পুরুলিয়া, 8 জানুয়ারি: এক ব্যক্তির দগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হল পুরুলিয়ার মফঃস্বল থানা এলাকায় (Burnt Body Fall on the Field in Purulia) ৷ রুদড়া গ্রামের অদূরে একটি মাঠে এক ব্যক্তির অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় রবিবার সকালে ৷ গ্রামবাসীরা এদিন সকালে শৌচকর্ম সারতে গিয়ে আগুনে পোড়া দেহটি দেখতে পান । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া (Purulia News) মফঃস্বল থানার পুলিশ । আসেন ডিএসপি আশিস রায় ।
পুরুলিয়া মফঃস্বল থানা এলাকার যেখানে ঘটনাটি ঘটেছে তার পাশ দিয়ে গিয়েছে পুরুলিয়া-কোটশিলা রেললাইন ৷ তারও পাশে রয়েছে পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়ক । ঘটনাস্থলের অদূরে অবস্থিত রুদড়া জুনিয়র বিদ্যালয় এবং একটি পুকুর ৷ পুলিশ ঘটনাস্থলে আসার পর পুকুর-সহ আশপাশের এলাকাগুলি ঘুরে দেখেন । ঘটনাস্থলের কাছে কয়েকটি রক্তমাখা ইটের টুকরো, একটি চাবি ও মৃত দেহের পরনে থাকা চটি জোড়া বাজেয়াপ্ত করেছে পুলিশ । যদিও মৃতের পরিচয় এখনও জানা যায়নি । তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান খুন করে প্রমাণ লোপাটের জন্য মৃত দেহটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
আরও পড়ুন : বৃদ্ধি পাচ্ছে নাবালিকা নিখোঁজের ঘটনা, চিন্তায় প্রশাসন
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মহেশ্বর পান্ডে বলেন, "আমরা সকালে ঘুম থেকে উঠে ঘটনার কথা জানতে পারি । এখানে এসে দেখি মৃতদেহের পাশে অনেকগুলি রক্তমাখা ইটের টুকরো পড়ে আছে । মৃতদেহের মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে ৷ মারার পর প্রমাণ লোপাটের জন্যই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে ।"
যেহেতু মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তাই পুলিশ এক্ষেত্রে 302 ও 201 ধারায় খুনের মামলা রুজু করেছে ৷ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানানো সম্ভব হবে বলে জানান পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন : হাত-পা বেঁধে স্ত্রী'কে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার স্বামী