পুরুলিয়া, ২১ মার্চ : হীরক রাজার দেশে গান-বাজনায় বারবার অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে তারা । অন্যায়, ষড়যন্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠেছে তাদের গান । গানে উঠে এসেছে অসহায় কৃষকের কথা । সময়ের প্রয়োজনে বোধহয় আবার ফিরে এল তারা । তবে অন্য বেশে, অন্য স্থানে । রাজ্যে ভয়াল রূপ নিচ্ছে কোরোনা । একের পর এক সংক্রমণের খবর মিলেছে । এই পরিস্থিতিতে মানুষজনকে সচেতন করতে গুপী-বাঘার বেশে পথে নেমেছে পুরুলিয়ার দুই খুদে । লক্ষ্য একটাই গান গেয়ে মানুষকে সচেতন করা ।
সাত সকালে শহর পুরুলিয়া চিত্রটা আরও একবার সত্যজিৎ রায়ের অমর সৃষ্টিকে তাজা করল । দুই খুদের মধ্য দিয়ে সিনেমার সেই চরিত্র দুটি নেমে এল পুরুলিয়ার অলিগতিতে । কোরোনা সচেতনতায় নতুন গান বেঁধেছে তারা । ঢোলের তালে তালে নাচ ও গান নিয়ে দরজায় দরজায় হাজির হয়েছে । গান ও ঢোলের আওয়াজ শুনেই বাড়ি থেকে বেরিয়ে আসছেন লোকজন । শুনছেন কোরোনা সচেতনতার গান । খুদে বাঘা (কুলদ্বীপ সূত্রধর) বলে, "আমরা সকলকেই কোরোনা নিয়ে সচেতন করছি । আজ থেকেই চালানো হচ্ছে এই প্রচার । সবাইকে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য গানের মাধ্যমে সচেতন করছি । আশা করি আমাদের এই প্রচার সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলছে ।"
কোরক নামে এক নাট্যসংস্থায় অভিনয় করে এই দুই খুদে । কোরকের পরিচালক সুধীন অধিকারী বলেন, "সরকার নানাভাবে মানুষজনকে সচেতন করছেন । একইসঙ্গে গুজবে কান না দেওয়ারও পরামর্শ দিচ্ছেন । কিন্তু সরকার প্রচার করলেই তো আর হবে না । কোরোনা সতর্কতায় সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে । একজন নাট্য পরিচালক হিসেবে এটা আমারও কর্তব্য । তাই আমাদের নাট্য দলের দুই খুদেকে নিয়ে গুপী-বাঘার চরিত্রাভিনয় ও গানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করছি । কোরোনা ভাইরাসে আক্রান্ত না হলেও মানুষ গুজবে আক্রান্ত হচ্ছেন । সেই বিষয়টিকেও আমাদের প্রচারের মধ্যে রাখা হয়েছে । আমাদের লক্ষ্য, সকলেই সচেতন হোন, অন্যকে সচেতন রাখুন । এই প্রচার সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলছে ।"
এই বিষয়ে, পুরুলিয়া শহরের বাসিন্দা সুধারানি দত্ত বলেন, "সাত সকালেই বাড়ির বাইরে ঢোল ও গান শুনে ছুটে এসে দেখি গুপী ও বাঘার চরিত্রে দুই খুদে শিশু কোরোনা সচেতনতার প্রচার চালাচ্ছেন । এটা দেখে সেই সিনেমার কথায় মনে পড়ে যাচ্ছে । এই উদ্যোগ সত্যিই খুব ভালো ।"