পুরুলিয়া, 24 জানুয়ারি : বেলগুমা পুলিশ লাইনে ভেতরে কোয়ার্টার থেকে উদ্ধার বাবা-ছেলের রক্তাক্ত মৃতদেহ ৷ বাবা আত্মসমর্পণকারী মাওবাদী কোটায় চাকরি পাওয়া স্পেশাল হোমগার্ড ৷ আজ সকালে পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনের স্পেশাল হোমগার্ডের 8 নম্বর কোয়ার্টার থেকে দু'টি রক্তাক্ত দেহ উদ্ধার হয় (bloody body of former Maoist with his son found from quarters)।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই স্পেশাল হোমগার্ডের নাম হেমন্ত হেমব্রম ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশ লাইনের ভেতরে আপাতত সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
আরও পড়ুন : বাড়ির সামনে থেকে উদ্ধার যুবকের দেহ, পরিবারের অভিযোগে আটক দুই
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেমন্ত হেমব্রম প্রাক্তন মাওবাদী । পরে রাজ্য সরকারের প্যাকেজ পাওয়ার আশায় জেলা পুলিশের কাছে 2012 সালে আত্মসমর্পণ করেন । এরপরই তিনি স্পেশাল হোমগার্ডের চাকরি পান । স্ত্রী ও শিশুপুত্র-সহ থাকতেন বেলগুমা পুলিশ লাইনের স্পেশাল হোমগার্ডের 8 নম্বর কোয়ার্টারে । আজ সকালে তাদের রক্তাক্ত দেহ উদ্ধার হয়, জানা গিয়েছে সেসময় সেখানেই ছিলেন তাঁর স্ত্রী । ফলে ঘটনা ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে ।