্গেই ছিলেন । তাঁর মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে ৷ সেখানে তাঁর নামে স্বাক্ষর করা রয়েছে ৷ মৃত্যুর আগে সেফাল ওরফে নিরঞ্জন বৈষ্ণব তাঁর মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করেছেন ৷ নোটে তিনি লিখেছেন, "যেদিন থেকে তপনের মৃত্যু হয়, সেদিন থেকে আমি মানসিক অবসাদে ভুগছি ৷ যে দৃশ্যটি দেখেছি তা মাথা থেকে কোনওরকম বার হচ্ছে না ৷ ফলে রাতে ঘুম হচ্ছে না, খেতে মন চাচ্ছে না ৷ শুধু ওই ঘটনাটাই মনের মধ্যে ঘোরাফেরা করছে ৷"

আরও পড়ুন : Jhalda Councillor Murder Case : আদালতের নির্দেশের 30 ঘণ্টা পার, ঝালদায় দেখা নেই সিবিআইয়ের

এমনকি ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় পুলিশ তাঁকে বারে বারে ডেকে পাঠাচ্ছিল, সে কথাও তিনি লিখেছেন সুইসাইড নোটে ৷ এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলেই মনে করা হচ্ছে ৷ তিনি লিখেছেন, "তারপর পুলিশের বারবার ডাক ৷ আমি জীবনে থানার চৌকাঠ পার করিনি ৷ এইসব আমি সহ্য করতে না পারার জন্য আমি এই পথ বেছে নিলাম ৷" অন্য কারও বিরুদ্ধে ব্যক্তিগত কোনও অভিযোগের কথা জানাননি তিনি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.