ঝালদা, 14 সেপ্টেম্বর: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে গ্রেফতার হওয়া শ্যুটার জাবির আনসারীকে বুধবার ফের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক(CBI custody of arrested shooter in Tapan Kandu murder case)।
উল্লেখ্য, এর আগে গত 4 সেপ্টেম্বর ধৃত জাবিরকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছিল ৷ তখন তার 10 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ বুধবার সেই মেয়াদ শেষ হওয়ায় তাকে ফের আদালতে তোলা হলে পুনরায় নিজেদের হেফাজতে নিতে আবেদন করেন সিবিআই আধিকারিকরা । বিচারক সেই আবেদন মঞ্জুর করেন(Tapan Kandu Murder Case Update)।
আরও পড়ুন : তপন কান্দু খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার ভাড়াটে শুটার
সূত্রের খবর, তপন কান্দু খুনে আর্থিক লেনদেন কত টাকার হয়েছিল, কে কাকে কত টাকা দিয়েছিল এই সব প্রশ্নের উত্তর বিশদে জানতে চায় সিবিআই । তাই ফের জাবির আনসারীকে নিজেদের হেফাজতে চাইছে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ।
উল্লেখ্য, গত 13 মার্চ বিকেলে খুন হন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু(Jhalda Congress Councillor Murder Case Update)। তারপর এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একে একে গ্রেফতার হয় দীপক কান্দু, নরেন কান্দু, কলেবর সিং, আশিক খান, সত্যবান প্রামাণিক । কিছুদিন আগেই অধরা থাকা শ্যুটার জাবির আনসারীকে গ্রেফতার করে সিবিআই ।
আরও পড়ুন : তপন কান্দু খুনের তদন্তের অগ্রগতি জানতে সিবিআইয়ের কাছে হাজির পূর্ণিমা