ঝালদা, 8 এপ্রিল : কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই । রয়েছে তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুও । সকাল আনুমানিক সাড়ে দশটা থেকে 3-4 জন প্রত্যক্ষর্শীর ঝালদার বন বিভাগের বাংলোতে জিজ্ঞাসাবাদ চলছে ৷ ঝালদায় বন বিভাগের বাংলোয় দুপুরে 1টা নাগাদ এসেছেন ডিআইজি অখিলেশ সিং (CBI DIG) ৷ এই ঘটনার যাবতীয় সিসিটিভি ফুটেজ এখনও হাতে পায়নি সিবিআই ৷ সূত্রে জানা গিয়েছে, আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল পুরুলিয়া জেলা পুলিশের অফিসেও যেতে পারে বলে খবর । পাশাপাশি ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকেও গতকাল তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI Interrogation over Jhalda Congress Councillor Tapan Kandu in Purulia) ।
বৃহস্পতিবার সন্ধেয় নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর বাড়িতে যায় সিবিআইয়ের প্রতিনিধি দল । তাঁরা তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ও ভাইপো মিঠুন কান্দুর সঙ্গে কথা বলেন । এর সঙ্গে দুষ্কৃতীরা যে জায়গায় ঝালদার কংগ্রেস কাউন্সিলরকে গুলি করেছিল, সেই জায়গাটিও পরিদর্শন করেন সিবিআই আধিকারিকরা । আপাতত ঝালদার বন বিভাগের বাংলোতেই থাকছেন সিবিআই আধিকারিকরা ।
প্রসঙ্গত উল্লেখ্য, গত 13 মার্চ ঝালদা শহর লাগোয়া গোকুলনগর গ্রামের কাছে আততায়ীদের ছোড়া গুলিতে খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু । পৌরসভা নির্বাচনে ঝালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ড থেকে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন কংগ্রেস প্রার্থী তপন কান্দু এবং তাঁর দাদা নরেন কান্দুর ছেলে তৃণমূল প্রার্থী দীপক কান্দু । জয়ী হন তপন কান্দু ৷
আরও পড়ুন : Jhalda Congress Councillor Murder Case : সিবিআই তদন্তের বিরোধিতা কেন ? রাজ্যকে একহাত তাপন কান্দুর স্ত্রীর
তাঁর খুনের তদন্ত শুরু করে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট । তদন্তে সহযোগিতা করে সিআইডি । কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর অভিযোগ, শাসকদলে যোগ না দেওয়ায় তাঁর স্বামীকে খুন হতে হয়েছে । তপন কান্দু খুনের পর একাধিক অডিয়ো ভাইরাল হয় ৷ তার মধ্যে অন্যতম ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষ ৷ তাঁর সঙ্গে মিঠুন কান্দুর কথোপকথনের একটি অডিয়ো ভাইরাল হয় ৷ যদিও এর সত্যতা বিচার করেনি ইটিভি ভারত ৷
এদিকে সিট তদন্তে গ্রেফতার করা হয় তপন কান্দুর দাদা নরেন কান্দু, ভাইপো দীপক কান্দু, ভাড়াটে খুনি কলেবর সিং ও আসিফ খান ৷ 3 এপ্রিল রবিবার পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান সাংবাদিক বৈঠকে জানান, সাত লক্ষ টাকার বিনিময়ে খুন হয়েছেন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ৷ তাঁর দাবি, পারিবারিক বিবাদের জেরে খুন হয়েছেন তপন কান্দু ৷ আইসি সঞ্জীব ঘোষকে ক্লিনচিট দেন এসপি সেলভামুরুগান ৷
6 এপ্রিল সকালে ঝালদা শহরে তপন কান্দুর সঙ্গী নিরঞ্জন ওরফে সেফাল বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যুতে রহস্য আরও ঘনীভূত হয় ৷ তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ সেফাল বৈষ্ণবের নামে স্বাক্ষর করা একটি সুইসাইড নোট পাওয়া যায় তাঁর ঘর থেকে ৷ সেই নোট থেকে জানা গিয়েছে, তপন কান্দুর খুনে মানসিক অবসাদে চলে গিয়েছেন তাঁর ছোটবেলার সঙ্গী নিরঞ্জন ওরফে সেফাল ৷ পাশাপাশি বারবার পুলিশের ডেকে পাঠানো কথাও উল্লেখ করা হয়েছে ৷ তপন কান্দু খুনের সময় তিনি কংগ্রেস নেতার সঙ্গেই ছিলেন ৷
গতকাল, 8 এপ্রিল সিবিআই তদন্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য । এর আগে 4 এপ্রিল ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ ৷