পুরুলিয়া, 12 সেপ্টেম্বর : আদিবাসী দম্পতির মুন্ডুকাটা দেহ উদ্ধার ৷ পুরুলিয়ার আড়ষা থানা এলাকার তানাসি গ্রামের ঘটনা ৷ মৃত ওই দম্পতির নাম পাতাই মাঝি (65) ও লেকাশি মাঝি (55) ৷ আজ ওই দম্পতির নিজেদের বাড়ি থেকেই তাদের মুন্ডু কাটা দেহ উদ্ধার করে পুলিশ ৷ পুলিশ দেহ দু'টি উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে আড়ষা থানার পুলিশ ৷
জানা গেছে , দীর্ঘদিন ধরেই ওই দম্পতি তানাসি গ্রামের বাসিন্দা ৷ তাদের তিন ছেলের মধ্যে দুই ছেলের আগেই মৃত্যু হয়েছে ৷ ছোট ছেলে মুকুন্দ মাঝি থাকেন অন্য গ্রামে ৷ গতকাল রাতে গ্রামবাসীরা তাদের শেষবার দেখেছিলেন ৷ এরপর আজ সকালে তাদের বাড়ি থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না ৷ এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের দরজা বন্ধ ছিল ৷ এলাকার বাসিন্দারা তাদের বাড়িতে দরজা খুলতেই দেখতে পান মুন্ডু কাটা দুটি দেহ পড়ে রয়েছে ৷ এরপর খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় ৷
গ্রামবাসীদের সূত্রে খবর, গ্রামের কয়েকজনের সাথে জমি সংক্রান্ত বিবাদ ছিল তাদের ৷ এছাড়াও কয়েক বছর আগে ডাইনি অপবাদও দেওয়া হয় এই আদিবাসি দম্পতিকে ৷ তবে, সম্প্রতি সেরকম কোনও ঘটনা ঘটেনি বলে জানান গ্রামবাসীরা ৷ এই ঘটনায় পুলিশও ধন্ধে রয়েছে ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আড়ষা থানার পুলিশ ৷